id
stringlengths
12
535
news_id
stringlengths
10
533
input_text
stringlengths
5
18.6k
output_text
stringlengths
5
20.3k
007zbf59s2#2
007zbf59s2
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমানের (মান্না) প্রশ্ন, সরকারকে বিশ্বাস করবে কে? তারা বিপদে পড়লে নানান অঙ্গীকার আর প্রতিশ্রুতি দেয়। পরে সব ভুলে যায়। আজ শনিবার সকালে রাজধানীর তোপখানায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় মাহমুদুর রহমান এসব কথা বলেন। নাগরিক ঐক্য প্রতিষ্ঠার ১১তম বার্ষিকীতে ‘অবিলম্বে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া ঘোষণা কর’ শীর্ষক শিরোনামে এ সভার আয়োজন করা হয়। বাজেট প্রসঙ্গে মাহমুদুর রহমান বলেন, বাজেটে গরিব মানুষের জন্য কিছু নেই। যে বাজেট ঘোষণা করেছে, এটা গরিব মারার বাজেট। যার কোনো আয় নেই, তাকেও দুই হাজার টাকা কর দিতে হবে। তবে ব্যবসায়ীদের ব্যবসার জন্য এই বাজেট ঠিকই ভালো হয়েছে। যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন ভিসা নীতি নিয়ে নাগরিক ঐক্যের সভাপতি বলেন, নতুন ভিসা পলিসি দেওয়াতেই তারা (সরকার) দম নিতে পারছে না। বাঁচবে কীভাবে সেই চিন্তায় আছে। সরকারের মুখের হাসি আর নেই। প্রধানমন্ত্রী কম কথা বলছেন, তাঁদের দিন যে শেষ হচ্ছে, সেটা তাঁরাও বুঝতে পারছেন। ‘১০ দিন চোরের, ১ দিন গৃহস্থের’ উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, এ সরকারকে বিদায় করতে হবে। এই সরকার তার ক্ষমতা অন্তর্বর্তীকালীন সরকারের হাতে দিয়ে বিদায় নিক। আর তা না করলে করুণভাবে বিদায় নিতে হবে। নাগরিক ঐক্যের সভাপতিমণ্ডলীর সদস্য জিল্লুর চৌধুরী বলেন, এবারের বাজেটে সাধারণ মানুষের উন্নয়নের জন্য নতুন কিছু নেই। বাজেটে শুধু একটি জিনিস আছে, সেটা হচ্ছে চাঁদাবাজি। সাধারণ মানুষের কাছ থেকে সরকার এই চাঁদাবাজি করবে। ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য যে নতুন ভিসা নীতি দিয়েছে, তা দেশের জন্য অপমানজনক’ উল্লেখ করে জিল্লুর চৌধুরী আরও বলেন, সরকার দেশকে সারা বিশ্বের কাছে অপমানিত ও ছোট করেছে। এর দায় নিতে হবে। দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর রহমান বলেন, যুক্তরাষ্ট্র এই সরকারকে বেঁধে ফেলেছে। এখন সময় আন্দোলন করার। এরপরও এই সরকারের পতন করতে না পারলে দেশের মানুষ কখনোই স্বাধীনতা পাবে না। নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার ও সভাপতিমণ্ডলীর সদস্য মমিনুল ইসলামসহ কেন্দ্রীয় ও মহানগর কমিটির বেশ কয়েকজন নেতা।
Nagorik Oikya convener Mahmudur Rahman (Manna) questions, who will trust the government? When they fall in trouble, they make various commitments and promises. Later, they forget everything. On Saturday morning, Mahmudur Rahman said these words in a discussion meeting held at Bangladesh Shishu Kalyan Parishad Milnayatana in Dhaka's Topkhana Road. This meeting was organized in the context of Nagorik Oikya's 11th anniversary titled, "Announce the process of transfer of power immediately." Regarding the budget, Mahmudur Rahman said, the budget has nothing for the poor. This budget is a budget to kill the poor. Those with no income, will also have to pay tax amounting to two thousand taka. However, this budget is certainly good for businesses. Regarding the newly announced visa policy of the United States, the convener of Nagorik Oikya said, because they have given the new visa policy, they (the government) are not getting a chance to catch their breath. They are worried about how they will survive. The government does not have a smile on its face anymore. The Prime Minister is speaking less. They also understand that their days are coming to an end. Referring to '10 days of the thief, 1 day of the owner', Mahmudur Rahman said, this government must go. This government must handover their power to an interim government and leave. Otherwise, they will have to leave shamefully. Nagorik Oikya presidium member Zillur Chowdhury said, there is nothing new in this year's budget for the progress of the general population. There is only one thing in the budget, which is extortion. The government shall extort this from the general population. "The US has given a new visa policy for Bangladesh, which is insulting to the country," further stating this, Zillur Chowdhury said, the government has humiliated and belittled the country in front of the entire world. They must take responsibility for this. Joint secretary general of the party Jahidur Rahman said, the United States has tied down this government. Now it is time to start a protest. If the government is still not overthrown, the countrymen will never get independence. Under the moderation of Nagorik Oikya organizing secretary Sakib Anwar, others who spoke at the meeting were party general secretary Shahidullah Kaysar and presidium members Maminul Islam and several leaders from the central and metropolitan committees.
1sqabomm49#3
1sqabomm49
যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম গাড়ি ভাঙচুরের মামলায় গ্রেপ্তার। যুবদলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেনের গ্রেপ্তারের অভিযোগ আছে। বিএনপি সভায় অংশ নেওয়ার পর পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। পুলিশ মোনায়েমের গ্রেপ্তারের কথা স্বীকার করেছে, কিন্তু জাহাঙ্গীরের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেনি। মোনায়েমের বিরুদ্ধে নাকি কোনো মামলা নেই বলে দাবি করছেন যুবদলের সভাপতি।
Jubo Dal General Secretary Abdul Monaem was arrested on charges of car vandalization. There are allegations against the former President of the Dhaka Metropolitan North of Jubo Dal, SM Jahangir Hossain. The police arrested them after attending the BNP meeting. The police have confirmed the arrest of Monaem but have not confirmed the arrest of Jahangir. The president of the Youth League claims that there is no case against Monaem.
r0rjuq220c#2
r0rjuq220c
iTel has brought a new smartphone to the Bangladeshi market. The 'itel P55' model phone, which runs on the Android 13 operating system, has a Tiger606 model octa-core processor and 4 to 8 gigabytes of RAM depending on the version, allowing multiple tasks to be done together quickly. iTel Bangladesh announced the information in a press release today. According to the press release, the 6.6-inch screen phone has a capacity of 128 gigabytes. If desired, an additional 16 gigabytes of RAM can be added to the phone and used. The phone has a 90Hz refresh rate. As a result, you can watch pictures and videos comfortably along with playing games with advanced graphics. With a battery of 5,000 milliamps, the phone can also be quickly charged thanks to its 18-watt fast-charging capability. The phone has an 8-megapixel selfie camera in the front and a 50-megapixel camera with flash in the back. This allows good quality pictures to be taken even in low light. Depending on the version, the minimum price of the phone is 11,990 Taka (excluding VAT).
বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন এনেছে আইটেল। অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলা ‘আইটেল পি৫৫’ মডেলের ফোনটিতে টাইগার৬০৬ মডেলের অক্টাকোর প্রসেসর এবং সংস্করণভেদে ৪ থেকে ৮ গিগাবাইট র‍্যাম থাকায় দ্রুত একসঙ্গে একাধিক কাজ করা যায়। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইটেল বাংলাদেশ। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬ দশমিক ৬ ইঞ্চি পর্দার ফোনটির ধারণক্ষমতা ১২৮ গিগাবাইট। ফোনটিতে চাইলে বাড়তি ১৬ গিগাবাইট র‍্যাম যোগ করে ব্যবহার করা যায়। ফোনটির রিফ্রেশ রেট ৯০ হার্জ। ফলে উন্নত গ্রাফিকসের গেম খেলার পাশাপাশি স্বচ্ছন্দে ছবি ও ভিডিও দেখা যায়। ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ফোনটিতে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং–সুবিধা থাকায় দ্রুত চার্জও করা সম্ভব। ফোনটির সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, পেছনে ফ্ল্যাশসহ ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এর ফলে কম আলোতেও ভালো মানের ছবি তোলা যায়। সংস্করণভেদে ফোনটির দাম সর্বনিম্ন ১১ হাজার ৯৯০ টাকা (ভ্যাট ছাড়া)।
65mdg8vx6m#4
65mdg8vx6m
চ্যাটজিপিটির অগ্রগতিতে ফলে নিম্নলিখিত ১০ টি পেশা উচ্চ ঝুঁকিতে রয়েছে: * সফটওয়্যার ডেভেলপার * ওয়েব ডেভেলপার * কম্পিউটার প্রোগ্রামার * কোডার * তথ্য বিশ্লেষক * সাংবাদিক * আইনি সহকারী * বাজার গবেষণা বিশ্লেষক * আর্থিক বিশ্লেষক * গ্রাফিক ডিজাইনার
The following 10 professions are at high risk due to the progress of ChatGPT: * Software Developer * Web Developer * Computer Programmer * Coder * Data Analyst * Journalist * Legal Assistant * Market Research Analyst * Financial Analyst * Graphic Designer
0nzkji84ov#1
0nzkji84ov
ন্যূনতম কর যৌক্তিকও নয়, নৈতিকও নয়: সিপিডি
Minimum tax is neither logical nor ethical: CPD
jvbolu5txi#1
jvbolu5txi
আগামী নির্বাচনে ট্রাম্প না থাকলে বাইডেনও হয়তো প্রার্থী হতেন না
Biden might not have run if Trump wasn't on the ballot next time
964vm1nofh#1
964vm1nofh
It became clear that, there is no chance for the government's good sense to rise: Mirza Fakhrul
পরিষ্কার হয়ে গেল, সরকারের শুভবুদ্ধি উদয় হওয়ার কোনো সম্ভাবনা নেই: মির্জা ফখরুল
mk1n3m97n3#4
mk1n3m97n3
অর্পিতা বিশ্বাসের মাটির মেঝে ও টিনের চালের ছোট বাড়িটি তার সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের অনুপ্রেরণার সাথে বৈসাদৃশ্যপূর্ণ। তার পরিবার দরিদ্রতার কারণে সংগ্রাম করে, দাদিকে হারানোর শোক কাটিয়ে উঠছে। তার ফুটবল স্বপ্নটি শুরু হয়েছিল গোয়ালদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ছোট মাঠে, যেখানে দুজন শিক্ষক তাকে প্রশিক্ষণ দিয়েছিলেন। অধিনায়ক হওয়ার তার সফলতার পরেও, তার পরিবারের অবস্থা উন্নত হয়নি, এখনও তাদের একটি ভালো বাড়ির জন্য সংগ্রাম করতে হচ্ছে।
Arpita Biswas's small mud floor and tin roof house is at odds with the sheer scale of her championship win. Her family battles poverty, and she is still mourning the loss of her grandmother. Her football dream began on a small ground at the Goaldaha Government Primary School, where she was trained by two teachers. Despite her triumph as captain, her family's fortunes haven't changed they still struggle for a decent house.
otiaku6kvq#4
otiaku6kvq
AB party leaders met with German Charge'd Affairs, Ian Rolf Janovsky. In the meeting, the role of human rights activists like Yunus, leaders like Adilur Rahman Khan, and the issue of treason charges were discussed. AB party expressed gratitude for Germany's recognition of Bangladesh, the trade cooperation, and the scholarships for students. AB party leaders Asadujjaman Fuad and Nasreen Sultana and the German embassy's Zilkea Schmiehr were present at the meeting.
জার্মান চার্জ দ্য অ্যাফেয়ার্স ইয়ান রল্ফ ইয়ানোভস্কির সাথে এবি পার্টির নেতাদের সাক্ষাৎ হয়েছে। সাক্ষাতে ইউনুস, আদিলুর রহমান খানের মতো মানবাধিকার কর্মীদের ভূমিকা এবং বিচারিক হয়রানির বিষয়টি আলোচনা করা হয়। এবি দল জার্মানি কর্তৃক বাংলাদেশ স্বীকৃতি, বাণিজ্য সহযোগিতা ও শিক্ষার্থীদের জন্য বৃত্তিদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। সাক্ষাতে এবি দলের নেতারা আসাদুজ্জামান ফুয়াদ এবং নাসরীন সুলতানা ও জার্মান দূতাবাসের জিলকে শ্মির উপস্থিত ছিলেন।
8pvt7w3ecj#2
8pvt7w3ecj
খুলনায় আগামীকাল সোমবার বিভাগীয় ‘তারুণ্যের সমাবেশ’ করবে জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। নগরের ডাকবাংলো সোনালী ব্যাংক চত্বর এলাকায় বেলা তিনটায় এই সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশ করার অনুমতি পাওয়াসহ সমাবেশ সফল করতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে আয়োজকদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে সমাবেশের বিভিন্ন দিক তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন (টুকু)। তিনি বলেন, তিনটি তরুণ সংগঠনের উদ্যোগে রাজধানী ঢাকাসহ দেশের বড় ছয় শহরে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম থেকে শুরু করে বগুড়া, বরিশাল, সিলেটে সমাবেশ শেষে খুলনায় পঞ্চম সমাবেশ হতে যাচ্ছে। মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁরা মাঠে নেমেছেন। আগামী দিনে বাংলাদেশকে বসবাসের উপযোগী ও সবাই যাতে সমান অধিকার নিয়ে থাকতে পারে, সে লক্ষ্যে এই সমাবেশ করার উদ্যোগ নেওয়া হয়েছে। সুলতান সালাউদ্দিন বলেন, ‘তরুণ সমাজকে রাজপথে ঐক্যবদ্ধ করতেই এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমরা মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নেমেছি। বঞ্চিত তরুণ সমাজের অধিকার আদায়ের সংগ্রামে নেমেছি।’ যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন বলেন, এই সরকার দেশের গণতন্ত্র, মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। গত ১৫ বছরে দেশে ৪ কোটি ৭০ লাখ নতুন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। পুলিশ ভেরিফিকেশনের নামে চাকরি থেকে মেধাবী তরুণদের বাদ দেওয়া হয়েছে। তাই গণতন্ত্র ও দেশের কথা চিন্তা করে যুব ও তরুণ সমাজ জাগ্রত হয়ে রাজপথের এই সমাবেশে যোগ দেবেন। তারুণ্যের এই সমাবেশকে কেন্দ্র করে সরকার বিভিন্ন স্থানে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, নানা কায়দায় সমাবেশ বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন জেলা থেকে বাস বন্ধ করে দেওয়ার চেষ্টার কথা শোনা যাচ্ছে। তবে কোনো বাধাই সমাবেশকে আটকাতে পারবে না। সংবাদ সম্মেলনে খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম ওরফে মনা, সদস্যসচিব শফিকুল আলম ওরফে তুহিন, কেন্দ্রীয় যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুবদলের কেন্দ্রীয় সংসদের (খুলনা বিভাগ) সহসভাপতি নাজমুল হুদা চৌধুরী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনাকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
BNP's youth wing Jatiyatabadi Jubo Dal, student wing Chhatra Dal and volunteer wing Swecchasebak Dal will organize a divisional rally titled 'Sangram er Tarunya Samabesh' in Khulna on Monday. Chief guest of the rally scheduled to be held at the Sonali Bank premises of Dakbungalow area in the city at 3 pm will be BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir. Organizers said that all preparations have been completed to get permission for the rally and make it successful. A press conference was held at the Liaquat Ali auditorium of Khulna Press Club at around 12:30pm on Sunday to shed light on different aspects of the rally. Jubo Dal's central committee chairman Sultan Salauddin (Tuku) elaborated on the details at the press conference. He said this rally is being organized in six major cities of the country, including the capital Dhaka, at the initiative of three youth organizations. The rally in Khulna will be the fifth one after Chattogram, Bogura, Barishal and Sylhet. He said the rally has been organized to establish people's rights. In the coming days, this rally is being organized with the aim of making Bangladesh livable and ensuring equal rights for all. Sultan Salauddin said, "This program has been announced to unite the young people on the streets. We have joined the struggle to secure people's rights and the rights of the deprived young people." Sultan Salauddin, the central committee chairman of Jubo Dal, said this government has destroyed democracy and people's democratic rights. People have been deprived of their voting rights. In the last 15 years, 4 crore 70 lakh new voters in the country have not been able to exercise their voting rights. Meritorious young people are being dropped from jobs in the name of police verification. Hence, the young people will join this street rally as part of their awakening, thinking about the country and democracy. Sultan Salauddin Tuku alleged at the press conference that the government is creating obstacles in various places ahead of this youth rally. He said efforts are being made to obstruct the rally in different ways. There are reports of bus services being curtailed from different districts. However, no obstacle will be able to stop the rally. Khulna Metropolitan BNP convener Shafiqul Alam alias Mona, member secretary Shafiqul Alam alias Tuhin, acting secretary general of central Jubo Dal Shafiqul Islam, co-chairman (Khulna division) of central Jubo Dal parliament Nazmul Huda Chowdhury, central Swecchasebak Dal chairman S M Zillani, central Chhatra Dal chairman Kazi Rawnakul Islam, general secretary Saif Mahmud were also present at the press conference.
di0yoersrz#2
di0yoersrz
একটু-আধটু সময় মিললেই সামাজিক মাধ্যমে স্মৃতির ঝাঁপি খুলে বসেন অমিতাভ বচ্চন। শুটিংয়ের নানা স্মৃতি, ব্যক্তিগত মুহূর্ত ভাগাভাগি করে নেন অনুসারীদের সঙ্গে। এবার যেমন ইনস্টাগ্রামে লিখেছেন কারও সাহায্য ছাড়াও ৩০ ফুট উঁচু থেকে লাফ দেওয়ার অভিজ্ঞতা। আজ ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন বিগ বি। এই সাদা–কালো ছবিতে অমিতাভ বচ্চনকে একটি পাহাড় থেকে লাফ দিতে দেখা গেছে। তাঁর মুখে ভয়ের ছাপ স্পষ্ট। এই পুরোনো ছবির পাশাপাশি বিগ বি এ–ও জানিয়েছেন, কীভাবে অ্যাকশন দৃশ্যগুলো শুট করা হতো ছবিতে। কীভাবে স্টান্ট দৃশ্য করা হয়েছে ছবির জন্য। ছবিতে কোনো এক পাহাড়ের ওপর থেকে লাফ দিতে দেখা গেছে তাঁকে। ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘একটি অ্যাকশন সিকোয়েন্সের জন্য ৩০ ফুট পাহাড় থেকে ঝাঁপ দেওয়া। কোনো জুতো নেই পায়ে, কোনো এক্সপ্রেশনের বদল নেই, কোনো ভিএফএক্স নেই...। এতটুকু ভুলের খুব বড় খেসারত দিতে হতো। আমি সত্যিই ভাগ্যবান ছিলাম সে যে কী একটা দিন ছিল আমার জীবনে।’ ‘বিগ বি’র এই ছবি দেখে স্মৃতিমেদুর ভক্তরাও। অনেকেই মন্তব্যে অমিতাভ বচ্চনের হিট সিনেমার পুরোনো দিনের কথা মনে করেছেন। আজও ভক্তরা অমিতাভ বচ্চনের ছবি দেখতে ভালোবাসেন। বিগ বির পোস্টে অনেকেই মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘ঠিক আছে স্যার, তাই আমরা আপনাকে আসল অ্যাকশন হিরো বলেছি। শুভেচ্ছা।’
Whenever he gets some free time, Amitabh Bachchan reminisces on social media. He shares various shooting memories and personal moments with his followers. This time, on Instagram, he wrote about his experience jumping off a 30 feet height without any support. Today Big B has shared a picture on Instagram. In this black and white picture, Amitabh Bachchan is seen jumping off a cliff. The fear is evident on his face. Along with this old picture, Big B has also told how action scenes were shot in films. How stunts were done for the film. In the picture, he is seen jumping from a cliff. Sharing the picture, he wrote, ‘Taking that jump for an action sequence from a height of 30 feet .. no shoes , no wires , no harness .. just me and the fall .. could have been nasty .. but I was lucky .. someday I shall tell you what happened that day .. !!’ Fans also got nostalgic after seeing this picture of ‘Big B’. Many have commented on Amitabh Bachchan’s hit old movies. Even today, fans love to watch Amitabh Bachchan’s films. Many have commented on Big B’s post. One wrote, ‘That’s right sir, that’s why we call you the real action hero. Best wishes.’
g78m4vv5y1#1
g78m4vv5y1
180 proposals made by the businessmen of Chattogram in the pre-budget discussion
প্রাক্–বাজেট আলোচনায় চট্টগ্রামের ব্যবসায়ীদের ১৮০ প্রস্তাব
g4y0njsqqp#2
g4y0njsqqp
তখনো তিনি নিজের পরিচালনা শুরু করেননি। কাজ করেন সুপরিচিত তামিল পরিচালক এস শংকরের সহকারী হিসেবে। মনে মনে নিজের সিনেমার ছক কষছেন। মনের গভীরে আরও একটা স্বপ্ন সযতনে পুষে রেখেছেন, একদিন শাহরুখ খানকে নিয়ে সিনেমা করবেন! কিন্তু সিনেমা করা দূর, তাঁর সঙ্গে দেখা করাই মুশকিল। সেদিনের সেই তরুণ পরিচালকের নাম অ্যাটলি কুমার। যাঁর পরিচালনায় নির্মিত শাহরুখের নতুন সিনেমা ‘জওয়ান’ এখন বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে। সম্প্রতি সিনেমার অডিও প্রকাশ অনুষ্ঠানে শাহরুখকে নিয়ে তাঁর সিনেমার বানানোর স্বপ্ন, মান্নতে যাওয়াসহ নানা প্রসঙ্গে কথা বলেছেন পরিচালক। খবর বলিউড লাইফের সালটা ২০১০। অ্যাটলি হাজির হয়েছিলেন মুম্বাই। আরব সাগরের তীরে মায়া নগরী মুম্বাইতে এসেছেন আর প্রিয় তারকা শাহরুখ খানের বাড়ি মান্নত না দেখেই ফিরে যাবে, তা-ই কী হয়! অ্যাটলিও হাজির হলেন মান্নতে। শাহরুখের বাড়ির দরজায় দাঁড়িয়ে ছবি তুললেন। মনে ক্ষীণ আশা, যদি প্রিয় তারকার দেখা পাওয়া যায়; তাঁকে নিয়ে স্বপ্নের সিনেমা বানানোর কথা বলবেন। কিন্তু শাহরুখের দেখা পাওয়া গেল না। অ্যাটলি মান্নতের বাইরে ছবি তুলেই ফিরে গেলেন চেন্নাই। অ্যাটলির স্বপ্নের কথা জানতেন তাঁর বন্ধুরাও। শাহরুখকে নিয়ে সিনেমা করবে—এ নিয়ে বন্ধুরা খোঁচা দিল পরিচালককে। অ্যাটলি কিছু বললেন না। জানতেন, সময় সব প্রশ্নের উত্তর দেবে। এরপর ২০১৩ সালে অ্যাটলি বানালেন নিজের প্রথম সিনেমা ‘রাজা রানি’। শংকরের ছায়া থেকে বেরিয়ে এসে ব্যস্ত হয়ে পড়লেন নিজের সিনেমা নিয়ে। একে একে উপহার দিলেন ‘থেরি’, ‘মার্শাল’, ‘বিগিল’-এর মতো ব্যবসাসফল সিনেমা। তবে শাহরুখকে নিয়ে সিনেমার কথা ভুললেন না। তত দিনে একটা চিত্রনাট্য দাঁড় করিয়ে ফেললেন। ঠিক করলেন, কেবল শাহরুখকে পেলেই সিনেমাটি করবেন। না হয় করবেন না। এভাবেই ২০১৮ সালের দিকে শাহরুখের সঙ্গে দেখা করার সুযোগ পান। হাজির হন মান্নতে। সেই মান্নত, যে বাড়ির দরজা থেকে একদিন ফিরে গিয়েছিলেন। কথা ছিল, মাত্র আধঘণ্টা সময় দেবেন শাহরুখ। কিন্তু তরুণ এই পরিচালকের সঙ্গে সারা দিন ধরে কথা বললেন অভিনেতা। একসঙ্গে খাবার খেলেন। এভাবেই তৈরি হলো ‘জওয়ান’। সম্প্রতি ‘জওয়ান’-এর অডিও প্রকাশ অনুষ্ঠানে সেই স্মৃতি স্মরণ করে অ্যাটলি বলেন, ‘১৩ বছর আগে মান্নতের সামনে ছবি তুলেই ফিরেছিলাম। সেই একই দরজা পরে আমার সামনে খুলে যায়, যখন চিত্রনাট্য শোনাতে শাহরুখ খানের সঙ্গে প্রথম দেখা করতে যাই। তিনি আমার কাছে বাবার চেয়েও বেশি।’ শাহরুখ আর অ্যাটলি যখন ‘জওয়ান’ নিয়ে কথাবার্তা বলছেন, তখন শাহরুখের মালিকানাধীন আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন দীনেশ কার্তিক। সম্প্রতি ‘জওয়ান’ মুক্তির পর সেই সময়ের স্মৃতিচারণা করে এই ভারতীয় ক্রিকেটার লিখেছেন, ‘সিনেমাটি বানাতে পাঁচ বছরের বেশি সময় লেগেছে। কত যে মিটিং হয়েছে, বারবার চিত্রনাট্য বদল হয়েছে; হয়েছে আরও অনেক কিছুই। আমার মনে আছে ২০১৮ সালে যখন কেকেআরের হয়ে খেলছি, তখন অ্যাটলি ও শাহরুখ খান “জওয়ান” নিয়ে প্রাথমিক কথাবার্তা বলছে। চেন্নাইতে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের খেলার দিন অ্যাটলি মাঠে ছিল। মূলত তখন থেকেই শাহরুখের সঙ্গে সিনেমাটি নিয়ে আলাপ শুরু হয়।’ এদিকে গত ৭ সেপ্টেম্বর ভারতে মুক্তির পর এ পর্যন্ত মাত্র ছয় দিনে বিশ্বব্যাপী ৬০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে ‘জওয়ান’।
He had not started directing then. He worked as an assistant to the well-known Tamil director S. Shankar. He was secretly plotting his own movies. He cherished another dream deep in his heart, one day he would make a movie with Shah Rukh Khan! But making a movie was a distant dream, even meeting him was difficult. The name of that young director that day was Atlee Kumar. Shah Rukh's new movie 'Jawan' directed by him is now rocking the box office. Recently, at the movie's audio release event, the director talked about his dream of making a movie with Shah Rukh, going to Mannat, and various other topics. News by Bollywood Life The year was 2010. Atlee had arrived in Mumbai. How could he come to Mumbai, the city of dreams, on the shores of the Arabian Sea and return without seeing his favourite star Shah Rukh Khan's house, Mannat! Atlee also went to Mannat. He took pictures standing at the door of Shah Rukh's house. There was a faint hope in his mind, if he could meet his favourite star; he would tell him about his dream of making a movie with him. But he could not meet Shah Rukh. Atlee returned to Chennai after taking pictures outside Mannat. Atlee's friends also knew about his dream. The friends teased the director about making a movie with Shah Rukh. Atlee did not say anything. He knew that time would answer all questions. Then in 2013, Atlee made his first movie 'Raja Rani'. He came out of Shankar's shadow and got busy with his movie. He gave back-to-back commercially successful movies like 'Theri', 'Mersal', and 'Bigil'. But he did not forget about the movie with Shah Rukh. By then he had a screenplay ready. He decided that he will only make the movie if he gets Shah Rukh. Or else, he will not. It was like this that in 2018, he got a chance to meet Shah Rukh. He went to Mannat. That Mannat, whose doors he had once returned from. It was decided that Shah Rukh will only give him half an hour. But the actor talked with the young director for the whole day. They ate food together. That's how 'Jawan' was made. Recently, at the audio release event of 'Jawan', Atlee reminisced about that memory, and said, '13 years ago, I had returned only after taking pictures in front of Mannat. The same door later opened up in front of me when I went to meet Shah Rukh Khan for the first time to narrate the screenplay. He is like more than a father to me.' When Shah Rukh and Atlee were talking about 'Jawan', Dinesh Karthik was playing in Shah Rukh's IPL team Kolkata Knight Riders. Recently, after the release of 'Jawan', this Indian cricketer wrote, reminiscing about the time, 'The movie has taken more than five years to make. There were so many meetings, repeated changes in the screenplay; a lot more. I remember, when I used to play for KKR in 2018, Atlee and Shah Rukh Khan were having initial talks about "Jawan". Atlee was at the ground the day Chennai Super Kings and Kolkata Knight Riders played in Chennai. Basically, the discussion about the movie with Shah Rukh started from then.' Meanwhile, since its release in India on September 7, 'Jawan' has done a business of more than 600 crores worldwide in just six days.
ot9djpaipi#3
ot9djpaipi
More than one hundred thousand Palestine-es have been displaced in Gaza as a result of the Israeli attacks. More than 74 thousand Palestine-es have taken shelter in UNRWA camps. A school, also serving as a shelter for the people displaced by the Israeli attacks, has been attacked. UNRWA has stated that the safety of civilians must be ensured. Israel has warned that it will turn Gaza into an empty island. Nearly 1100 people have been killed in the exchange of attacks between Hamas and Israel.
ইসরায়েলি হামলায় গাজায় ১ লাখেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। ইউএনএআরডব্লিউএর আশ্রয়ে ৭৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুতদের আশ্রয়স্থল একটি স্কুলও আক্রান্ত হয়েছে। ইউএনএআরডব্লিউএ জানিয়েছে, বেসামরিক লোকজনের সুরক্ষা নিশ্চিত করতে হবে। ইসরায়েল গাজাকে জনশূন্য দ্বীপে পরিণত করার হুঁশিয়ারি দিয়েছে। হামাস ও ইসরায়েলের পাল্টা হামলায় প্রায় ১ হাজার ১০০ ব্যক্তি নিহত হয়েছে।
7vsp8033pv#4
7vsp8033pv
NASA’s Lucy spacecraft has captured an image of an asteroid, named (11351) Leucus, and it shows a "moonlet" orbiting it. Leucus is approximately a half-mile (790 meters) across, while its moonlet is just 720 feet (220 meters) across. Lucy is on its way to study the Trojan asteroids that share Jupiter’s orbit, and the image of Leucus was taken along the way. Leucus was named after the progenitor of the Ethiopian people.
নাসার লুসি মহাকাশযান ‘দিনকিনেশ’ নামক একটি গ্রহাণুর ছবি তুলেছে, যেখানে এর পাশে একটি ‘ছোট্ট চাঁদ’ দৃশ্যমান হচ্ছে। দিনকিনেশের আকৃতি প্রায় ৭৯০ মিটার, যখন এর চাঁদের আকৃতি মাত্র ২২০ মিটার। লুসি বৃহস্পতির কাছের গ্রহাণুগুলিকে অন্বেষণ করতে যাচ্ছে, এবং দিনকিনেশের ছবি পথে তোলা হয়েছে। দিনকিনেশ নামকরণ করা হয়েছে ইথিওপিয়ার মানুষের পূর্বপুরুষের দেহাবশেষের নামানুসারে।
jidc9193h4#4
jidc9193h4
After a rout in the polls, the position of the Jatiya Party (JaPa) as an opposition party has come under uncertainty. Accusing the top leadership of being uncooperative and inept, the party’s leaders and activists have called demonstrations and a meeting. Losing deposits in the elections by 90 percent of candidates has further increased anger within the party. The unrest is being increasingly fueled by some senior leaders of JaPa, as well as two leaders who have since been relieved of their posts. The leaders and activists have demanded resignations from the party chairman and secretary general, and have called a meeting in front of the Election Commission’s office. JaPa’s top brass is concerned about this unrest and has stated that it will take necessary organizational steps.
নির্বাচনে ভরাডুবির পর জাতীয় পার্টির (জাপা) বিরোধী দলের আসনে বসাটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। শীর্ষ নেতৃত্বের অসহযোগিতা ও অব্যবস্থাপনার অভিযোগে দলের নেতা-কর্মীরা বিক্ষোভ ও সভা ডেকেছেন। নির্বাচনে ৯০ শতাংশ প্রার্থী জামানত হারিয়েছে, যা দলের মধ্যে ক্ষোভ আরও বাড়িয়েছে। জাপার জ্যেষ্ঠ কিছু নেতা এবং অব্যাহতিপ্রাপ্ত দুই নেতার ইন্ধনে অস্থিরতা আরও প্রকট হচ্ছে। দলের চেয়ারম্যান-মহাসচিবের পদত্যাগ দাবি করে নেতা-কর্মীরা বিক্ষোভ করেছেন এবং নির্বাচন কমিটির কার্যালয়ের সামনে সভা ডেকেছেন। জাপার শীর্ষ নেতৃত্ব এই অস্থিরতা নিয়ে উদ্বিগ্ন এবং প্রয়োজনীয় সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে।
40q1nq5373#1
40q1nq5373
ভারতকে ১৫ মার্চের মধ্যে সব সেনা সরাতে বলল মালদ্বীপ
Maldives asks India to withdraw all troops by March 15
dd3cnm0wks#3
dd3cnm0wks
পশ্চিমবঙ্গের কুখ্যাত গ্যাংস্টার হুব্বাকে চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। ‘হুব্বা’ সিনেমার ৪০ সেকেন্ডের টিজারে গ্যাংস্টার চরিত্রে তার দুর্দান্ত অভিনয় দর্শকের মনে ধরেছে। হুগলি জেলার অপরাধজগতের এক সময়ের কর্তা ছিলেন এই হুব্বা শ্যামল। খুন, জখম, মাদক পাচারসহ বহু অপরাধে অপরাধী ছিলেন তিনি। টিজারে গ্যাংস্টার ও পুলিশের লড়াই ছাড়াও কমেডিও দেখানো হয়েছে। ‘কুত্তা যদি ঘেউ ঘেউ না করে তাহলে কিসের কুত্তা’ - মোশাররফের এই সংলাপ টিজারটিতে ভালো সাড়া ফেলেছে।
Mosharaf Karim plays the role of the notorious gangster Hubba in West Bengal. The audience has loved his brilliant acting as a gangster in the 40-second teaser of the movie 'Hubba'. Hubba Shyamol was once the head of the crime world in Hooghly district. He was guilty of many crimes including murder, injury, and drug trafficking. In addition to the fight between the gangsters and the police, the teaser also shows some comedy. Mosharaf's dialogue in the teaser, "If the dog doesn't bark, what kind of dog is it?" has been well received.
fme6qjej0q#1
fme6qjej0q
What has happened all day long in Khulna City election
খুলনা সিটি নির্বাচনে সারা দিন যা হলো
521k6k9zk3#4
521k6k9zk3
কলোরাডোর সুপ্রিম কোর্ট ডোনাল্ড ট্রাম্পকে ২০২৪ সালের প্রাইমারিতে রাজ্যের সংবিধানের বিদ্রোহবিরোধী ধারার অধীনে অযোগ্য ঘোষণা করেছে। আদেশটি ৫ মার্চের প্রাইমারিতে প্রযোজ্য হবে, যদিও এটি অঙ্গরাজ্যের বাইরে বা নভেম্বর নির্বাচনে প্রযোজ্য হবে না। ট্রাম্পের দল সিদ্ধান্তটির বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছে, যা ৪ জানুয়ারি পর্যন্ত কার্যকর হচ্ছে না।
The Colorado Supreme Court has disqualified Donald Trump from the state’s presidential primary ballot in 2024 under a provision of the state constitution related to insurrection. The order applies to the state’s primary on 5 March, though it does not apply to the race outside the state or to the November general election. Trump’s campaign planned to appeal the decision, which takes effect 4 January.
yrewht5gkn#2
yrewht5gkn
ফিলিস্তিনের গাজা শহরের আল-কুদস হাসপাতাল খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। হাসপাতালের পরিচালক বাশার মুরাদকে এ নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি বাহিনী। গাজার আল-আহলি আল-আরাবি ব্যাপটিস্ট হাসপাতালে বোমা হামলায় ৪৭১ জন মানুষের প্রাণহানির প্রতিবাদে বিশ্বজুড়ে চলা বিক্ষোভের মধ্যে এবার এ হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। বিদ্যুতের অভাবে আল-কুদস হাসপাতালের সব বিভাগের কার্যক্রম এখন চলছে না। তবে হাসপাতালটিতে প্রায় ১২ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন; বিশেষ করে বিমান হামলা চালিয়ে যাঁদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে, তাঁরা এখানে আশ্রয় নিয়েছেন। বাশার মুরাদ গতকাল শুক্রবার ফোনে আল-জাজিরার প্রতিবেদককে বলেন, হাসপাতালটি তাৎক্ষণিক খালি করে দিতে ইসরায়েলি সেনাবাহিনী থেকে তিনি ফোন পেয়েছেন। সবাইকে উপত্যকার দক্ষিণে খান ইউনিসে পাঠাতে বলা হয়েছে। বাশার মুরাদ বলেন, এই এলাকায় হামলা চালানো হবে বলে ইসরায়েলি সেনাবাহিনী এ নির্দেশ দিয়েছে। হাসপাতালের পরিচালক আরও বলেন, ‘জবাবে আমি ইসরায়েলি বাহিনীর ওই ব্যক্তিকে বলেছি, আপনি যদি হাসপাতাল খালি করতে চান, তাহলে আমাদের জন্য প্রয়োজনীয় সংখ্যক বাস ও পরিবহনের ব্যবস্থা করুন, যাতে আমরা এখানে থাকা ১২ হাজার মানুষ ও রোগী দক্ষিণে সরিয়ে নিতে পারি। সেখানে আমাদের একটা জায়গা করে দিন।’ বাশার মুরাদ বলেন, ‘এ কথা শুনে ইসরায়েলি সেনাবাহিনীর ওই ব্যক্তি চেঁচিয়ে ওঠেন। আমাকে বলেন, যদি তুমি হাসপাতাল খালি না করো, তাহলে পরিণতি ভোগ করতে হবে। এ কথা বলে ফোন রেখে দেন।’ আল-কুদস হাসপাতালটি গাজার তেল আল-হাওয়া এলাকায় অবস্থিত। ২০০৯ সালে ইসরায়েলি বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত হাসপাতালটি পরে পুনর্নির্মাণ করা হয়। এর আগে ১৪ অক্টোবর স্থানীয় সময় সকাল ছয়টার মধ্যে হাসপাতালটি খালি করতে ইসরায়েলি সামরিক বাহিনী নির্দেশ দিয়েছিল বলে ফিলিস্তিন রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে। তবে এটা সম্ভব নয় বলে তখন সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছিল।
Israel’s military has ordered the evacuation of al-Quds Hospital in the city of Gaza in Palestine. Director of the hospital Bashar Murad was given this order. The Israeli army also warned that he would face the consequences if he did not do so. Amid the worldwide protests against the bombing of the al-Ahli al-Arabi Baptist Hospital in Gaza, in which 471 people were killed, the Israeli military has issued this warning. Due to lack of electricity, all departments of al-Quds hospital are currently not functioning. However, around 12,000 people have taken shelter in the hospital, especially those whose houses have been destroyed in the airstrikes. Bashar Murad told Al Jazeera correspondent over the phone on Friday that he received a call from the Israeli military to immediately evacuate the hospital. Everyone was asked to move to Khan Younis in the south of the valley. Bashar Murad said that the Israeli military had given this order because they are planning to attack this area. The director of the hospital further said, ‘In response, I told the Israeli army that if you want to evacuate the hospital, then arrange for as many buses and transport as necessary for us, so that we can move the 12,000 people and patients here to the south. Make a place for us there.’ Bashar Murad said, ‘On hearing this, the Israeli army officer shouted at me. He told me that if you do not evacuate the hospital, you will face the consequences. Saying this, he hung up the phone.’ Al-Quds Hospital is located in the Tel al-Hawa area of Gaza. The hospital was rebuilt after being damaged in an Israeli airstrike in 2009. Earlier, the Palestine Red Crescent Society had said that the Israeli military ordered the evacuation of the hospital by 6 am local time on October 14. However, the organization had said at that time that it was not possible.
yfumo8lo6k#2
yfumo8lo6k
Mustafa Sarwar Farooki has been involved with filmmaking for more than two decades. He has gifted audiences numerous timeless works, including films, dramas, and series. His directed films have been lauded at various film festivals at home and abroad. This time, he is acting in a film directed by himself. On the same day the news was announced that he would act in the film, another piece of good news was shared regarding Bangladeshi films. The film directed by and starring Mustafa Sarwar Farooqi has found a place at the Busan Film Festival. Under the Chorki project titled "Ministry of Love", 12 popular directors are making 12 Chorki original films on stories of love. The entire project is being supervised by Mustafa Sarwar Farooqi himself. He is personally directing two films. Farooqi's first film, "Monoghomi", has already been announced. "Something Like an Autobiography" or "Autobiography" is another film directed by Farooqi. "Autobiography" has been selected for the competition section of the 28th Busan Film Festival. The film will have its world premiere at the festival next October. In this competition section titled "Jiseok", reserved for established filmmakers from Asia, "Autobiography" will compete with the most notable filmmakers of Asia. These include Philippine master filmmaker Brillante Mendoza, Sri Lankan powerhouse Prasanna Vithanage, and Indonesia's Yosep Anggi Noen, among others. Mediastar Head of Strategy and Transformation Zaraif Ayat Hossain, Chorki CEO Redwan Roni, Director Mustafa Sarwar Farooki, and actress Tisha were invited to attend the world premiere and closing ceremony of the Busan Film Festival. Regarding "Autobiography", the director said, "I have tried to tell a variety of stories. Each of them has touched people in different ways. I've always tried to experiment, thinking about how acting should be, what stories need to be told. But the one thing I have never tried to do is act. Though I had some hesitation at first, Tisha dispelled my doubt when she told me, 'You can only do this story once in your life. Please do it!'" Asked how it felt to work in front of the camera for the first time, Farooqi said, "Acting is a vulnerable job. And acting in this story is an even more vulnerable thing, as it is about my own life in some way. But once shooting started, I didn't feel any different from usual. It felt natural. One thing was different, though—I wasn't the one watching the monitor during the shots. My younger brother Kibria would watch the monitor, and I would go watch the playback after the shot was done." Farooqi's co-star in "Autobiography" is his actress wife, Nusrat Imroz Tisha. When asked whether he learned anything from her in terms of acting, Farooqi said, "I wouldn't say I learned anything about acting. As the director, I was the first to see how the character walks, talks, and thinks. So I already knew what this character would and wouldn't do. But one thing is for sure—when your co-star is exceptional, acting becomes easier. A co-star can elevate their fellow actor by setting a high standard of their own." Regarding "Autobiography", Farooqi said, "In my long career, I have received the love of several generations. To them I would say, this film is the most personal story of Tisha and me. I would be happy if you like it or it makes you think." In this film, Mustafa Sarwar Farooqi and Nusrat Imroz Tisha worked together on the screenplay in addition to acting. Though this was Tisha's first experience writing a screenplay, she said she enjoyed the process. Nusrat Imroz Tisha is making her return to work with this film after becoming a mother. She said, "I would not have imagined that I would be able to go back to work so soon after Ilham's birth. Thank you to Farooqi! He gave me the confidence that I could work again. I am thankful to Allah that I have been able to work on such an emotional story after Ilham's birth." Asked about her experience working with her husband and producer Farooqi, Tisha said, "Farooqi has always been a great director and a good actor as well, but that was behind the camera. Now he is in front of everyone. Now I am a little scared. What will happen if another director starts working with him and he becomes the protagonist?" Saying this, Tisha laughed. Addressing the audience, Tisha said, "Every artist has expectations for their films. I do too. My expectations are higher for this film because it is a very special film in our lives. I believe that audiences will laugh, cry, get angry at times, find peace at times, and give it a lot of love." Chorki CEO Redwan Roni said, "Farooqi's two films for the "Ministry of Love" project are completely different in terms of story and plot. "Autobiography" is very different from all the other films because Farooqi is acting in it for the first time. We are all eager to see him on screen. And also, this is the first time a Chorki original film is going to the Busan Film Festival, which is a matter of pride for us."
প্রায় দুই যুগের বেশি সময় ধরে নির্মাণের সঙ্গে জড়িত মোস্তফা সরয়ার ফারুকী। সিনেমা, নাটক, ধারাবাহিকসহ নানান কালজয়ী কাজ দর্শকদের উপহার দিয়েছেন তিনি। দেশ-বিদেশের নানা চলচ্চিত্র উৎসবে সমাদৃত হয়েছে তাঁর পরিচালিত সিনেমা। এবার তিনি অভিনয় করছেন নিজ পরিচালিত সিনেমায়। যেদিন ছবিতে অভিনয়ের খবর প্রকাশ্যে এল, একই দিনে আরেকটি সুখবর এল দেশীয় চলচ্চিত্রের জন্য। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ও অভিনীত ছবিটি বুসান চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে। চরকিতে ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টে জনপ্রিয় ১২ জন নির্মাতা ভালোবাসার গল্প নিয়ে ১২টি চরকি অরিজিনাল ফিল্ম বানাচ্ছেন। এই পুরো প্রজেক্টের সার্বিক তত্ত্বাবধানে আছেন জনপ্রিয় মোস্তফা সরয়ার ফারুকী। তিনি নিজেই নির্মাণ করছেন দুটি সিনেমা। কিছুদিন আগেই ঘোষণা দেওয়া হয় ফারুকীর প্রথম সিনেমা ‘মনোগামী’-এর। ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’- বা ‘অটোবায়োগ্রাফি’ ফারুকী পরিচালিত আরেকটি সিনেমা। ‘অটোবায়োগ্রাফি’ বুসান চলচ্চিত্র উৎসবের ২৮তম আসরের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। আগামী অক্টোবরে এই উৎসবেই হবে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার। এশিয়া থেকে প্রতিষ্ঠিত চলচ্চিত্র নির্মাতাদের জন্য ‘জিসোক’ নামে এই প্রতিযোগিতা বিভাগে ‘অটোবায়োগ্রাফি’ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে। যার মধ্যে আছেন ফিলিপাইনের মাস্টার ফিল্মমেকার ব্রিলান্টে মেন্ডোজা, শ্রীলঙ্কার পাওয়ার হাউস প্রসন্ন ভিটানেজ, ইন্দোনেশিয়ার ইয়োসেপ অ্যাঙ্গি নোয়েনসহ আরও অনেকে। বুসান চলচ্চিত্র উৎসবের ওয়ার্ল্ড প্রিমিয়ার ও উৎসবের সমাপনী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে মিডিয়াস্টারের হেড অব স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন জারায়েফ আয়াত হোসেন, চরকির সিইও রেদওয়ান রনি, পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী তিশাকে। ‘অটোবায়োগ্রাফি’ নিয়ে পরিচালক বলেন, ‘আমি নানা রকম গল্প বলার চেষ্টা করেছি। সেগুলোর একেকটা একেক রকমভাবে মানুষকে স্পর্শ করেছে। অভিনয় কেমন হওয়া উচিত, কোন গল্প বলা জরুরি—এসব নিয়ে সারাক্ষণই নিরীক্ষা করার চেষ্টা করেছি। কিন্তু যে কাজটা কখনোই করার চেষ্টা করিনি, সেটা হলো অভিনয়। প্রথম দিকে এটা নিয়ে আমার মধ্যে ইতস্তত ভাব থাকলেও তিশা আমাকে একটা কথা বলে আমার সংশয় দূর করে দেয়। ও বলে, এই গল্প তুমি জীবনে একবারই করতে পারবে। করে ফেলো, প্লিজ!’প্রথমবার ক্যামেরার পেছন থেকে সামনে কাজ করে কেমন লেগেছে, জানতে চাইলে ফারুকী বলেন, ‘অভিনয় তো একটা ভালনারেবল কাজ। আর এই গল্পে অভিনয় তো আরও ভালনারেবল ব্যাপার, যেখানে নিজের জীবনও কোনো না কোনো আঙ্গিকে লুকিয়ে আছে। তবে শুটিং শুরু হয়ে যাওয়ার পর তেমন কোনো আলাদা অনুভূতিই হয়নি। মনে হয়েছে, এটা তো স্বাভাবিক। শুধু একটা জিনিস অবশ্য আলাদা ছিল—শটের সময় মনিটরে থাকা হতো না। আমার ছোট ভাই কিবরিয়া মনিটরে থাকত। আর আমি শট শেষে গিয়ে প্লে-ব্যাক করতাম।’ ‘অটোবায়োগ্রাফি’তে ফারুকীর সহশিল্পী তাঁর অভিনয়শিল্পী স্ত্রী নুসরাত ইমরোজ তিশা। স্ত্রী যখন সহশিল্পী সে ক্ষেত্রে তাঁর কাছ থেকে অভিনয় শেখা হয়েছে কি না, এমন প্রশ্নে ফারুকী বলেন, ‘অভিনয় শেখার ব্যাপার বলতে পারব না। কারণ, পরিচালক তো সবার আগে দেখতে পায় চরিত্রটা কীভাবে হাঁটে, কথা বলে, কি ভাবনাচিন্তা করে! ফলে এই চরিত্র কী করবে না-করবে, সেটা জানতামই। কিন্তু একটা ব্যাপার তো নিশ্চিত, সহশিল্পী যদি অসাধারণ কেউ হন, তাহলে অভিনয় সহজ হয়ে যায়। সহশিল্পী তাঁর মান দিয়ে অন্য শিল্পীর মানও ওপরে তুলে নিয়ে যেতে পারেন।’ ‘অটোবায়োগ্রাফি’ প্রসঙ্গে ফারুকী বলেন, ‘এত বছরের ক্যারিয়ারে কয়েকটা প্রজন্মের ভালোবাসা পেয়েছি। তাদের উদ্দেশ্যে বলতে চাই, ছবিটা আমার আর তিশার সবচেয়ে পারসোনাল স্টোরি। আপনাদের ভালো লাগলে বা ভাবালে খুশি হব।’ এই সিনেমায় মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা একসঙ্গে অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্য লেখার কাজটিও করেছেন। তিশার জন্য চিত্রনাট্য লেখার কাজটা প্রথমবারের মতো হলেও কাজটি তিনি বেশ আনন্দ নিয়েই করেছেন বলে জানান। মাতৃত্বের পর এই সিনেমা দিয়েই নুসরাত ইমরোজ তিশা কাজে ফেরা। তিনি বলেন, ‘ইলহামের জন্মের পর এত তাড়াতাড়ি কাজ শুরু করতে পারব, ধারণা ছিল না। থ্যাংকস টু ফারুকী! ও আমাকে সেই আত্মবিশ্বাসটা দিয়েছে যে আবার ফিট হয়ে কাজ করতে পারব। ইলহাম হওয়ার পর এমন আবেগপ্রবণ গল্পে কাজ করতে পেরেছি, সেটার জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি।’ নির্মাতা, স্বামী ফারুকীর সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা কেমন ছিল, জানতে চাইলে তিশা বলেন, ‘ফারুকী খুব ভালো ডিরেক্টরের সঙ্গে সঙ্গে ভালো একজন অভিনেতা আগে থেকেই ছিল, কিন্তু সেটা ক্যামেরার পেছনে ছিল। এখন সবার সামনে চলে এল আরকি। এখন একটু ভয় লাগছে। অন্য ডিরেক্টর যদি ওকে নিয়ে কাজ শুরু করে, ও যদি নায়ক হয়ে যায়, তখন কী হবে?’ বলেই হাসতে থাকেন তিশা। দর্শকদের জন্য তিশা বলেন, ‘যেকোনো সিনেমা নিয়েই তো একজন শিল্পীর অনেক প্রত্যাশা থাকে। আমারও আছে। বরং এটা নিয়ে আমার প্রত্যাশা অনেক বেশি। যেহেতু এটা আমাদের জীবনে অনেক বিশেষ একটা ছবি, আমার বিশ্বাস, দর্শকেরা ফিল্মটা দেখে হাসবে, কাঁদবে, কখনো রেগে যাবে, কখনো শান্ত হয়ে চিন্তা করবে এবং অনেক অনেক ভালোবাসা দেবে।’ চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘“মিনিস্ট্রি অব লাভ” প্রজেক্টে ফারুকী ভাইয়ের দুটি সিনেমাই গল্পে-প্লটে একদম ভিন্ন। “অটোবায়োগ্রফি” অন্য সব সিনেমা থেকে খুব আলাদা। কেননা, এই সিনেমায় ফারুকী ভাই প্রথমবারের মতো অভিনয় করেছেন। তাঁকে স্ক্রিনে দেখার জন্য আমরা সবাই মুখিয়ে আছি। সেই সঙ্গে এই প্রথম চরকি অরিজিনাল কোনো সিনেমা বুসান চলচ্চিত্র উৎসবে যাচ্ছে, যেটা আমাদের জন্য গর্বের বটে।’
2eni7fw8zt#1
2eni7fw8zt
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ইমাদ ওয়াসিম
Imad Wasim retires from international cricket
eke89f97yh#2
eke89f97yh
বায়ুদূষণে বিশ্বের ১২১টি শহরের মধ্যে আজ বুধবার সকাল আটটার দিকে ঢাকার অবস্থান অষ্টম। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে এ সময় ঢাকার স্কোর ১৪৪। বায়ুর এই মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়। গতকাল মঙ্গলবার সকাল আটটার দিকেও বায়ুদূষণে বিশ্বের ১২২টি শহরের মধ্যে ঢাকা অষ্টম অবস্থানে ছিল। স্কোর ছিল ১৫০। বায়ুর এই মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’। বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে। আজ সকাল আটটার দিকে বিশ্বে বায়ুদূষণে প্রথম অবস্থানে ছিল থাইল্যান্ডের চিয়াংমাই। আইকিউএয়ারের সূচকে শহরটির স্কোর ছিল ২১৯।দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাক্রমে ভারতের নয়াদিল্লি ও নেপালের কাঠমান্ডু। নয়াদিল্লির স্কোর ১৮০, কাঠমান্ডুর ১৭৭। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ৫১ থেকে ১০০ হলে তাকে ‘মাঝারি’ বা ‘গ্রহণযোগ্য’ মানের বায়ু হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ ধরা হয়।স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’ বায়ু। স্কোর ২০১ থেকে ৩০০ হলে তাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বায়ু ধরা হয়। ৩০১ থেকে তার ওপরের স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ বা ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়। ঢাকার বায়ুদূষণ থেকে বাঁচতে আইকিউএয়ার যে পরামর্শ দিয়েছে, তার মধ্যে আছে সংবেদনশীল গোষ্ঠীর মানুষ ঘরের বাইরে গেলে মাস্ক পরতে হবে। তাঁদের জন্য বাইরে ব্যায়াম না করার পরামর্শ দেওয়া হয়েছে। বায়ুদূষণ বেশি হলে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন সংবেদনশীল গোষ্ঠীর ব্যক্তিরা। তাঁদের মধ্যে আছেন বয়স্ক, শিশু, অন্তঃসত্ত্বা ও জটিল রোগে ভোগা মানুষ। তাঁদের প্রতি বিশেষ যত্নবান হওয়া দরকার বলে পরামর্শ বিশেষজ্ঞদের।
At around 8am on Wednesday, Dhaka ranked eighth among 121 cities worldwide in terms of air pollution. At that time, Dhaka's score on the Air Quality Index (AQI) was 144. Such air quality is considered "unhealthy for sensitive groups". At around 8am on Tuesday, Dhaka also ranked eighth among 122 cities worldwide in terms of air pollution. The score was 150, which is also considered "unhealthy for sensitive groups". Swiss-based company IQAir regularly shares updates on air pollution. This live index on air quality informs and cautions people about how polluted or clean the air in a particular city is. At around 8am today, Chiang Mai, Thailand ranked first in the world in terms of air pollution. The city's score on the AQI was 219. New Delhi, India and Kathmandu, Nepal ranked second and third, respectively, with scores of 180 and 177. According to IQAir standards, an AQI score between 51 and 100 is considered "moderate" or "acceptable". A score between 101 and 150 is considered "unhealthy for sensitive groups". Air with a score between 151 and 200 is considered "unhealthy". An AQI score between 201 and 300 is considered "very unhealthy". Scores above 300 are considered "hazardous". To protect oneself from Dhaka's air pollution, IQAir suggests that people from sensitive groups wear masks when they go outside. They are also advised against exercising outdoors. When air pollution is high, people from sensitive groups face the highest risk. They include the elderly, children, pregnant women, and people with chronic illnesses. Experts advise taking special care of them.
4v24qqxo81#4
4v24qqxo81
ইতিহাসের এই দিনে: নেপালে রাজতন্ত্র বিলুপ্ত ২৩ ডিসেম্বর ২০০৭ সালে নেপালে রাজতন্ত্র বিলুপ্ত করা হয়, যার ফলে দেশটি একটি ফেডারেল প্রজাতন্ত্রে পরিণত হয়। এদিন যুক্তরাষ্ট্রের বিশ্ববাণিজ্য কেন্দ্রের উত্তর টাওয়ারের নির্মাণকাজও সমাপ্ত হয়, যা তখন বিশ্বের সবচেয়ে উঁচু ভবন ছিল।
On This Day in History: Nepal Abolished Monarchy On December 23, 2007, Nepal abolished its monarchy, making the country a federal republic. On this day, the construction of the North Tower of the World Trade Center in the United States was also completed, which was then the tallest building in the world.
okagoxrdod#3
okagoxrdod
জেনি কখনই নায়িকা হননি কারণ তিনি 13 বছর বয়সে প্রথম সিনেমার প্রস্তাব পেয়েছিলেন কিন্তু তিনি ভয়ে করেননি। তিনি চেয়েছিলেন ভালো কিছু করতে। তার পরে, তিনি নাটকে অভিনয় করেছেন এবং দুই-তিন বছর পর ভয় কেটে গিয়েছে। তবে তিনি মনের মতো সিনেমা পাননি বলেই ছবিতে অভিনয় করেননি। বর্তমানে চিত্রটা পাল্টেছে।
Jeny never became a heroine because she got her first film offer when she was 13, but she didn't do it because of fear. She wanted to do something good. After that, she acted in dramas and after two or three years, fear went away. However, she did not act in any films as she did not get any film that was good as per her. Currently, the scenario has changed.
u9yqk72ycq#3
u9yqk72ycq
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী জানালেন যে গাজায় ইসরায়েলি বাহিনী স্থায়ীভাবে থাকবে না। তবে তারা কে গাজার নিয়ন্ত্রণ পাবে, সেটা নিয়ে আলোচনা চলছে। বর্তমানে হাজার হাজার হামাস সদস্য আত্মসমর্পণ করেছে বা গ্রেপ্তার হয়েছে। হামাসের শেষ দুটি ঘাঁটিও ঘেরাও করা হয়েছে এবং শিগগিরই সেগুলো গুঁড়িয়ে দেওয়া হবে। প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করেছেন যে আত্মসমর্পণকারীদের সঙ্গে আলাদা আচরণ করা হবে, অন্যদের সঙ্গে আলাদা।
The Israeli Defense Minister said that the Israeli forces will not stay in Gaza permanently. However, there is ongoing discussion over who will take control of Gaza. At present, thousands of Hamas members have surrendered or have been arrested. The last two Hamas hideouts have also been surrounded and will be demolished soon. The Defense Minister has warned that those who surrendered will be treated differently than others.
m22ghzelb6#1
m22ghzelb6
Gaza to Remain Part of Palestinian Territory: USA
গাজা ফিলিস্তিনের ভূখণ্ড হিসেবেই থাকবে: যুক্তরাষ্ট্র
9t68ttxx4q#3
9t68ttxx4q
The Syncpen Smartpen can convert writing or art into digital form. Shenzhen Newyes Technology created this pen. The written information on the LCD pad or special paper can be sent to a smartphone automatically through the app. The price of this smart pen is around 17,000 rupees.
সিংকপেনথ্রি স্মার্ট কলমটি লিখা বা ছবির ডিজিটাল রূপান্তর করতে পারে। শেনজেন নিউইয়েস টেকনোলজি এই কলমটি তৈরি করেছে। LCD প্যাড বা বিশেষ কাগজে লেখা তথ্য অ্যাপের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে স্মার্টফোনে প্রেরণ করা যায়। এই স্মার্ট কলমটির মূল্য প্রায় 17 হাজার টাকা।
mrerizpxit#1
mrerizpxit
দুরন্ত রদ্রিগোর জোড়া গোলে শীর্ষে রিয়াল মাদ্রিদ
Double from unstoppable Rodrygo gives Madrid top spot
ia504ongzk#3
ia504ongzk
Bollywood actress Urvashi Rautela lost her '24k gold iPhone' at the India-Pakistan match at the Narendra Modi Stadium. She has filed a complaint with the Ahmedabad Police and has also shared about the lost phone on social media.
বলিউডের উর্বশী রাউতেলা ভারত-পাক ম্যাচে তার '২৪ ক্যারেট সোনার আইফোন' হারিয়েছেন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। তিনি আহমেদাবাদ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে হারানো ফোনটির খবর দিয়েছেন।
yys2krnrf6#4
yys2krnrf6
খাদ্য অন্বেষণে সমতলে নেমেছে বন্য হাতির পাল। তারা গাছের ছালবাকল খাচ্ছে ও লোকালয়ে যাচ্ছে। ফসল রক্ষায় কৃষকরা দিবা-রাত্র পাহারা দিচ্ছেন। বন বিভাগ হাতি প্রতিরোধে কাজ করছে এবং ফসল নষ্ট হলে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। উপজেলা প্রশাসন কেরোসিন সরবরাহ করলে কৃষকদের হাতি তাড়ানে সুবিধা হবে।
Herds of wild elephants have come down to the plains in search of food. They are eating the bark of trees and entering villages. Farmers are guarding their crops day and night. The forest department is working to prevent elephants and has promised to compensate for crop damage. If the upazila administration supplies kerosene, it will be easier for farmers to drive away elephants.
f5a093rlbt#3
f5a093rlbt
‘Priyatma’ is a Commercial Hit Shakib Khan starred ‘Priyatma’ has turned out to be a commercial hit with the audience. Shakib’s new look and excellent performance in the film has won the hearts of the audience. Moreover, Eshita Paul’s performance in her debut film is praiseworthy. The audience is shocked to see the murder of two people at the beginning of the film. Later, the story of the film returns to the main plot. Suman (Shakib) goes to Cox’s Bazar to uncover the mystery of his brother’s murder and recover the money owed by his business partners, and meets Esha there. Although the film takes some time to get to the main story, the simplicity of the heroine, the humor, and her chemistry with Shakib keep the audience engaged. The unexpected twist at the end of the film is something that is rarely seen in mainstream Bangladeshi films. Despite some minor flaws, Shakib’s excellent performance, brilliant cinematography, locations, and sound are enough to entertain the audience. In short, ‘Priyatma’ is a complete film, which seems to be creating a new chapter in Bangladeshi cinema.
পয়সা উশুল সিনেমা ‘প্রিয়তমা’ শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি দর্শকের কাছে পয়সা উশুল হয়েছে। সিনেমায় শাকিবের নতুন লুক ও অসাধারণ অভিনয় দর্শকের মন জয় করেছে। এছাড়া ইধিকা পালেরও প্রথম সিনেমায় অভিনয় প্রশংসার দাবি রাখে। সিনেমার শুরুতে দুজনের খুনের ঘটনা দেখে দর্শক অবাক হন। পরবর্তীতে সিনেমার গল্প মূল আখ্যানে ফিরে আসে। ভাইয়ের খুনের রহস্য উদঘাটন এবং ব্যবসায়ী অংশীদারদের কাছ থেকে পাওনা টাকা উদ্ধারের জন্য সুমন (শাকিব) কক্সবাজারে যায় এবং সেখানে ইতিকে সঙ্গী পায়। তবে সিনেমার মূল গল্পে পৌঁছাতে কিছুটা দেরি হলেও নায়িকার সরলতা, হাস্যরস এবং শাকিবের সঙ্গে তার রসায়ন দর্শককে বিরক্ত হতে দেয় না। সিনেমার শেষের ঘটনার মোড় দর্শক আগে থেকে ধারণা করতে পারে না, যা বাণিজ্যিক বাংলা সিনেমায় খুব একটা দেখা যায় না। ছোটখাটো কিছু ত্রুটি থাকলেও শাকিবের অসাধারণ অভিনয়, দুর্দান্ত সিনেমাটোগ্রাফি, লোকেশন এবং সাউন্ড দর্শককে বিনোদন দেওয়ার জন্য যথেষ্ট। মোটকথা, ‘প্রিয়তমা’ একটি পরিপূর্ণ সিনেমা, যা বাংলা সিনেমার নতুন একটি অধ্যায় তৈরি করবে বলে মনে হয়।
l31t1sr9wm#4
l31t1sr9wm
US President Joe Biden has pledged $6bn in aid to Ukraine, though it is subject to congressional approval. Without congressional assistance the Ukrainians have been forced to retreat from fighting around the city of Avdiivka. Zelensky has called for rapid military aid, which he argues will help to avert a “catastrophic” situation in Europe. Biden has expressed his frustration that they cannot send enough munitions to Ukraine due to the congressional inaction. He said that he will continue to try to get the necessary munitions to the Ukrainian people. Zelensky has appealed to US lawmakers to approve the aid package.
ইউক্রেনকে ছয় হাজার কোটি ডলারের সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যদিও এটি কংগ্রেসে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। কংগ্রেসের সহায়তা না পাওয়ায় আভদিভকা শহর ঘিরে লড়াই থেকে ইউক্রেনীয়দের পিছু হটতে হয়েছে। জেলেনস্কি দ্রুত অস্ত্র সহায়তা চেয়েছেন, কারণ তিনি মনে করেন এটি ইউরোপের "বিপর্যয়কর" পরিস্থিতি এড়াতে সাহায্য করবে। বাইডেন হতাশা প্রকাশ করেছেন, এই বলে যে কংগ্রেসের নিষ্ক্রিয়তার কারণে ইউক্রেনকে যথেষ্ট গোলাবারুদ সরবরাহ করা যাচ্ছে না। তিনি বলেছেন যে তিনি ইউক্রেনের লোকেদের প্রয়োজনীয় গোলাবারুদ দিতে চেষ্টা করে যাবেন। জেলেনস্কি মার্কিন আইনপ্রণেতাদের সহায়তা প্যাকেজ অনুমোদন করার আহ্বান জানিয়েছেন।
d92w2oy2od#4
d92w2oy2od
According to Runi Zaman, the wife of once-famous actor ATM Shamsuzzaman, her husband realized long ago that they would have "such days." Sadly, the actor's colleagues no longer visit after his death. However, his fans still go to his grave and pray for him, which shows true love.
একসময়ের জনপ্রিয় অভিনেতা এ টি এম শামসুজ্জামানের স্ত্রী রুনি জামানের মতে, তার স্বামী অনেক আগেই বুঝেছিলেন যে, তাদের জন্য "এমন দিন आসবে"। দুঃখের বিষয় যে, তার মৃত্যুর পর অভিনেতার সহকর্মীরা খবর নেন না। কিন্তু ভক্তরা এখনও কবরে গিয়ে তাকে মনে রাখেন, যা তার সত্যিকারের ভালোবাসা বুঝিয়ে দেয়।
w1janle5po#2
w1janle5po
সাইবার হামলার শিকার হয়েছে ব্রিটিশ রাজপরিবারের অফিশিয়াল ওয়েবসাইট। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম টেলিগ্রাফ জানিয়েছে, এই হামলার পেছনে রুশ হ্যাকাররা জড়িত। হামলার কারণে গতকাল রোববার সকালের দিকে ঘণ্টা দেড়েক রাজপরিবারের ওয়েবসাইটে প্রবেশ করা যায়নি। পরে সেটি পুনরুদ্ধার করা হয়। গতকাল সকালে স্কাই নিউজের উপস্থাপক ক্যারোলিন দি রুসো বলেন, ‘আমরা মাত্রই জানতে পেরেছি, রুশ হ্যাকাররা ব্রিটিশ রাজপরিবারের ওয়েবসাইটের নিয়ন্ত্রণ নিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিষয়ে দায় স্বীকার করা হয়েছে। তাই আপনি যদি এখন ওই ওয়েবসাইটে প্রবেশ করতে চান, তাহলে তা করতে পারবেন না।’ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে রুশ হ্যাকার গ্রুপ ‘কিলনেট’ গতকালের এই সাইবার হামলার দায় স্বীকার করেছে। তবে এই হামলা রাজপরিবারের ওয়েবসাইটের বড় কোনো ক্ষতি করতে পারেনি। ঘণ্টা দেড়েক পর সেটা পুনরুদ্ধার করা সম্ভব হয়। ইউক্রেন ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যদেশগুলোর বিভিন্ন ওয়েবসাইটে হামলার জন্য পরিচিত কিলনেট। বিশেষ করে গত বছরের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রুশ হামলা শুরুর পর রাশিয়ার এই সাইবার গ্রুপ আরও বেশি সক্রিয় হয়ে উঠেছে।এর আগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সরকারি ওয়েবসাইটে হ্যাকিংয়ের দাবি করেছিল কিলনেট। এ ছাড়া গত বছরের নভেম্বরে ইউরোপীয় পার্লামেন্টের ওয়েবসাইটে হ্যাকিংয়ের পেছনেও কিলনেট জড়িত ছিল। ইউক্রেনে রুশ হামলাকে ‘রাষ্ট্র পরিচালিত সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে ব্রিটিশ আইনপ্রণেতারা উল্লেখ করায় ওই হামলা চালানো হয়েছিল।রুশ সাইবার গ্রুপ কিলনেট জানিয়েছে, ‘ইউক্রেন যুদ্ধ ঘিরে যেসব দেশ রাশিয়ার বিরোধিতা করছে, সেসব দেশকে লক্ষ্য করে সাইবার আক্রমণ চালিয়ে যাওয়া হবে।’
The British royal family's official website has been the victim of a cyberattack. UK media outlet The Telegraph reported that Russian hackers were involved in the attack. The attack on the royal family's website prevented access for an hour and a half on Sunday morning. It was later restored. "We are just getting news that the British royal family's website has been taken down by Russian hackers. It is being claimed on social media that this is the case. So if you are trying to access the website now, you won't be able to," said Sky News presenter Kyarolin De Russo on Sunday morning. In a Telegram post, Russian hacker group 'Killnet' claimed responsibility for the cyberattack on Sunday. The attack, however, did not cause any major damage to the royal family's website. It was possible to restore it after an hour and a half. Killnet is known for attacking websites in Ukraine and countries that are members of the Western military alliance NATO. The Russian cyber group has become increasingly active since Russia's invasion of Ukraine began in February last year. Previously, Killnet claimed to have hacked several US government websites. In addition, Killnet was also involved in hacking the European Parliament's website in November last year. The attack was carried out after British lawmakers described the Russian invasion of Ukraine as a "nation-state terrorism." Russian cyber group Killnet said, "Cyberattacks will continue to target countries opposed to Russia over the war in Ukraine."
hngcbc8x5y#4
hngcbc8x5y
A teenage girl in a fit of rage left her home, laid down on railway tracks. Coastal Express train passed over her body but fortunately, she survived without any injuries. Eye-witnesses rescued her and sent her to hospital. After primary treatment, she recovered and came back home. It is believed that to commit suicide the girl had lied down under the train.
এক কিশোরী রাগে ঘর থেকে বেরিয়ে রেললাইনে শুয়ে পড়ে। উপকূল এক্সপ্রেস ট্রেনটি তার শরীরের ওপর দিয়ে চলে গেলেও ভাগ্যক্রমে সে অক্ষত অবস্থায় বেঁচে যায়। প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। প্রাথমিক চিকিৎসার পর সে সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়। ধারণা করা হচ্ছে, মেয়েটি আত্মহত্যার উদ্দেশ্যে ট্রেনের নিচে শুয়েছিল।
4upsakfk2o#4
4upsakfk2o
জাবি ছাত্র ইউনিয়নের দুই নেতাকে বহিষ্কারের প্রতিবাদে শিক্ষার্থীরা মশালমিছিল করেছেন। অবিলম্বে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে প্রগতিশীল সংগঠনের সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। শিক্ষার্থীদের অভিযোগ, করোনাকালীন বন্ধের সময়ে ছাত্র ইউনিয়নের দুর্নীতিবিরোধী দেয়ালচিত্রের ওপর বঙ্গবন্ধুর দেয়ালচিত্র অঙ্কন করা হয়েছিল। শিক্ষার্থীরা যুক্তি দেন, সংবিধানে বঙ্গবন্ধুর যে প্রতিকৃতি সংরক্ষণের কথা বলা হয়েছে, তা অফিসে টাঙানো ছবি নিয়ে। তারা দাবি জানান, উপাচার্য এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য পদক্ষেপ নেবেন। আগামী শুক্রবার শাহবাগে ছাত্র ইউনিয়ন দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সমাবেশ ডেকেছে।
JAHI students have protested in a torch procession against the expulsion of two student union leaders. Students associated with progressive organizations have taken a position in front of the Vice Chancellor's residence demanding the immediate withdrawal of the expulsion order. The students have alleged that a mural of Bangabandhu was drawn over an anti-corruption mural of the student union during the Covid-19 lockdown, The students argue that the constitution refers to the preservation of a picture of Bangabandhu, and that refers to a picture hung in an office. They demanded that the Vice Chancellor should take steps to withdraw the order of expulsion. The student union has called for a rally this Friday in Shahbagh to demand the withdrawal of the expulsion order for the two leaders.
3aicxctjv6#3
3aicxctjv6
‘ভূস্বর্গ ভয়ংকর’ গল্প অবলম্বনে সৃজিত মুখার্জি নতুন ফেলুদা ওয়েব সিরিজ নিয়ে আসছেন। এবারও টোটা রায়চৌধুরী ফেলুদা, অনির্বাণ চক্রবর্তী জটায়ু এবং কল্পন মিত্র তোপসে চরিত্রে অভিনয় করবেন। গত বছর শুরু হওয়ার কথা থাকলেও সৃজিতের অন্যান্য প্রজেক্টের কারণে কাজটি সম্ভব হয়নি। এবার শুটিং শুরু হয়েছে এবং ওটিটি প্ল্যাটফর্মে সিরিজটি মুক্তি পাবে। শুটিং কাশ্মীরে হচ্ছে, যা ফেলুদার গল্পে বিরল ঘটনা।
Based on the story ‘Bhushwarga Bhoyongkor’, Srijit Mukharji is bringing a new Feluda web series. This time too, Tota Roy Chowdhury will be seen as Feluda, Anirban Chakraborty as Jatayu, and Kalpan Mitra as Topshe. The shooting was supposed to have begun last year, but due to Srijit’s other projects, it was not possible. This time, the shooting has started, and the series is set to be released on an OTT platform. The shooting is happening in Kashmir, which is a rare incident in a Feluda story.
tnx88ivjjj#1
tnx88ivjjj
‘শুভ জন্মদিন আমার টাইগার’, বাবার জন্মদিনে সালমান
'Happy birthday, my tiger' tweets Salman on father’s birthday
iv1a9vv0ib#4
iv1a9vv0ib
Four films of JAYA at the grand fest of Indian: Jaya Ahsan’s ‘Karak Singh’, ‘Premnaam’, ‘Potol Kumar Gaanwala’ and ‘Ardhangini’ will be screened at the Goa International Film Festival. The trailer of ‘Karak Singh’ will be released on the opening day and Jaya will be present at the premier along with her co-artistes. Jaya is very much excited about her first Hindi film ‘Karak Singh’ and she considers the festival as the most important film event of India. She is hopeful that in future Bangladeshi films will achieve more success internationally
ভারতের বড় উৎসবে জয়ার চার ছবি: গোয়ার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে জয়া আহসানের 'কড়ক সিং', 'প্রেমাংশু', 'পুতুলনাচের ইতিকথা' ও 'অর্ধাঙ্গিনী' প্রদর্শিত হবে। 'কড়ক সিং' এর ট্রেলার উদ্বোধনী দিনে মুক্তি পাবে এবং জয়া সহশিল্পীদের সাথে প্রিমিয়ারে উপস্থিত থাকবেন। জয়া তার প্রথম হিন্দি সিনেমা 'কড়ক সিং' নিয়ে উচ্ছ্বসিত এবং উৎসবকে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ চলচ্চিত্র ইভেন্ট হিসাবে বিবেচনা করেন। তিনি আশাবাদী যে ভবিষ্যতে বাংলাদেশি সিনেমা আন্তর্জাতিকভাবে আরও সফল হবে।
et1ewhb3c1#3
et1ewhb3c1
ঈদের 'আনন্দ মেলা' অনুষ্ঠানে অপু বিশ্বাস ও ফেরদৌসের উপস্থাপনায় শবনম বুবলী ও মাহফুজ আহমেদ 'ভোগে নয় ত্যাগেই আনন্দ' থিমে নাচবেন। দিঘী ও আদর আজাদ ফারুককে উৎসর্গ করে গানে নাচবেন। 'একালের নায়ক সেকালের নায়িকা' অংশে ইমন, রোশান, অঞ্জনা ও নূতন আড্ডা দেবেন। ইসলাম উদ্দিন পালাকার, ব্যান্ড ওয়ারফেজ ও ওয়ার্দা রিহাব লোকসংগীত, নতুন গান ও মডার্ন ড্যান্স পরিবেশন করবেন। এই আয়োজনটি ঈদের দিন রাত ১০টার পর বিটিভিতে প্রচারিত হবে।
On the occasion of Eid's 'Ananda Mela' event, Shabnam Bubly and Mahfuz Ahmed will dance on the theme of ' Not in enjoyment but in sacrifice is the joy' with the presentation of Apu Biswas and Ferdous. Dighi and Adar Azad Faruk will dance and sing in dedication. Eman, Roshan, Anjana and Nutun will have a gossip time in the part 'Hero of today, Heroine of that time'. Islam Uddin Palakar, Band Warfaze, and Warda Rihab will perform folk music, new songs, and a modern dance. This event will be broadcast on BTV after 10 pm on Eid day.
43qpz4y0ep#2
43qpz4y0ep
The country's first ever 'Community Digital Story Telling Festival' (CDSTF) is set to be held. The festival, organized by the Department of Journalism, Media and Communication of Daffodil International University, will be held at Daffodil Smart City on Friday and Saturday. The slogan of the festival is - 'Real Stories by Real People'. A press conference was organized at the university on Tuesday, ahead of CDSTF. It was attended by CDSTF coordinator Alifunnesa Alif, submission manager Sadman Islam, and PR manager Muhammad Asif Ul Islam. Also present were Dean of the Faculty of Social Sciences of Daffodil International University Professor Dr. Liza Sharmin, Head of the Department of Journalism, Media and Communication Assistant Professor Aftab Hossain, Associate Professor and Festival Advisor Dr. Kabil Khan, as well as teachers, officials and students of the department. Sadman Islam said at the press conference that the main objective of CDSTF is to highlight the untold stories of the underprivileged, backward, working and poor people of the country. These stories have always been ignored by the mainstream media, which students will highlight using their mobile phones through this festival. Students have submitted their self-made films under the theme 'Environment and Sustainability' in the categories of 'Open', 'Journalism', 'One Minute', and 'DIU Best Community Story' respectively. The event has been underway since the beginning of 2023. The festival's goals, objectives and participation methods, along with other information, have been promoted through online, media and on-ground campaigns at various schools, colleges and universities in the country and abroad. In addition, hands-on training on filmmaking with mobile phones has been provided at various levels of educational institutions. A total of 106 films have been submitted from 9 countries around the world. Of these, 73 films were initially selected and submitted to the festival's jury. They then selected 39 films for the exhibition. The winners in various categories of the festival will receive attractive prizes as well as an opportunity to discuss and consult with media researchers and renowned personalities. Aayaz Khan was the chief judge of the festival. He has played a leading role in promoting mobile journalism (mojo) in Pakistan. He has also served as a judge at the Dhaka International Mobile Film Festival. Multimedia artist Professor Dr. Marta Miaskowska was also a judge at the event. She is employed as a research and teaching staff at the Faculty of Design, Technological University Lodz. Additionally, there were artist, writer, researcher and filmmaker, Nuruz Zaman Khan of Lithuania's Artishok Film Productions; journalist, presenter and media personality, and project manager and trainer of DW Akademie Asia and Europe Deutsche Welle Fahmim Ferdous. Film director and head of content for OTT platform Chorki Anindya Banerjee will be the special guest on the first day of the festival, while Vice Chancellor of Daffodil International University Dr. M Lutfar Rahman will be the chief guest. On the second day, Dean of the Faculty of Social Sciences Professor Dr. Liza Sharmin will be the special guest, while Project Director of Bangladesh Film Archive Dr. Mofakkharul Islam will be the chief guest. CDSTF's strategic partner is Prothom Alo Dotcom. Daffodil International University is providing overall support.
দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কমিউনিটি ডিজিটাল স্টোরি টেলিং ফেস্টিভ্যাল’ (সিডিএসটিএফ)। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের আয়োজনে এ উৎসব আগামী শুক্র ও শনিবার ড্যাফোডিল স্মার্ট সিটিতে অনুষ্ঠিত হবে। উৎসবের স্লোগান—‘রিয়েল স্টোরিজ বাই রিয়েল পিপল’। সিডিএসটিএফকে সামনে রেখে গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সিডিএসটিএফের সমন্বয়ক আলিফেন্নেসা আলিফ, সাবমিশন ম্যানেজার সাদমান ইসলাম, পিআর ম্যানেজার মুহাম্মদ আসি্ফ উল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. লিজা শারমিন, সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের প্রধান সহকারী অধ্যাপক আফতাব হোসেন, সহযোগী অধ্যাপক ও ফেস্টিভ্যালের উপদেষ্টা ড. কাবিল খানসহ বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে সাদমান ইসলাম জানান, সিডিএসটিএফের মূল উদ্দেশ্য দেশের প্রান্তিক পর্যায়ের সুবিধাবঞ্চিত, পিছিয়ে পড়া, খেটে খাওয়া, দরিদ্র জনগোষ্ঠীর না বলা গল্প তুলে ধরা। এসব গল্প বরাবরই মূলধারার গণমাধ্যমে উপেক্ষিত হয়ে আসছে, যা শিক্ষার্থীরা এ ফেস্টিভ্যালের মাধ্যমে মুঠোফোন ব্যবহার করে তুলে ধরবেন। ‘এনভায়রনমেন্ট অ্যান্ড সাস্টেইনবিলিটি’ থিমকে সামনে রেখে শিক্ষার্থীরা যথাক্রমে ‘উন্মুক্ত’, ‘সাংবাদিকতা’, ‘এক মিনিট’ ও ‘ডিআইইউ বেস্ট কমিউনিটি গল্প’ বিভাগে নিজেদের বানানো চলচ্চিত্রগুলো জমা দিয়েছেন। ২০২৩ সালের শুরু থেকে এ আয়োজনের কার্যক্রম শুরু হয়। ফেস্টিভ্যালের লক্ষ্য, উদ্দেশ্য ও অংশগ্রহণের পদ্ধতিসহ নানা বিষয়ে দেশে-বিদেশে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনলাইন, মিডিয়া ও সরেজমিনে গিয়েও ফেস্টিভ্যালের প্রচারণা চালানো হয়। পাশাপাশি বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে মুঠোফোন দিয়ে চলচ্চিত্র নির্মাণ বিষয়ে হাতে–কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বিশ্বের ৯টি দেশ থেকে মোট ১০৬টি চলচ্চিত্র জমা পড়ে। যার মধ্যে ৭৩টি চলচ্চিত্র প্রাথমিকভাবে নির্বাচিত করে ফেস্টিভ্যালের বিচারক পরিষদের কাছে হস্তান্তর করা হয়। পরে তাঁরা ৩৯টি চলচ্চিত্রকে প্রদর্শনীর জন্য নির্বাচিত করেন। ফেস্টিভ্যালের বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীরা আকর্ষণীয় পুরস্কারের পাশাপাশি পাবেন মিডিয়া গবেষক ও স্বনামধন্য ব্যক্তিদের সঙ্গে সরাসরি আলোচনা ও পরামর্শ গ্রহণের সুযোগ। উৎসবে প্রধান বিচারক হিসেবে ছিলেন আয়াজ খান। তিনি পাকিস্তানে মোবাইল জার্নালিজমের (মোজো) প্রসারে অগ্রগণ্য ভূমিকা রেখেছেন। এ ছাড়া তিনি ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যালেও বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ আয়োজনে বিচারক হিসেবে আরও ছিলেন মাল্টিমিডিয়া আর্টিস্ট অধ্যাপক ড. মার্তা মিয়াস্কোওসা। তিনি প্রযুক্তি লডজ বিশ্ববিদ্যালয়ের ডিজাইন অনুষদে গবেষণা এবং শিক্ষণ কর্মচারী হিসেবে নিযুক্ত আছেন। এ ছাড়া ছিলেন শিল্পী, লেখক, গবেষক ও চলচ্চিত্রনির্মাতা, লিথুয়ানিয়ার আর্টিসোকাই ফিল্ম প্রোডাকশনের নুরুজ্জামান খান; সাংবাদিক, উপস্থাপক ও গণমাধ্যম ব্যক্তিত্ব ও ডিডাব্লিউ একাডেমি এশিয়া ও ইউরোপ ডয়চে ভেলের প্রজেক্ট ম্যানেজার ও প্রশিক্ষক ফাহমিম ফেরদৌস। ফেস্টিভ্যালের প্রথম দিনে বিশেষ অতিথি হিসেবে চলচ্চিত্র পরিচালক এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকির হেড অব কনটেন্ট অনিন্দ্য ব্যানার্জি এবং প্রধান অতিথি হিসেবে থাকবেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর এম লুতফর রহমান। দ্বিতীয় দিনে বিশেষ অতিথি হিসেবে সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডক্টর লিজা শারমিন ও প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের প্রকল্প পরিচালক ড. মোফাখখারুল ইসলাম। সিডিএসটিএফের কৌশলগত অংশীদার প্রথম আলো ডটকম। সার্বিক সহযোগিতায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।
44he0ipx6b#1
44he0ipx6b
কোক স্টুডিও বাংলা: উৎসবের আমেজে আসছে ‘দেওয়ানা’
Coke Studio Bangla: 'Dewana' is coming with a festive vibe
oirt2on36r#2
oirt2on36r
A seven-storied building on the capital's Beiley Road did not have any fire safety measures in place. The building authorities had been sent letters three times, warning of the risk involved. However, no action was taken. Yesterday (Thursday), a fire broke out in the building at around 9:45pm. Today (Friday), the Director General (DG) of the Fire Service and Civil Defense Department, Brigadier General Md. Main Uddin, went to inspect the damaged building and spoke with journalists. He stated that there was no fire safety plan in place for the building, and that the authorities had been informed of the risks involved. According to Health Minister Samanta Lal Sen, the fire that started on Thursday night had claimed 46 lives as of Friday afternoon. Ten people from the incident have been admitted to the Sheikh Hasina National Institute of Burn and Plastic Surgery, while two have been admitted to Dhaka Medical College Hospital. After inspecting the site, Secretary of the Security Services Division of the Ministry of Home Affairs, Md. Abdullah Al Masud Chowdhury, told journalists that most of the building, with the exception of a few restaurants, did not have fire extinguishers. There was negligence involved. An investigation committee will investigate the extent of responsibility of each party involved. When asked whether the building had been approved, the Secretary said that the Rajdhani Unnayan Kartripakkha (RAJUK) would look into it, as would the investigation committee. The building has a restaurant called "Kacchi Bhai" on the second floor. There is a clothing store on the third floor, and the floors above that also have restaurants. The restaurants are crowded with customers every evening, and many people go there with their families to eat. Eyewitnesses reported that the fire started on the first and second floors of the building, then spread upwards. Firefighters arrived shortly after and attempted to put out the fire. They also used cranes to rescue people who had taken shelter on the seventh floor and roof of the building. Firefighters from 13 units managed to control the fire at 11:50pm.
রাজধানীর বেইলি রোডের সাততলা ভবনটিতে কোনো অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না। ঝুঁকিপূর্ণ জানিয়ে ভবন কর্তৃপক্ষকে তিনবার চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ভবনটিতে আগুন লাগে। আজ শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শনে গিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন সাংবাদিকদের এ কথা বলেন। এই ভবনে কোনো ফায়ার সেফটি প্ল্যান ছিল না জানিয়ে তিনি বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ বলে কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। গতকাল বৃহস্পতিবার রাতে লাগা ওই আগুনে আজ শুক্রবার দুপুর পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর খবর জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। এ ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১০ জন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন ভর্তি আছেন। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ভবনের অল্প কিছু রেস্তোরাঁ বাদে বেশির ভাগেরই অগ্নিনির্বাপক যন্ত্র ছিল না। এখানে গাফিলতি ছিল। এ ঘটনায় কার কতটুকু দায়, তা তদন্ত কমিটি খুঁজে বের করবে। ভবনটির অনুমোদন ছিল কি না, সে প্রশ্নের জবাবে সচিব বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) তা দেখবে এবং তদন্ত কমিটিও তা খতিয়ে দেখবে। ভবনের দ্বিতীয় তলায় ‘কাচ্চি ভাই’ নামের খাবারের দোকান রয়েছে। তৃতীয় তলায় একটি পোশাকের দোকান ছাড়া ওপরের তলাগুলোতেও রয়েছে খাবারের দোকান। প্রতিদিন সন্ধ্যার পর থেকে খাবারের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় হয়। অনেকেই পরিবার নিয়ে সেখানে খেতে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটি প্রথম ও দ্বিতীয় তলায় আগুন লাগার পর তা ওপরের দিকে ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পাশাপাশি ক্রেনের সাহায্যে ভবনের সপ্তম তলা ও ছাদে আশ্রয় নেওয়া ব্যক্তিদের নামিয়ে আনতে থাকেন তাঁরা। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
wrd2knkqpa#1
wrd2knkqpa
গাজায় অভিযান চালাতে গিয়ে হামাসের হামলায় ইসরায়েলি সেনা নিহত
Israeli troops killed in Hamas attack during Gaza raid
hm40ld50gn#1
hm40ld50gn
Bilawal pressurises Nawaz to support PML-N
নওয়াজের পিএমএল-এনকে সমর্থন দিতে চাপে বিলাওয়াল
5v2q8j348r#1
5v2q8j348r
Sultana's desperate journey to find her sister
বোনকে খুঁজতে সুলতানার মরিয়া যাত্রা
pnvz8q387c#4
pnvz8q387c
বাংলাদেশের প্রথম অফশোর উইন্ড প্রজেক্টে ডেনমার্কের দুই কোম্পানি সিআইপি এবং সিওপি ১৪ হাজার 105 কোটি টাকা (130 কোটি ডলার) বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। এই প্রজেক্টে 500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে। এই বিনিয়োগ বাংলাদেশকে সবুজ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে সহায়তা করবে। প্রজেক্টটির নির্মাণকাজে হাজারো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং দেশীয় অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখবে।
CIP and COP, two companies from Denmark, have proposed an investment of Tk 14,105 crore ($1.3 billion) in Bangladesh's first offshore wind project. The project aims to generate 500 megawatts of electricity. This investment will help Bangladesh to become a green state and reduce the risks of climate change. The project will also create employment opportunities for thousands of people and play a role in developing the country's infrastructure.
bqxxj3vjr7#3
bqxxj3vjr7
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, যুক্তরাষ্ট্রের ভিসা নীতি ছাড়া বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসার কোনো পথ নেই। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের 'দুঃশাসনের' কারণেই অন্য একটি দেশ বাংলাদেশে চাপিয়ে এ ভিসা নীতি দিয়েছে। বিএনপির মহাসচিব আরও বলেন, আওয়ামী লীগ জনগণ থেকে বিচ্ছিন্ন এবং তারা গণতন্ত্রেরও কাছে নেই। দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এটি দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা, অস্থিতিশীলতা ও সহিংসতার সৃষ্টি করেছে। তিনি জনগণকে আবার জাগিয়ে তুলে সব রাজনৈতিক দল ও জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার আহ্বান জানান।
BNP Secretary General Mirza Fakhrul Islam said, there is no way to restore democracy in Bangladesh without the US visa policy. He alleged that a foreign country imposed this visa policy on Bangladesh because of the 'misrule' of the Awami League government. BNP Secretary General also said, the Awami League is isolated from the people and they are also apart from democracy. Mirza Fakhrul said in the context of the electoral system under the party government, it has created long-term uncertainty, instability and violence. He called upon the people to wake up again and establish a democratic state through a united movement with all political parties and people.
3sg90ogl5s#3
3sg90ogl5s
The second T20 match of Bangladesh against South Africa was abandoned due to rain and thunderstorm after 1.2 overs of play. This incident is the first in the history of Bangladesh. Bangladesh is now ahead in the series by 1-0. Bangladesh is waiting for a historic series victory in the third and final match of the series.
প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টি ও বজ্রপাতের কারণে ১.২ ওভার খেলা হওয়ার পর পরিত্যক্ত ঘোষিত হয়। এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে প্রথম। এ নিয়ে সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশ ঐতিহাসিক সিরিজ জয়ের জন্য অপেক্ষা করছে।
ecjj2837vk#3
ecjj2837vk
কুড়িয়ে পাওয়া একটি প্রেমের ডায়েরিতে প্রকাশ পেয়েছে ১৮ বছরের এক মেয়ের ভাবনা, যা প্রিয় জিনিসের তালিকা থেকে শুরু করে প্রেমের প্রারম্ভ ও করুণ পরিণতি পর্যন্ত বিস্তৃত। কল্পনায় প্রিয় মানুষটিকে খুঁজে পাওয়ার আনন্দ এবং বিয়েতে বাধার পর মেয়েটির আঘাত ও মনোবেদনা ডায়েরিতে স্পষ্ট হয়ে উঠেছে।
In a love diary, discovered by chance, the thoughts of an 18-year-old girl have been revealed - thoughts that range from a list of her favorite things to the beginning and tragic ending of a love affair. The joy of finding the man of her dreams glistens in the diary, along with the pain and anguish she suffered after their marriage was thwarted.
0y1dynb61r#3
0y1dynb61r
After 16 Years, The Teacher-Student- Amir Khan And Darsheel Safary- Are Again Sharing A Screen But This Time As Grandfather And Grandson. They Are Playing Together In An Advertisement Of A Cold Drink. In This Advertisement, Amir's Ancestors From Different Generations Are Being Shown, Which Darsheel Is Seeing In His Imagination. 'Taare Zameen Par' Fans Are Welcoming This Duo And Are Loving This Advertisement.
১৬ বছর পর আবার এক ফ্রেমে শিক্ষক-ছাত্র আমির খান ও দার্শিল সাফারি, তবে এবার নানা-নাতির ভূমিকায়। একটি কোল্ড ড্রিঙ্কসের বিজ্ঞাপনে তারা একসঙ্গে অভিনয় করছেন। বিজ্ঞাপনে আমিরের পূর্বপুরুষদের বিভিন্ন রূপে দেখানো হয়েছে, যা দার্শিল কল্পনায় দেখছে। 'তারে জমিন পার' ভক্তরা এই জুটিকে সমাদর করছেন এবং এই বিজ্ঞাপন পছন্দ করছেন।
wlo9v7m0e0#2
wlo9v7m0e0
উত্তর-পূর্ব ভারতের নাগাল্যান্ড রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও বিচ্ছিন্নতাবাদী সংগঠন ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড-আইজ্যাক মুইভা (এনএসসিএন-আইএম) ভারত-মিয়ানমার সীমান্তে বেড়া দেওয়ার বিরোধিতা করার পর এবার মুখ্যমন্ত্রী নেইফিউ রিও বললেন, সব পক্ষের কথা মাথায় রেখে একটি সমাধানের সূত্র খুঁজে বের করতে হবে। গত বুধবার ভারতের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করার ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী এসব কথা বলেন। নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী রিও আজ শনিবার বলেন, ‘মানুষের সমস্যার সমাধানে আমাদের একটা উপায় বের করতে হবে। নাগাল্যান্ডের সঙ্গে মিয়ানমারের বিস্তীর্ণ সীমান্ত রয়েছে। এই সীমান্তের দুই দিকে নাগারা রয়েছে। অনুপ্রবেশের বিষয়টিকেও মাথায় রাখতে হবে এবং সবদিক বিবেচনা করে একটা উপায় বের করা দরকার।’ নেইফিউ রিওর দল ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি (এনডিপিপি) এবং বিজেপি যৌথভাবে নাগাল্যান্ডে সরকার চালাচ্ছে। অর্থাৎ বিজেপির নেতৃত্বাধীন জোটের দল এবার খোলাখুলি বলল, ভারত-মিয়ানমার সীমান্তে বেড়া দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার প্রয়োজন রয়েছে। এর আগে উত্তর-পূর্ব ভারতের অন্য একটি রাজ্য মিজোরামের সর্বোচ্চ সামাজিক সংগঠন ইয়াং মিজো অ্যাসোসিয়েশন (যার অন্য নাম সেন্ট্রাল ইয়াং মিজো অ্যাসোসিয়েশন) জানিয়েছিল, ভারত-মিয়ানমারের মধ্যে বেড়া দেওয়ার সিদ্ধান্ত তাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমাও বলেছিলেন, এই অপ্রত্যাশিত সিদ্ধান্তের তিনি বিরোধিতা করছেন। মণিপুরের কুকি আদিবাসীদের সর্বোচ্চ সামাজিক সংগঠন কুকি-ইনপিও একই সুরে সীমান্ত বন্ধের সিদ্ধান্তের বিরোধিতা করেছিল। গত শনিবার আসাম পুলিশের কমান্ডো বাহিনীর ‘পাসিং ডে প্যারাডে’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুয়াহাটিতে বলেছিলেন, উত্তর-পূর্ব ভারতে মিয়ানমারের সঙ্গে দীর্ঘ সীমান্ত সিল করে দিতে চলেছে ভারত। এই সিদ্ধান্ত নরেন্দ্র মোদির সরকারের। পুরো সীমান্ত বাংলাদেশের মতো বেড়া দিয়ে বন্ধ করা হবে। অমিত শাহ বলেন, মিয়ানমারের সঙ্গে ভারতের যে অবাধ যাতায়াতের চুক্তি আছে, সেই চুক্তি ভারত সরকার পুনর্বিবেচনা করবে। দুই দেশের মধ্যে আসা-যাওয়ার ব্যবস্থাও বন্ধ হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যে প্রবল বিরোধিতা শুরু শুরু হয়েছে উত্তর-পূর্ব ভারতে।
The Nationalist Socialist Council of Nagaland-Isaac Muivah (NSCN-IM), a major political and separatist group in the northeastern Indian state of Nagaland, has opposed the fencing of the India-Myanmar border, and now Chief Minister Neiphiu Rio has said that a solution must be found by taking into account the concerns of all parties. The state chief minister made the statement within 48 hours of the Union government’s decision in India on Wednesday. “We have to find a way out for the well-being of the people. Nagaland shares a long border with Myanmar. Nagas live on both sides of the border. Issue of infiltration is also there. We have to take all these into consideration and work out a solution,” Nagaland CM Rio said on Saturday. Neiphiu Rio’s Nationalist Democratic Progressive Party (NDPP) and the BJP are running the government in Nagaland together. In other words, the BJP-led alliance has now openly said that the decision to fence the India-Myanmar border needs to be reviewed. Earlier, the Young Mizo Association (also known as the Central Young Mizo Association), the apex social organisation of the northeastern Indian state of Mizoram, had said it would not accept fencing along the India-Myanmar border. Mizoram CM Lalduhhoma had said he was against the “unilateral decision”, and the apex body of the Kuki tribals in Manipur, the Kuki Inpi, had also opposed the move to seal the border. While addressing the ‘passing out parade’ of the commando battalion of Assam Police in Guwahati on Saturday, Union Home Minister Amit Shah said India is going to seal the long border with Myanmar in the northeast. This decision was taken by Narendra Modi’s government. The entire border will be fenced like the one with Bangladesh. Amit Shah said the Government of India will review the free movement regime that India has with Myanmar. The movement of people between the two countries will also be stopped. The Union home minister’s statement has sparked massive protests in the Northeast.
qbke3fizyq#2
qbke3fizyq
ফ্লপি ডিস্ক চেনেন? এই প্রজন্মের পাঠকদের বেশিরভাগের উত্তরও হবে নেতিবাচক। তবে একটু বয়স্ক পাঠকদের অনেকর মনেই রয়ে গেছে ফ্লপি ডিস্কের স্মৃতি। অবাক করা তথ্য হলো—প্রযুক্তিতে অনেক এগিয়ে থাকা জাপানে এখনো ফ্লপি ডিস্কের ব্যবহার আছে। তবে পুরোনো ধারার প্রযুক্তির বিরুদ্ধে এবার রীতিমতো যুদ্ধ শুরু করেছে জাপান। সম্প্রতি দেশটির একটি সরকারি কমিটির প্রতিবেদনে জানানো হয়েছে, এখনো পুরোনো ধারার প্রযুক্তি যেমন ফ্লপি ডিস্ক ও সিডি ব্যবহার করে বিভিন্ন ক্ষেত্রে আবেদন করা হচ্ছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এ ধরনের দুই হাজার ঘটনার প্রমাণ পেয়েছে কমিটি। তাই ফ্লপি ডিস্কের মতো পুরোনো প্রযুক্তি ব্যবহার বন্ধে ব্যবস্থা নিচ্ছে জাপান সরকার। জাপানের ডিজিটালমন্ত্রী তারো কানো নতুন অনেক প্রযুক্তি সামনে আসা সত্ত্বেও পুরোনো প্রযুক্তির ব্যবহার নিয়ে তীব্র অসন্তোষ জানান। দেশটির ডিজিটাল এজেন্সি তাই নতুন নীতি তৈরি করছে, যাতে সরকারি বিভিন্ন আবেদনের ক্ষেত্রে আধুনিক অনলাইন সেবাগুলো ব্যবহার করা হয়। ১৯৭১ সালে আবিষ্কার হওয়া ফ্লপি ডিস্ক ১৯৮০–এর দশকে জনপ্রিয়তা পায়। কারণ, ওই সময়ে কম্পিউটারের তথ্য সংরক্ষণ ও তথ্য লেনদেন ও প্রোগ্রাম চালোনার জন্য এটিই ছিল মূল উপায়। ২০০০ সালে সিডি, ডিভিডি ও ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ আবিষ্কারের ফলে ফ্লপি ডিস্কের জনপ্রিয়তা কমে যায়। বিবিসির প্রতিবেদনে বলা হয়, পুরোনো ধারার এই প্রযুক্তি ধরে রাখার পেছনে ডিজিটাল সাক্ষরতা কম হওয়া, রক্ষণশীল দৃষ্টিভঙ্গি ও আমলাতান্ত্রিক সংস্কৃতি বেশি দায়ী। কমপ্যাক্ট ডিস্ক বা সিডির মতো প্রযুক্তি বাজারে এলেও পুরোনো প্রযুক্তি অনেকেই ছাড়েননি। কানো বলেন, ‘আমি পুরোনো ফ্যাক্স মেশিনের ব্যবহার থেকে নিষ্কৃতি চাই। আমি এগুলো বাতিল করার পরিকল্পনা করেছি। আজকাল কেউ আর ফ্লপি ডিস্ক কেনে!’গত বছর ফ্লপি ডিস্ক থেরি বন্ধের ঘোষণা দেয় সনি। এর পর থেকে জাপান সরকার ফ্লপি ডিস্কের ব্যবহার বন্ধের উদ্যোগ নেয়। টোকিওর সিটি গভর্নমেন্ট গত বছর অনলাইন স্টোরেজ ফরম্যাট বেছে নেওয়া শুরু করেছে। কেবল জাপানই নয়, জার্মানিও পুরোনো প্রযুক্তি ব্যবহার বন্ধের উদ্যোগ নিয়েছে। পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়, জার্মানির ফেডারেল সরকার গত বছর পর্যন্ত ৯০০টির বেশি ফ্যাক্স মেশিন ব্যবহার করছিল। এটি জানার পর জার্মান সরকার ফ্যাক্স মেশিন বন্ধের উদ্যোগ নেয়।তথ্যসূত্র: বিজনেস ইনসাইডার
Do you remember floppy disks? Most of the readers from this generation will answer in the negative. However, many of the readers of a bit older generation still have the memory of floppy disks. Surprisingly, the use of floppy disks is still prevalent in Japan, a country that is very advanced in technology. Japan has now formally begun a war against this outdated technology. A report by a government committee of the country recently stated that various sectors were still using old-school technology such as floppy disks and CD-ROMs to submit applications. A BBC report states that the committee found evidence of two thousand such incidents. So, the Japanese government is taking action to stop this use of old technologies like floppy disks. Japan's Digital Minister Taro Kano expressed his strong dissatisfaction at the use of outdated technologies even after the advent of so many new technologies. So, the country's Digital Agency is now formulating a new policy to ensure that modern online services are used in the government application process. The floppy disk, which was invented in 1971, gained popularity in the 1980s. At the time, it was the primary device used to store data, transfer data, and run programs on computers. Floppy disks started losing their popularity in 2000 with the invention of CD-ROMs, DVDs, and USB flash drives. The BBC report says that low levels of digital literacy, conservative mindsets, and bureaucratic culture are the major factors behind the persistence of these old technologies. Many people have not given up on old technologies even after new technologies like compact discs or CDs have entered the market. Kano says, "I would like to get rid of old-fashioned fax machines. I am planning to abolish them. Nowadays, who even buys floppy disks?!" Last year, Sony announced that they would stop manufacturing floppy disk drives. Since then, the Japanese government has taken the initiative to discontinue the use of floppy disks. Last year, the Tokyo City Government started opting for online storage formats. Not just Japan, Germany has also taken the initiative to stop the use of old technologies. A Politico report states that the German federal government was using more than 900 fax machines until last year. Upon finding this out, the German government took the initiative to shut down its fax machines.References: Business Insider
v2ny33mj4c#4
v2ny33mj4c
The BNP commented that the incompetent Election Commission has taken anti-people decisions at the behest of the Awami League. The BNP has called the request to not hold any political programs in the period leading up to the vote unprecedented and anti-democratic. The BNP states that the government has crafted a plan for a fake election like those in 2014 and 2018. The Election Commission is nominated by the state party and is lying by bringing in fake observers. The BNP condemned this attempt to shut down democratic expression and is protesting alongside other democratic parties, and is demanding elections under an impartial, nonpartisan government.
অযোগ্য নির্বাচন কমিশন আওয়ামী লীগের ইশারায় জনবিদ্বেষী সিদ্ধান্ত নিয়েছে বলে মন্তব্য করেছে বিএনপি। ভোটের আগেপরে কোনো রাজনৈতিক কর্মসূচি না দেওয়ার অনুরোধকে অভূতপূর্ব এবং জনবিরোধী আখ্যা দিয়েছে বিএনপি। এ সিদ্ধান্তের মাধ্যমে ২০১৪ ও ২০১৮ সালের মতো ভুয়া নির্বাচনের ছক এঁকেছে সরকার। নির্বাচন কমিশন মনোনীত সরকারি দল ভাড়াটে পর্যবেক্ষক এনে মিথ্যাচার করছে। বিএনপি গণতান্ত্রিক মতপ্রকাশ বন্ধের এই উদ্যোগের নিন্দা জানিয়েছে। বিএনপি অন্য গণতান্ত্রিক দলের সঙ্গে একযোগে আন্দোলন করছে এবং একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি করছে।
485uv7milr#3
485uv7milr
‘Keep working, don't think about the results': Actor Anil Kapoor has built his career with honesty and hard work. He doesn't take the audience's expectations as pressure and focuses on his work. He feels fortunate to have four decades of experience in Bollywood and is still getting the opportunity to play new characters. The OTT platform has given him the opportunity to explore himself. According to Anil Kapoor, the right choices and trust in the director are important for a career.
‘কাজ করে যাই, ফলের চিন্তা করি না’: অভিনেতা অনিল কাপুর সততা ও পরিশ্রম দিয়ে ক্যারিয়ার গড়েছেন। তিনি দর্শকের প্রত্যাশাকে চাপ হিসেবে নেন না এবং নিজের কাজে মনোযোগী থাকেন। বলিউডের চার দশকের অভিজ্ঞতায় ভাগ্যবান বোধ করেন তিনি এবং এখনো নতুন চরিত্রে অভিনয়ের সুযোগ পাচ্ছেন। ওটিটি প্ল্যাটফর্ম নিজেকে অন্বেষণ করার সুযোগ দিয়েছে। অনিল কাপুরের মতে, সঠিক নির্বাচন এবং পরিচালকের ওপর আস্থা ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ।
zjmxs3lmpc#2
zjmxs3lmpc
চীনের প্রেসিডেন্ট সি চিন পিং যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। গতকাল মঙ্গলবার তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোয় পৌঁছান। আজ বুধবার সকালে সান ফ্রান্সিসকোয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের সফররত প্রেসিডেন্ট সি বৈঠক করবেন। পরে সি সান ফ্রান্সিসকোয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশনের (এপেক) শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। ছয় বছরের মধ্যে এই প্রথম যুক্তরাষ্ট্র সফর করছেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং। তিনি ২০১৭ সালে সবশেষ যুক্তরাষ্ট্র সফর করেছিলেন। অন্যদিকে, এক বছরের মধ্যে এই প্রথম বাইডেন ও সি মুখোমুখি বৈঠকে বসছেন। এই বৈঠককে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে বিরোধ কমানোর একটি সুযোগ হিসেবে দেখছেন মার্কিন কর্মকর্তারা। চীনা প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজটি গতকাল সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে তিনি উড়োজাহাজ থেকে বেরিয়ে সিঁড়িতে দাঁড়িয়ে হাসিমুখে হাত নেড়ে অভিবাদন জানান। মার্কিন কর্মকর্তারা তাঁকে টারমাতে স্বাগত জানান। ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, তিনি বেইজিংয়ের সঙ্গে স্বাভাবিক যোগাযোগ পুনরুদ্ধার করতে চান। অন্যদিকে, বাইডেনের শীর্ষ কূটনীতিক এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বেইজিংয়ের হস্তক্ষেপ বন্ধের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
Chinese President Xi Jinping has arrived in the United States. He landed in San Francisco, California, on Tuesday. US President Joe Biden and visiting Chinese President Xi will hold talks in San Francisco on Wednesday morning. Xi will later attend the Asia-Pacific Economic Cooperation (APEC) summit in San Francisco. This is the first US visit by Chinese President Xi Jinping in six years. He last visited the United States in 2017. On the other hand, this is the first in-person meeting between Biden and Xi in a year. US officials are viewing the meeting as an opportunity to ease tensions between the world's most powerful adversaries. The plane carrying the Chinese president landed at San Francisco International Airport on Tuesday. Afterwards, he stepped out of the plane, stood on the stairs, and waved happily. US officials greeted him on the tarmac. Meanwhile, US President Biden has said he wants to restore normal communication with Beijing. On the other hand, Biden's top diplomat has stressed the need to deter Beijing's encroachment in the Asia-Pacific region.
u2dg4044fp#3
u2dg4044fp
রুবলের ২৫% দরপতনে পুতিন সমর্থকদের ক্ষোভ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, বিদেশি বিনিময় নিষেধাজ্ঞা ও তেল রাজস্ব হ্রাসের কারণে রুবলের মূল্যপতন। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক মুদ্রার দাম স্থিতিশীল রাখার ব্যর্থতায় সমালোচনার মুখে পড়েছে। এই পরিস্থিতি মূল্যস্ফীতি বাড়াচ্ছে এবং দেশের অর্থনৈতিক ভারসাম্য নষ্ট করছে। রাশিয়ার অর্থনীতিবিদরা চ্যালেঞ্জিং অবস্থা মোকাবিলায় হিমশিম খাচ্ছেন এবং দীর্ঘমেয়াদি সমস্যা সমাধানের জন্য সংগ্রাম করছেন।
Putin supporters angered by 25% plunge in ruble. Ruble tumbled due to Russia-Ukraine war, foreign exchange sanctions, and a fall in oil revenue. Russian central bank under fire for mishandling currency. Situation heightening inflation, upsetting country's economic balance. Russian economists struggling to cope with challenging situation and solve long-term problems.
fysuo24f7q#1
fysuo24f7q
Fazlul Haque Memorial Award goes to Shatku Ahmed
ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন ছটকু আহমেদ
i75ulx3wr1#1
i75ulx3wr1
নারীদের গবেষণাগারে আনা কঠিন ব্যাপার: সেঁজুতি সাহা
It is hard to welcome women in the laboratories: Senjuti Saha
n6mnu5kjsn#4
n6mnu5kjsn
বাংলাদেশে বিনিয়োগে বাধার বিষয়টি উঠে এসেছে স্টেকহোল্ডার কনসালটেশনে। উদ্যোক্তারা গ্যাস সংযোগ, ওয়ার্ক পারমিট, জমি ইজারা এবং শুল্ক জটিলতায় সমস্যা প্রকাশ করেছেন। আকিজ গ্রুপের পরিচালক গ্যাস সংযোগের জন্য ১৩ বছর আবেদন করেও তা পাননি। বিডা আফটার কেয়ার সার্ভিস চালু করেছে জটিলতা সমাধানের জন্য। ২০২৬ সালের পর প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে চীনা বিনিয়োগ প্রয়োজন বলে মনে করেন বিডার নির্বাহী সদস্য।
In stakeholder consultations, the issue of obstacles to investment in Bangladesh has emerged. Entrepreneurs have expressed problems in gas connection, work permit, land lease and customs complexities. Despite applying for 13 years, Managing Director of Akiz Group did not get a gas connection. BIDA has launched After Care Service to resolve complexities. BIDA Executive Member believes that Chinese investment in technology and skills development is necessary after 2026.
0ac0xtkcb8#4
0ac0xtkcb8
বিএনপির নির্বাচন বিমুখতা তাদের গণতন্ত্র বিমুখতারই প্রতিফলন। সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণে তাদের দোদুল্যমানতা তাদের কাল হয়ে দাঁড়িয়েছে। নির্বাচন কমিশন সুষ্ঠু ও অবাধ নির্বাচনের নিশ্চয়তা দিলেও বিএনপি নির্বাচনে অংশ না নিলে তা তাদের জন্যই মঙ্গলজনক হবে না। বাংলাদেশে ভারতের মতো সংবাদমাধ্যম নিয়ন্ত্রণের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যদিও প্রথম আলোর একটি প্রতিবেদন সার্বভৌমত্বকে খাটো করেছে, তাদের জনপ্রতিবাদে সেটি সরিয়ে নেওয়া হয়েছে। ভোক্তা অধিকার ও সরকারি তৎপরতায় এবার রমজানে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে রাখা হয়েছে।
BNP's refusal to participate in the polls is a reflection of their opposition to democracy. Their indecisive behavior regarding participation in the city corporation election has become a hindrance to them. Although the Election Commission has given assurance of a fair and impartial election, if the BNP does not take part, then it will be detrimental to the party itself. In Bangladesh, no measures have been taken to control the media in the same way as they have been in India. While it is true that one of The Daily Prothom Alo's reports did violate the sovereignty of the country, the piece was removed thanks to public protest. Consumer rights and government efforts have ensured that the rise in the prices of commodities during Ramadan has been kept to a minimum.
91slz20ave#3
91slz20ave
ফেরারিতে যোগদানের পর লুইস হ্যামিল্টন সর্বোচ্চ বেতনপ্রাপ্ত ফর্মুলা ওয়ান ড্রাইভারের স্থান হারাবেন। তবে তিনি ফেরারিতে প্রতি বছর প্রায় 4 কোটি ইউরো বেতন পাবেন। তার পারফরম্যান্সের ভিত্তিতে বোনাসও অন্তর্ভুক্ত হবে, যা তার মোট উপার্জন দুই বছরে প্রায় 10 কোটি ইউরো পর্যন্ত বাড়িয়ে তুলতে পারে। ফেরারিতে হ্যামিল্টনের চুক্তির মেয়াদ সম্ভবত দুই বছর, তবে এক বছরের জন্য প্রসারিত করার বিকল্প রয়েছে। তার সিদ্ধান্তে অর্থের ভূমিকা প্রভাবশালী ছিল, কারণ ফেরারি তার বেতনের দাবিতে সম্মত হয়েছে যা তার মার্সিডিজ বেতনের চেয়ে কম।
Lewis Hamilton will lose his status as Formula One’s best-paid driver when he joins Ferrari, but he can expect to earn around €40 million a year at the Italian team. That figure includes bonuses based on performance, which could take his total earnings to as much as €100 million over two years. Hamilton’s Ferrari contract is likely to be for two years, with an option for a third. Money played a part in his decision, with Ferrari agreeing to meet the salary demands that Mercedes were unwilling to match.
6eoigjdqev#4
6eoigjdqev
A ballistic missile attack has targeted a US-led coalition base in Iraq. The Iran-backed "Islamic Resistance in Iraq" has claimed responsibility for the attack. The attack damaged the base and wounded an Iraqi soldier. The attack comes amidst an escalation in the Israeli-Palestinian conflict and the subsequent events in the Middle East.
ইরাকের মার্কিন জোটের ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে। ইরান-সমর্থিত "ইসলামিক রেজিসট্যান্স ইন ইরাক" গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে। হামলায় ঘাঁটির ক্ষতি হয়েছে এবং একজন ইরাকি সেনা আহত হয়েছে। হামলা মধ্যপ্রাচ্যে ইসরায়েল-ফিলিস্তিনি সংঘাত এবং এর পরবর্তী ঘটনাগুলির প্রেক্ষাপটে সংঘটিত হয়েছে।
74np8aggow#4
74np8aggow
A dead Irrawaddy dolphin and four dead mother porpoises have washed ashore in Cox's Bazar beach during full moon tide. The bodies of the dolphins and porpoises bore injury marks, indicating that they had been caught in fishing trawlers and nets in the deep sea. Scientists from the Bangladesh Marine Research Institute visited the site, examined the dead animals and are investigating the cause of their deaths. Around 88 dead mother porpoises have been recovered from the Cox's Bazar coast in the last one month, which is believed to be due to their getting entangled in fishing nets.
কক্সবাজার সমুদ্রসৈকতে পূর্ণিমার জোয়ারে একটি মৃত ইরাবতী ডলফিন ও চারটি মৃত মা কাছিম ভেসে এসেছে। ডলফিন ও কাছিমগুলোর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, যা গভীর সমুদ্রে মাছ ধরার ট্রলার ও জালে আটকে পড়ার ইঙ্গিত দেয়। বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা ঘটনাস্থলে গিয়ে মৃত প্রাণীগুলো পরীক্ষা করেছে এবং তাদের মৃত্যুর কারণ খতিয়ে দেখছে। গত এক মাসে কক্সবাজার উপকূল থেকে প্রায় ৮৮টি মৃত মা কাছিম উদ্ধার করা হয়েছে, যা মাছ ধরার জালে আটকে পড়ার কারণে হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
udllz1bsx2#2
udllz1bsx2
এত ধূসর চরিত্র কেন? জিজ্ঞেস করতেই হেসে ফেলেন বিজয় ভার্মা; বলেন, ‘মনে হয়, দর্শক এ ধরনের চরিত্র দেখতে মজা পান। আমিও ধূসর চরিত্র উপভোগ করি। নানা স্বাদের ধূসর চরিত্র নিয়ে খেলা করার মজাই আলাদা।’ ‘দাহাড়’ ওয়েব সিরিজে সাধারণ এক স্কুলশিক্ষকের আড়ালে ক্রমিক খুনির চরিত্রে অভিনয় করে অনেকেরই রাতের ঘুম কেড়ে নিয়েছেন এই অভিনেতা। এ ধরনের ধূসর চরিত্র বিজয়কে কতটা প্রভাবিত করে? আলতো হেসে তিনি বলেন, ‘আমি মোটেও এর দ্বারা প্রভাবিত হই না। তবে দর্শক হন বলে জানি। এ ব্যাপারে আমাকে অনেকেই বলেছেন।’ বিজয় কোনো সিনেমা বা সিরিজে আছেন জানলে দর্শকের প্রত্যাশা আরও বেড়ে যায়। তবে এই প্রত্যাশাকে তিনি মোটেও চাপ হিসেবে নিতে চান না, ‘আমি চাপটাপ বুঝি না। সব সময় নতুন কিছুর খোঁজে থাকি, যাতে সেটে গিয়ে কাজ করতে মজা পাই।’ আজ বিজয়ের এই যে এত নাম-ডাক, এতে তাঁর পরিবারের মানুষের প্রতিক্রিয়া কী? জানতে চাইলে বলেন, ‘হায়দরাবাদের সাধারণ মাড়োয়ারি পরিবারের ছেলে আমি। তাদের কাছে আমি আজও সেই ২৫ বছর আগের বিজয়। পর্দায় যেসব খুনের দৃশ্যে অভিনয় করি, তা তাদের কাছে সত্যি বলে মনে হয়। তবে আমার কারণে আমার পরিবারের মানুষদের অনেকেই বিরক্ত করেন। আমার সঙ্গে ভিডিও কলে কথা বলিয়ে দেওয়ার জন্য বা ছবি তোলার জন্য অনেকেই তাদের কাছে আবদার করেন।’এই তারকাখ্যাতি কি কোথাও তাঁকে অনিশ্চয়তায় ভোগায়? একটু আনমনা হয়ে বিজয় বলেন, ‘হ্যাঁ, অনিশ্চয়তা নিশ্চয়ই আমাকে তাড়া করে। আমার মনে হয়, বড় বড় তারকাও অনিশ্চয়তায় ভোগেন।’ আলিয়া ভাট, সোনাক্ষী সিনহা ও তামান্না ভাটিয়ার মতো অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছেন বিজয়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তাঁরা প্রত্যেকেই দারুণ অভিনেত্রী। আর তাঁদের প্রত্যেকের সঙ্গে জমিয়ে কাজ করেছি।’ কথায় কথায় উঠে এল বিজয় ও তামান্নার ‘লাস্ট স্টোরিজ টু’র কথা। বিজয় নিজেই প্রশ্ন করেন, এই অ্যান্থলজিতে তামান্নার সঙ্গে তাঁর রসায়ন কেমন লেগেছে? প্রশংসা করলে তাঁর চোখেমুখে খুশি উপচে পড়ে। আলিয়া ভাট, সোনাক্ষী সিনহা ও তামান্না ভাটিয়ার মতো অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছেন বিজয়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তাঁরা প্রত্যেকেই দারুণ অভিনেত্রী। আর তাঁদের প্রত্যেকের সঙ্গে জমিয়ে কাজ করেছি।’ কথায় কথায় উঠে এল বিজয় ও তামান্নার ‘লাস্ট স্টোরিজ টু’র কথা। বিজয় নিজেই প্রশ্ন করেন, এই অ্যান্থলজিতে তামান্নার সঙ্গে তাঁর রসায়ন কেমন লেগেছে? প্রশংসা করলে তাঁর চোখেমুখে খুশি উপচে পড়ে। ব্যক্তিগত জীবন নিয়েও জোর আলোচনায়  বিজয়। তামান্না ভাটিয়ার সঙ্গে তাঁর প্রেমের খবর কারোরই অজানা নেই। এ প্রসঙ্গে জানতে চাইলে বলেন, ‘এ ব্যাপারে অন্য কোনো দিন কথা বলব। এখন শুধু এটুকু বলতে পারি যে মানসিকভাবে আমি দারুণ আনন্দে আছি।’
Why so many grey shades? Bijoy Varma laughs on being asked this; he says, "I guess, the audience enjoys watching such characters. I also enjoy these. It's fun to play around with different shades of grey." In the web series 'Dahaad', this actor has taken away the sleep of many by playing a serial killer under the disguise of an ordinary school teacher. How much do these grey characters influence Bijoy? He says with a slight laugh, "I am not affected by this at all, but I know that the audience is, because many people have told me about it." When the viewers know that Bijoy is in a film or a series, their expectations rise even further. However, he doesn't want to take this expectation as a burden at all, "I don't understand pressure. I am always looking for something new, something fun to do on the sets." How did his family react to Bijoy's fame today? When asked, he says, "I am a boy from a simple Marwari family from Hyderabad. For them, I am still the same Bijoy from 25 years ago. The murder scenes that I do on screen, they believe them to be true. However, my family members are often bothered because of me. Many people request them to let them talk to me on video call or take a picture." Does this stardom make him feel insecure at any point? Bijoy says, looking a little lost in thought, "Yes, insecurity definitely haunts me. I think even big stars suffer from insecurity." Bijoy has worked with actresses like Alia Bhatt, Sonakshi Sinha and Tamannaah Bhatia. In this context, he says, "Each of them is a great actress and I have worked closely with each of them." In the course of the conversation, the topic of Bijoy and Tamannaah's 'Last Stories 2' came up. Bijoy himself asks the question, how did he feel about his chemistry with Tamannaah in this anthology? His eyes light up with joy when he is praised. Bijoy has worked with actresses like Alia Bhatt, Sonakshi Sinha and Tamannaah Bhatia. In this context, he says, "Each of them is a great actress and I have worked closely with each of them." In the course of the conversation, the topic of Bijoy and Tamannaah's 'Last Stories 2' came up. Bijoy himself asks the question, how did he feel about his chemistry with Tamannaah in this anthology? His eyes light up with joy when he is praised. Bijoy's personal life is also a topic of much discussion. His love affair with Tamannaah Bhatia is not unknown to anyone. When asked about this, he says, "I will talk about this some other day. For now, I can only say that I am very happy emotionally."
rp9lsebjwz#1
rp9lsebjwz
Bridge connecting Jagannathpur has been damaged, traffic movement stopped
জগন্নাথপুরে সেতুর সংযোগ সড়কে ধস, যান চলাচল বন্ধ
zct0serxzl#1
zct0serxzl
Hundreds of foreign observers to monitor Pakistan election
পাকিস্তানের নির্বাচন দেখবেন শতাধিক বিদেশি পর্যবেক্ষক
rhakwgdfgm#3
rhakwgdfgm
মিয়ানমার সেনাবাহিনী রাখাইন রাজ্যের অভ্যন্তরীণ উদ্বাস্তু শিবির থেকে জোর করে ৪০০ রোহিঙ্গা পুরুষকে সেনাবাহিনীতে ভর্তি করছে। এই ব্যক্তিদের দুই সপ্তাহের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং আশঙ্কা করা হচ্ছে সেনাবাহিনী তাদের মানবঢাল হিসেবে ব্যবহার করবে। সেনাবাহিনী রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়ার প্রলোভন দেখিয়ে সেনাবাহিনীতে যোগদানে চাপ দিচ্ছে। এই পদক্ষেপটি মিয়ানমারের বাধ্যতামূলক সামরিক সেবা আইনের উলঙ্ঘন করে, যা শুধুমাত্র মিয়ানমারের নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য।
Myanmar's military is forcibly recruiting 400 Rohingya men from camps for internally displaced people in Rakhine state. The men have been given two weeks of training and it is feared the military will use them as human shields. The military is pressuring the Rohingya to join the army by offering them citizenship. The move violates Myanmar's compulsory military service law, which only applies to Myanmar citizens.
wxhzmzwkww#4
wxhzmzwkww
প্রবাসী আয়ে বড় ধস পড়েছে, ৪১ মাসে সর্বনিম্ন অর্থ গত সেপ্টেম্বরে দেশে এসেছে। আগস্টের তুলনায় প্রবাসী আয় কমেছে প্রায় ১৬ শতাংশ এবং গত বছরের সেপ্টেম্বরের তুলনায় প্রায় ১৩ শতাংশ। সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছিল ২০২০ সালের জুলাই মাসে, তবে গত সেপ্টেম্বরের তুলনায় আয়টি ৪৮ শতাংশেরও বেশি কমেছে। ডলার সংকটের মধ্যে এটি একটি বড় ধরনের দুঃসংবাদ বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
Remittances have fallen massively, with the lowest amount of money coming into the country in the last 41 months in September. Compared to August, remittances have decreased by about 16 percent and about 13 percent compared to September last year. The highest amount of remittances came in July 2020, but compared to last September, it has decreased by more than 48 percent. This is considered to be very bad news by those concerned, considering the dollar crisis.
6d1da6488b#1
6d1da6488b
How to delete a Gmail account?
জিমেইল অ্যাকাউন্ট ডিলিট করব কীভাবে?
j31sxicvzg#2
j31sxicvzg
শোধনাগারটি পড়ে থাকায় পানি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। কাঠামো ও পানিতে ভারী শ্যাওলা জমে আছে। পানিতে ব্যাঙ দৌড়াচ্ছে। তিন দফা মেয়াদ বাড়িয়ে গত বছর শেষ করা হয়েছিল মুন্সিগঞ্জ পৌরসভার ভূপৃষ্ঠস্থ পানি শোধনাগার প্রকল্পের কার্যক্রম। কয়েক মাস পরীক্ষামূলকভাবে পানি শোধনের কাজও চলে। তবে প্রকল্পটি হস্তান্তর নিয়ে ঠিকাদার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও পৌরসভার মধ্যে সমন্বয়হীনতা দেখা দিয়েছে। এর মধ্যে বন্ধ হয়ে গেছে সোয়া ১০ কোটি  টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগারটি। প্রকল্পের ঠিকাদার ও মুন্সিগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, ৩৭ জেলা শহরে পানি সরবরাহ প্রকল্পের অধীনে ২০১৮ সালের ১১ এপ্রিল ইউনুস অ্যান্ড ব্রাদার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে মুন্সিগঞ্জ শহরের হাটলক্ষীগঞ্জ এলাকায় পানি শোধনাগার নির্মাণের দায়িত্ব দেওয়া হয়। এতে ব্যয় ধরা হয় ১০ কোটি ২৬ লাখ ৯০ হাজার ২৩৭ টাকা। ২০১৯ সালের মে মাসে কাজ শেষে প্রকল্পটি বুঝিয়ে দেওয়ার কথা ছিল ঠিকাদারি প্রতিষ্ঠানের। তবে জমি নিয়ে জটিলতার কারণে ঠিকাদার কাজই শুরু করেন ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর। পরবর্তী সময়ে আরও ১৩ মাস বাড়িয়ে ২০২০ সালের জুন পর্যন্ত সময় দেওয়া হয় ঠিকাদারি প্রতিষ্ঠানকে। তবে নির্মাণের শুরুতেই নিম্নমানের পাইপ ব্যবহার করা নিয়ে প্রশ্ন ওঠে। পরে আরেক দফা বাড়িয়ে ২০২১ সালের জুলাই পর্যন্ত সময় নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। অবশেষে ২০২৩ সালের জুলাইয়ে প্রকল্পের কাজ শেষ হয়। সে বছর আগস্ট থেকে পানির নমুনা পরীক্ষার জন্য পরবর্তী তিন মাস সচল ছিল। তবে ঠিকাদারদের থেকে প্রকল্পের কাজ বুঝে না নেওয়ায় বন্ধ পড়ে আছে পানি বিশুদ্ধকরণ কার্যক্রম। হাটলক্ষ্মীগঞ্জ এলাকার সাকিব আহমেদ বলেন, ‘কয়েক মাস পানি শোধনাগারটি চালিয়েছিল। আমরা বিশুদ্ধ পানির পাব আশা করছিলাম। এখন আবার বন্ধ, তাহলে এত টাকা দিয়ে এটি করে লাভ কী?’ গত বুধবার সরেজমিনে দেখা যায়, ৩৩০০ বগর্ফুট জায়গাজুড়ে নির্মিত পানি শোধনাগারটির কার্যক্রম পুরোপুরি বন্ধ রয়েছে। শোধনাগারটি পড়ে থাকায় পানি পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। কাঠামো ও পানিতে ভারী শ্যাওলা জমে আছে। পানিতে ব্যাঙ দৌড়াচ্ছে। শোধনাগার দেখভালের দায়িত্বে থাকা পাহারাদার অনিল বর্মণ জানান, কয়েক মাস আগে পরীক্ষামূলক পানি ওঠানো হয়েছিল। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কাজ বুঝে না নেওয়ায় ঠিকাদার কাজ বন্ধ রেখেছেন। তাই হাউসের পানিতে ব্যাঙ, শ্যাওলা জন্মেছে। পরিকল্পনা ছিল শোধনাগারটির মাধ্যমে পাশের ধলেশ্বরী নদী থেকে পানি উত্তোলন করে প্রতি ঘণ্টায় ৩ লাখ ৫০ হাজার লিটার পানি বিশুদ্ধ করা হবে, যা সরবরাহ করা হবে মুন্সিগঞ্জ পৌরসভায়। হাটলক্ষ্মীগঞ্জ এলাকার বেশ কয়েকজন নারী-পুরুষের সঙ্গে কথা হয়। তাঁরা জানান, ৮–১০ বছর আগে নদী ও অগভীর নলকূপের পানি দিয়ে গৃহস্থালির কাজ চলত। কয়েক বছর ধরে ধলেশ্বরী তীরের সিমেন্ট কারখানাসহ বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের দূষণে নদীর পানি ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। নলকূপেও ঠিকমতো পানি পাওয়া যাচ্ছে না। নলকূপে পানি উঠলেও অসহনীয় মাত্রায় আর্সেনিক থাকে। তাই পানি শোধনাগারটি পৌরবাসীর জন্য খুব প্রয়োজনীয়। মুন্সিগঞ্জ নাগরিক সমন্বয় পরিষদের আহ্বায়ক সুজন হায়দার বলেন, ‘প্রকল্পটি পৌরবাসীর কোনো কাজে লাগছে না। সংশ্লিষ্ট দপ্তরগুলোর খামখেয়ালিপনার নিরসন করে প্রকল্পের সেবা শহরবাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য পানি শোধনাগারটি শুরু করার জোর দাবি জানাচ্ছি।’ প্রকল্পটির কাজ করতে গিয়ে অনেক ভুগতে হয়েছে মন্তব্য করে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ মাসুদুর রশিদ বলেন, ‘জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে কাজ বুঝে নিতে একাধিকবার লিখিত ও মৌখিকভাবে জানালেও তারা জানিয়েছে পৌরসভা প্রকল্পটি নিতে চাইছে না। জনস্বাস্থ্য অধিদপ্তরও প্রকল্পটি নিচ্ছে না। এমনিতেই এ কাজে দেড় কোটি টাকার বেশি লোকসান হয়েছে। এক মাস পানি শোধন করতে এক লাখ টাকা খরচ হয়। তাই কাজ বন্ধ রেখেছি।’ ঠিকাদারের অভিযোগ, পৌরসভার কয়েকজন প্রভাবশালী এ কাজটি করতে চেয়েছিলেন। কাজটি তাঁরা না পাওয়ায় জনস্বাস্থ্য প্রকৌশলের সঙ্গে যোগসাজশ করে পৌর কর্তৃপক্ষ প্রকল্প বুঝে নিচ্ছে না। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হুমায়ুন কবীরের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। তবে মুন্সিগঞ্জ জনস্বাস্থ্য অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী এস এম আবদুর রহমান বলেন, প্রকল্পটি যৌথভাবে পৌরসভাকে বুঝিয়ে দেওয়ার কথা ছিল ঠিকাদার ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের। পৌরসভা কাজটি বুঝে নিচ্ছে না, এ জন্য তারাও ঠিকাদারের কাছ থেকে নিতে পারছে না। মুন্সিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সোহেল রানাপ্রথম আলোকে বলেন, ‘কাজ নিম্নমানের ছিল। এ জন্য সাবেক মেয়র কাজটি বুঝে নেননি। তবে আমরা শিগগিরই পানি শোধনাগারের কাজটি বুঝে নেব। এ বিষয়ে আমাদের আলাপ-আলোচনা চলছে।’
The water has rotted and started to stink as the treatment plant is lying abandoned. Massive algae infestation can be seen in both the structure and the water. Frogs can be seen hopping in the water. Last year, the surface water purification plant project by Munshiganj Municipal Corporation was completed after extending the deadline thrice. The project also worked on a trial basis for a few months to purify water. But there has been a lack of coordination between the contractor, Public Health Engineering Department, and the Municipality regarding the project’s handover. In the meantime, the water purification plant constructed at a cost of Tk 10 crore has been shut down. According to the contractor of the project and Munshiganj Public Health Engineering Department sources, on 11 April 2018, under the water supply projects in 37 district towns, a contracting company named Yunus & Brothers was given the responsibility of constructing a water purification plant in the Hatlakshmiganj area of Munshiganj. The cost was estimated at Tk 10 crore 26 lakh 90 thousand 237. The contracting company was supposed to hand over the project by May 2019. However, due to land related complications, the contractor began work only on 26 September 2019. Later, a 13-month extension was granted to the contracting company, extending the deadline to June 2020. Nevertheless, issues were raised right at the beginning of construction regarding the use of substandard pipes. Later, the deadline was extended by another year and the contracting company was given time till July 2021. Finally, the project was completed in July 2023. That year, in August, it operated for the next three months for testing water samples. The water purification programme is currently shut down as the concerned authorities have not taken over the project from the contractors. Sakib Ahmed from Hatlakshmiganj area said, ‘The water purification plant had been operating for a few months. We had been hoping to get purified water. Now that it’s shut down again, what good is spending all that money on it?’ During a visit on Wednesday, it was found that the water purification plant, built on 3300 square feet of land, was completely shut down. The water has rotted and started to stink as the treatment plant is lying abandoned. Massive algae infestation can be seen in both the structure and the water. Frogs can be seen hopping in the water. Anil Barman, a security guard responsible for the maintenance of the purification plant, said, ‘Trial water extraction had been done a few months ago. The contractor had stopped work since the Department of Public Health Engineering has not taken over the project. That’s why frogs and algae have infested the water.’ The plan was to extract water from the adjacent Dhaleshwari River and purify 3,50,000 litres of water every hour using the purification plant, which would then be supplied to Munshiganj Municipality. Several men and women from Hatlakshmiganj area were spoken to. They said that 8-10 years ago, water from the river and shallow tube wells was used for domestic purposes. The water of the river has become unfit for use for the past few years due to pollution from industrial establishments including cement factories on the banks of the Dhaleshwari. Water is not available regularly in the tube wells either. And when water is extracted, it has intolerable levels of arsenic. That’s why the water purification plant is so necessary for the people of the town. Sujan Haider, the convener of Munshiganj Nagarik Coordination Committee, said, ‘The project is of no use to the people of the city. We strongly demand that the purification plant be put into operation so that the project’s services reach the city dwellers, overriding the negligence of the concerned departments.’ ‘We have repeatedly informed the Public Health Engineering Department about it in writing and verbally, but they have stated that the municipality does not want the project. The Public Health Department is not taking the project either. We have incurred losses of over Tk 1.5 crore just working on this project. It costs Tk 1 lakh to purify water for a month. That’s why we have stopped work,’ said the owner of the contracting company, Mohammad Masudur Rashid, while commenting on the troubles they have faced during the project. The contractor alleges that some influential members of the municipality wanted to implement the project. Since they were not given the project, the municipal authority is not taking it over, in collusion with Public Health. Despite several attempts, Humayun Kabir, Executive Engineer of Public Health Engineering Department, did not answer the phone. However, SM Abdur Rahman, Assistant Engineer of Munshiganj Public Health Department, said the project was supposed to be handed over jointly to the municipality by the contractor and the Department of Public Health Engineering. Since the municipality is not taking it over, they are also unable to take it from the contractor. Acting Mayor of Munshiganj Municipality, Sohel Ranapratham, told Prothom Alo, ‘The work was substandard. That’s why the former mayor did not accept it. We will take over the water purification plant soon though. We are continuing our discussions regarding this matter.’
4da01hbqp6#4
4da01hbqp6
Nurul Haq-led Gana Adhikar Parishad collected Taka 3.7 million in grant from expatriates for its new office in August. The party is collecting Taka 15-20 million to purchase a quality office in Kakrail, Paltan or Motijheel in the capital. A section of the party said that the account of the funds given for the central office will be revealed to the public. However, the followers of Reza Kibria are having conflicts with a section of Gana Adhikar Parishad over the party office.
নুরুল হকের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ আগামী আগস্ট মাসে নতুন কার্যালয়ের জন্য প্রবাসীদের কাছ থেকে ৩৭ লাখ টাকা অনুদান সংগ্রহ করেছে। রাজধানীর কাকরাইল, পল্টন বা মতিঝিলে ভালো মানের একটি কার্যালয় কেনার জন্য দলটি ১.৫ থেকে ২ কোটি টাকা সংগ্রহ করছে। কেন্দ্রীয় কার্যালয়ের জন্য দেওয়া অর্থের হিসাব জনসমক্ষে প্রকাশ করা হবে বলে দলের একাংশ জানিয়েছে। তবে রেজা কিবরিয়ার অনুসারীরা দলীয় কার্যালয় নিয়ে গণঅধিকারের একাংশের সঙ্গে দ্বন্দ্বে রয়েছে।
3hujw6pzd2#4
3hujw6pzd2
In Gaza, 600 buildings, including Hamas facilities, have been targeted in a single day of relentless Israeli bombardment. Schools, hospitals, government offices and places of worship have been destroyed during three weeks of bombardment, with 203 educational facilities and 80 government buildings damaged. The Gaza health ministry says more than 8,000 people have been killed, including more than 3,000 children, and more than 20,000 injured since the offensive began on 7 October.
গাজায় ইসরায়েলের অবিরাম হামলায় একদিনে ৬০০ স্থাপনা আক্রান্ত হয়েছে, যার মধ্যে হামাসের স্থাপনাও অন্তর্ভুক্ত। গত তিন সপ্তাহের হামলায় বিদ্যালয়, হাসপাতাল, সরকারি দপ্তর এবং উপাসনালয়সহ ২০৩টি বিদ্যালয় এবং ৮০টি সরকারি দপ্তর ধ্বংস হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় ৮,০০০ এর বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে ৩,০০০ এর বেশি শিশু এবং ২০,০০০ এর বেশি আহত হয়েছেন।
iltntyq31u#2
iltntyq31u
কেন্দ্রে একটি টেকসই জোট সরকার গঠনে ক্ষমতা ভাগাভাগি করতে প্রাথমিক একটি কৌশল (ফর্মুলা) বানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পিএমএল-এন। এই কৌশল ধরেই আগামী দিনের সম্ভাব্য মিত্রদের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চায় দলটি। পিএমএল-এন সূত্রে জানা গেছে, যদি পিপিপিসহ মিত্ররা প্রধানমন্ত্রীর পদ পিএমএল-এনের জন্য ছেড়ে দিতে রাজি হয়, তাহলে দেশের প্রেসিডেন্ট ও পার্লামেন্টের স্পিকারের পদ পিপিপিকে দেওয়া হতে পারে, এমনটাই জানিয়েছে ওই সূত্র। একইভাবে ডেপুটি স্পিকারের পদ দেওয়া হতে পারে মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তানকে (এমকিউএম-পি)। কিংবা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে জিতে আসা কোনো প্রভাবশালী প্রার্থী জোট সরকারে এলে, তাঁকেও ডেপুটি স্পিকার করা হতে পারে। এর পাশাপাশি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পিএমএল-এন নিজেদের হাতে রাখতে পারে। অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পারস্পরিক আলোচনার ভিত্তিতে মিত্রদের মধ্যে বণ্টন করার সুযোগ রাখতে চায় পিএমএল-এন। এমনটাই বলা হয়েছে দলটির ঠিক করা প্রাথমিক কৌশলে। সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে, সিনেটের চেয়ারম্যান ও ডেপুটি চেয়ারম্যানের পদে কে বসবেন, সেটা সিনেট নির্বাচনের পরে সম্ভাব্য জোট সঙ্গীদের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে ঠিক করতে চায় নওয়াজের দল। সম্ভাব্য রাজনৈতিক শরিকদের সঙ্গে আলোচনার টেবিলে প্রাথমিক এই কৌশল তুলে ধরবে পিএমএল-এন। তবে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দলটি কৌশলে পরিবর্তন আনতে পারে বলেও ওই সূত্র জানিয়েছে। পিএমএল-এনের নেতা নওয়াজ শরিফ, শাহবাজ শরিফ, পিপিপির নেতা আসিফ আলী জারদারি, বিলাওয়াল ভুট্টো জারদারি, এমকিউএম-পির নেতা খালিদ মকবুল সিদ্দিকি, জামায়াতে উলেমা-ই ইসলামের (জেইউআই) নেতা মওলানা ফজলুর রহমান, পাকিস্তান মুসলিম লিগ-কায়েদে আজমের (পিএমএল-কিউ) নেতা সুজাত হুসাইন এবং অন্য প্রভাবশালী নেতাদের মধ্যে ক্ষমতা ভাগাভাগির মূল আলোচনা হতে পারে। ইতিমধ্যে ক্ষমতা ভাগাভাগির আলোচনা শুরু হয়ে গেছে। বৈঠক করেছেন পিএমএল-এন ও পিপিপির নেতারা। জানা গেছে, জোট সরকার গড়তে দল দুটির প্রাথমিক মতৈক্য হয়েছে।পিএমএল-এনের আরেকটি সূত্র জানিয়েছে, নওয়াজের দলের শীর্ষ নেতাদের পক্ষ থেকে পিপিপি, এমকিউএম-পি, জেইউআইয়ের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। জোট সরকার গড়তে প্রাথমিক কৌশল নিয়ে আলোচনা চলছে। সূত্র বলছে, এসব আলোচনায় পরবর্তী জোট সরকারের প্রধান হিসেবে পিএমএল-এনের পক্ষ থেকে নওয়াজ শরিফের নাম সামনে আনা হয়েছে। এ বিষয়ে সম্ভাব্য শরিকদের মত জানতে চাওয়া হয়েছে। তবে জোটভুক্ত হতে ইচ্ছুক কয়েকটি দল পিএমএল-এন থেকে পরবর্তী প্রধানমন্ত্রী পদে শাহবাজ শরিফের পক্ষে। যদিও নওয়াজ কিংবা শাহবাজ নন, বরং পরবর্তী সরকারপ্রধান হিসেবে বিলাওয়াল ভুট্টো জারদারিকে দেখতে আগ্রহী পিপিপি। দলটি এ বিষয়ে ছাড় দিতে নারাজ। পিপিপির শীর্ষ নেতৃত্ব চায়, প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে পিএমএল-এন আলাপ-আলোচনার ভিত্তিতে বিলাওয়ালকেই সমর্থন করুক। পিএমএল-এনের সূত্রটি জানিয়েছে, ক্ষমতা ভাগাভাগির কৌশল নির্ধারণে সব দলের সমন্বয়ে একটি যৌথ কমিটি করার চেষ্টা করছেন নওয়াজ-শাহবাজ। জোট সরকারের কাঠামো কেমন হবে, সেটা নির্ধারণ করবে এই কমিটি। অন্যদিকে পিপিপি-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দলের চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো ও কো-চেয়ারম্যান আসিফ জারদারি জোট সরকারে থাকার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে পিএমএল-এনের পক্ষ থেকে পাওয়া প্রস্তাব নিয়ে পিপিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির (সিইসি) বৈঠকে আলোচনা করা হবে। আজ সোমবার এ বৈঠক হওয়ার কথা। এ ছাড়া এবারের নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থন নিয়ে স্বতন্ত্র হিসেবে জিতে আসা রাজনীতিকদেরও দলে টানার চেষ্টা করছে পিএমএল-এন। সূত্রের তথ্য অনুযায়ী, অন্তত চারজন স্বতন্ত্র প্রার্থী নওয়াজের দলে ভিড়েছেন। আরও কয়েকজন আসতে পারেন। এখন স্বতন্ত্রদের দলে টানার একই উদ্যোগ এগিয়ে নিচ্ছে পিপিপিও। অন্যদিকে জোট সরকারে যাওয়া না-যাওয়ার বিষয়ে এখনো কিছু জানাননি এমকিউএম-পি ও জেইউআইয়ের নেতারা। নিজ দলের সমন্বয় কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে এমকিউএম-পি। আর জেইউআইয়ের নেতা মওলানা ফজলুর রহমান বিষয়টি নিয়ে সমমনা অন্যান্য দলের নেতাদের সঙ্গে আলাপ-আলোচনা করবেন বলে দলসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
Former prime minister Nawaz Sharif's party, the PML-N, has devised a power-sharing formula as a basic strategy to form a sustainable coalition government at the Centre, which it wants to discuss with potential allies in the coming days. If partners, including the PPP, are willing to give up the prime minister’s slot for the PML-N, the sources in the party said, the president’s office and the speaker’s slot in the National Assembly can be offered to the PPP. Similarly, the office of deputy speaker can be given to the Muttahida Qaumi Movement-Pakistan (MQM-P) or an influential independent candidate who won as an independent but has joined the coalition government. In addition to that, the PML-N is likely to keep the finance ministry with itself and wants to distribute other key ministries among allies on the basis of mutual consultation, the party’s strategy paper adds. The sources said a decision about who will become the chairman and deputy chairman of the Senate will be made by the PML-N in consultation with potential coalition partners after the Senate elections. The PML-N will put this basic strategy on the table when it begins talks with potential political partners. However, the party may tweak the strategy in light of the political situation as it evolves, the sources said. The main power-sharing talks could take place between PML-N leaders Nawaz Sharif and Shahbaz Sharif, PPP leaders Asif Ali Zardari and Bilawal Bhutto-Zardari, MQM-P leader Khalid Maqbool Siddiqui, Jamiat Ulema-i-Islam (JUI) leader Maulana Fazlur Rehman, Pakistan Muslim League-Quaid-i-Azam (PML-Q) leader Chaudhry Shujaat Hussain and other influential leaders. In the meantime, initial contacts have been established for power-sharing talks and meetings have been held between leaders of the PML-N and PPP. The two sides have reportedly reached a preliminary understanding to form a coalition government. A separate source in the PML-N said top leaders of the party have reached out to key leaders of the PPP, MQM-P and the JUI to discuss the basic contours of a coalition government. The source said the PML-N during these contacts had proposed the name of Nawaz Sharif as prime minister in the next coalition government and sought the opinion of potential partners on this proposal. However, some parties willing to join the coalition favour Shahbaz Sharif for the prime minister’s slot. The PPP is keen on seeing Bilawal Bhutto-Zardari as the next prime minister and is not willing to give ground on this. The party’s top leadership wants the PML-N to support Bilawal for premiership on a give-and-take basis. The source in the PML-N said that Nawaz Sharif and Shahbaz Sharif were trying to form a joint committee comprising all parties to finalise a power-sharing formula, which would determine the structure of the coalition government. On the other hand, a source in the PPP said that party chairman Bilawal Bhutto and co-chairman Asif Zardari have taken a policy decision to join a coalition government. They will discuss the proposal received from the PML-N in a meeting of the party’s central executive committee (CEC), which has been convened for today (Monday). Separately, the PML-N is also trying to woo independent politicians who won as independents on the ticket of former prime minister Imran Khan’s Pakistan Tehreek-i-Insaf (PTI) in the recently held elections. According to the source, at least four independent candidates have joined the PML-N so far and a few more are likely to follow suit. The PPP is also understood to be making efforts to bring independent MNAs on board. Meanwhile, MQM-P and JUI leaders have not yet said anything about joining a coalition government. A source in the MQM-P said the party’s coordination committee will take a decision in this regard. A source in the JUI said that its chief Maulana Fazlur Rehman will hold consultations with like-minded parties to decide the future course of action.
wpg19d7o1y#4
wpg19d7o1y
Durbin band has released a song titled "Tumar Ghumer Bhangar Shohore" in the memory of the late talented singer Ayub Bachchu. The song was written nearly six years ago and Ayub Bachchu had suggested some changes in the melody. The members of the Durbin band, its founder and vocalist Syed Shahid and vocalist Ayub Shahariar have provided vocal for the song. Durbin band's current members include Syed Shahid, Ayub Shahariar, Joy, Shuv, Shaon, Shishir and Shovon, since its inception in 2003.
দূরবীন ব্যান্ড প্রয়াত শিল্পী আইয়ুব বাচ্চুকে স্মরণে "তোমার ঘুম ভাঙা শহরে" শিরোনামে একটি গান প্রকাশ করেছে। গানটি প্রায় ছয় বছর আগে লেখা হয়েছিল, যেখানে আইয়ুব বাচ্চু সুরে পরিবর্তন আনার পরামর্শ দিয়েছিলেন। দূরবীন ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও গায়ক সৈয়দ শহীদ এবং গায়ক আইয়ুব শাহরিয়ার এতে কণ্ঠ দিয়েছেন। দূরবীন ব্যান্ডের ২০০৩ সালে শুরু হওয়ার পর থেকে বর্তমান সদস্যদের মধ্যে রয়েছেন সৈয়দ শহীদ, আইয়ুব শাহরিয়ার, জয়, শুভ, শাওন, শিশির এবং শোভন।
904xuw58ep#2
904xuw58ep
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় জানালার গ্রিল ও ভল্টের তালা ভেঙে ৫ লাখ ২৭ হাজার টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর সিসিটিভি ক্যামেরার ডিভিআর খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতের কোনো এক সময় উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগর এলাকায় এজেন্ট ব্যাংকিং শাখায় এ ঘটনা ঘটে। পুলিশ চুরির ঘটনাটিকে রহস্যজনক বলছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন এজেন্ট ব্যাংকিং শাখা ইনচার্জ শামসুল আলম। শামসুল আলম প্রথম আলোকে বলেন, আজ বুধবার সকাল ৯টার দিকে ব্যাংকে এসে দেখেন, জানালার গ্রিল কাটা ও ভল্টের তালা ভাঙা। ভল্টে রাখা ৫ লাখ ২৭ হাজার ৬৮৬ টাকা নেই। আলমারি অগোছালো। সিসিটিভি ক্যামেরার ডিভিয়ারও নেই। তাঁর দাবি, রাতের কোনো এক সময় চুরির ঘটনা ঘটেছে। তিনি থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, চুরির ঘটনাটিকে রহস্যজনক মনে হচ্ছে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ওসি আরও বলেন, একটি জানালার গ্রিল কাটা দেখা গেছে। ভল্টের তালা ভাঙা ও আলমারি অগোছালো ছিল। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
In the Agent Banking Branch of Islami Bank in Kumarkhali Upazila of Kushtia, a complaint has been received regarding the theft of 5 lakh 27 thousand taka after breaking the grills of the windows and the lock of the vault. After the incident, the criminals took away the DVR of the CCTV camera. The incident took place at an agent banking branch in Alauddin Nagar area of ​​Nandlalpur union of the upazila sometime on Tuesday night. The police are calling the theft incident mysterious. The agent banking branch in-charge, Shamsul Alam, is preparing to file a case at the police station over the incident. Shamsul Alam told Prothom Alo that when he came to the bank around 9 am on Wednesday, he saw that the grills of the windows were cut and the lock of the vault was broken. 5 lakh 27 thousand 686 taka kept in the vault is missing. The cupboards are messy. The CCTV camera DVR is also missing. He claims that the theft took place sometime at night. He is preparing to file a case with the police station. Akibul Islam, Officer-in-Charge (OC) of Kumarkhali Police Station told Prothom Alo that the theft incident seems mysterious. He has visited the spot. Senior officials have also visited the spot. The incident is being investigated. The OC further said that a window grill was found to be cut. The lock of the vault was broken and the cupboards were in disarray. No written complaint has been received yet. If received, legal action will be taken.
eng4kqrl3v#2
eng4kqrl3v
Shakib Khan-starrer Hasibur Reza's 'Satta' was released in 2017. Shakib Khan also won the National Film Award for his performance in this film. Two years later, the director visited Shakib Khan's house to narrate the story of a film titled 'Kobi'. After hearing the story, Shakib Khan was impressed and announced that he would produce the film himself. The news was published in Prothom Alo on January 1, 2020, the first day of 2020. The director said at the time that the shooting would start in March of that year. Four years have passed since then. The shooting has not started yet. It is now learned that the hero and producer of the film have been changed. Shariful Raj will replace Shakib Khan. The actor signed a contract to star in the film earlier this month. Asked why the hero was changed, the film's director Hasibur Reza did not want to say anything clearly. He said, "I wanted to shoot the film with Shakib Khan in 2020. Corona was a hindrance. Besides, Shakib Khan was in the US for almost a year. I tried again at the beginning of this year. Anyway, let's not talk about it anymore. One day everyone will know the real reason." Although the director did not open his mouth about the matter, his close associates said that the shooting was postponed because Shakib did not get the schedule. Because of this, the director was forced to sign another hero instead of Shakib. Prothom Alo tried to contact Shakib Khan on Sunday afternoon at three o'clock to know his comments in this regard. However, he did not respond despite several phone calls. Raj had been talking to the director about the film for the last couple of months. He signed a contract for the film earlier this month. When Prothom Alo contacted Raj on Sunday at 4 pm, he was in Sylhet. He said over the phone from there, "It hasn't even been a month since I signed for this picture. That's all. And I don't know yet who the heroine of the film is. " It is heard that Kolkata's small screen actress Idika Paul will play opposite Raj. The actress became quite popular for her performance opposite Shakib Khan in 'Priyatma', which was released last Eid. In this regard, the director said, "I saw Idika's name in the media. It is not correct. No one has been signed as the heroine in this film yet. We have talked to several heroines from Kolkata for this role. Will talk to one more by next Friday. Whoever I resonate with will be the heroine of this film. Idika Paul was contacted on WhatsApp in Kolkata around 2:30 pm on Sunday. She has not yet finalized her work on the film. He said, "There is nothing to say about this yet. I am a bit busy now. I will talk later. ' Director himself wrote the story of 'Kobi'. Dialogue and screenplay by Ferdaus Hasan. The shooting of the film will start in Bangladesh and West Bengal this year.
শাকিব খান অভিনীত হাসিবুর রেজার ‘সত্তা’ ছবিটি ২০১৭ সালে মুক্তি পায়। এই ছবিতে অভিনয়ের জন্য শাকিব খান জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন। এর বছর দুই পর এই পরিচালক ‘কবি’ নামে একটি সিনেমার গল্প শোনাতে শাকিব খানের বাসায় গিয়ে হাজির হন। গল্প শুনে মুগ্ধ হয়ে ওই ছবির নিজেই প্রযোজক হওয়ার ঘোষণা দেন শাকিব খান। খবরটি ২০২০ সালের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি প্রথম আলোতে প্রকাশিত হয়েছিল। পরিচালক তখন  জানিয়েছিলেন, ওই বছরেরই মার্চ মাসে শুটিং শুরু হবে। এরপর চার বছর পার। শুরু হয়নি শুটিং। এখন জানা গেল, ছবির নায়ক পাল্টে গেছে। পাল্টেছে প্রযোজকও। শাকিব খানের জায়গায় অভিনয় করবেন শরীফুল রাজ। চলতি মাসের শুরুর দিকে ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেতা। নায়ক কেন বদলে গেল—এমন প্রশ্নে ছবির পরিচালক হাসিবুর রেজা পরিষ্কার করে কিছু বলতে চাননি। তিনি বলেন, ‘২০২০ সালেই শাকিব খানকে নিয়ে ছবির শুটিং করতে চেয়েছিলাম। করোনা একটা বাধা ছিল। তা ছাড়া শাকিব খানও প্রায় এক বছর যুক্তরাষ্ট্রে ছিলেন। চলতি বছরের শুরুর দিকেও চেষ্টা করেছি। যাহোক এ নিয়ে আর কথা না বলি। একসময় এর সঠিক কারণ হয়তো সবাই জানবে।’ বিষয়টি নিয়ে পরিচালক মুখ না খুললেও তাঁর ঘনিষ্ঠরা বলছেন, শাকিবের শিডিউল না পাওয়ার কারণেই শুটিং পিছিয়েছে। এ কারণে নাকি বাধ্য হয়ে পরিচালক শাকিবের পরিবর্তে আরেক নায়ককে চুক্তি করিয়েছেন। এ ব্যাপারে মন্তব্য জানতে রোববার বেলা তিনটার দিকে শাকিব খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে প্রথম আলো। তবে কয়েকবার ফোন করেও তাঁর সাড়া পাওয়া যায়নি। মাস দুয়েক আগে থেকে পরিচালকের সঙ্গে ছবিটি নিয়ে কথাবার্তা হয়ে আসছিল রাজের। চলতি মাসের গোড়ার দিকে ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। রোববার চারটার দিকে প্রথম আলোর পক্ষ থেকে রাজের সঙ্গে যখন যোগাযোগ করা হয়, তখন তিনি সিলেটে। সেখান থেকে মুঠোফোনে তিনি বলেন, ‘এক মাসও হয়নি এই ছবিতে চুক্তি করেছি। এতটুকুই। আর ছবিতে নায়িকা কে হচ্ছেন, তা এখনো জানি না আমি।’শোনা যাচ্ছে, রাজের বিপরীতে অভিনয় করবেন কলকাতার ছোট পর্দার নায়িকা ইধিকা পাল। গত ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে বেশ আলোচিত হয়েছেন এই অভিনেত্রী। এ ব্যাপারে পরিচালক বলেন, ‘গণমাধ্যমে ইধিকার নাম দেখলাম। এটি সঠিক নয়। এই ছবিতে নায়িকা হিসেবে কেউ চুক্তিবদ্ধ হয়নি এখনো। এই চরিত্রের জন্য কলকাতা থেকে বেশ কয়েকজন নায়িকার সঙ্গে কথাবার্তা হয়েছে। আগামী শুক্রবারের মধ্যে আরও একজনের সঙ্গে কথা হবে। যাঁর সঙ্গে ব্যাটে–বলে মিলবে, তিনিই হবেন এই ছবির নায়িকা।’ রোববার বেলা আড়াইটার দিকে হোয়াটসঅ্যাপে কলকাতায় ইধিকা পালের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনিও ছবিটিতে কাজের বিষয়টি চূড়ান্ত করেননি। বলেছেন, ‘এ বিষয়ে এখনো চূড়ান্ত করে বলার কিছু নাই। এখন আমি একটু কাজে আছি। পরে বিস্তারিত কথা বলব।’ ‘কবি’ ছবির গল্প লিখেছেন পরিচালক নিজেই। সংলাপ ও চিত্রনাট্য ফেরদৌস হাসানের। চলতি বছরই বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে সিনেমাটির শুটিং শুরু হবে।
hqugu7s3je#2
hqugu7s3je
Businesswomen are also ahead in the reserved seats for women in the 12th National Assembly. The number of businessmen is the highest among those elected in the reserved women's seats, although less than the members of parliament of general seats. These are the words of Sushashoner Janno Nagorik (Sujan) after analyzing the information provided in the affidavits of 50 members of parliament elected in the reserved women's seats. The analysis of the information in the affidavits of the elected members of parliament of the reserved women's seats was presented at an online press conference on Thursday. It was stated at the press conference that 13 (26 percent) of the 50 members of parliament elected in the reserved women's seats are businesswomen. Apart from this, 7 (14 percent) are employed, 5 (10 percent) are teachers, 5 (10 percent) are housewives, 2 (4 percent) are lawyers and 2 (4 percent) are farmers. 8 (16 percent) have mentioned their profession as "politics". Apart from this, 8 (16 percent) are associated with various professions. Both the two members associated with the legal profession were elected from the Awami League. The rate of businessmen among the members of parliament elected from the Awami League is 22.92 percent (13 people) and 100 percent of those elected from the Jatiya Party are businessmen. That is, both the party's members of parliament are businessmen by profession. Earlier, after the January 7 election, Sujan analyzed the information of the members of parliament directly elected by vote and said that of the 299 members of parliament, 200 are businessmen. In terms of percentage, 66.89 percent of the members of parliament are businessmen. There were 185 businessmen in the 11th National Assembly, or 61.66 percent of the total members of parliament. It was said in today's press conference that of the 50 members of parliament elected in the reserved women's seats, only 10 (20 percent) earn an annual income of Tk 5 lakh or less. Two have not filled up the income box. 20 (40 percent) earn between Tk 5 lakh to Tk 25 lakh a year, 10 (20 percent) earn between Tk 25 lakh to Tk 50 lakh, 5 (10 percent) earn between Tk 50 lakh to Tk 1 crore and 2 (4 percent) earn more than Tk 1 crore. The two who earn more than Tk 1 crore are Shammi Ahmed (Tk 1 crore 36 lakh 96 thousand 171) and Aparajita Haque (Tk 1 crore 36 lakh 73 thousand 717). Both of them were elected from the Awami League. Of the 2 members of parliament elected from the Jatiya Party, 1 (50 percent) has an annual income of less than Tk 5 lakh and 1 (50 percent) has an income of more than Tk 50 lakh. Sujan's central coordinator Dilip Kumar Sarkar presented the data at the press conference. He said that while 37.33 percent of the members of parliament elected from the general seats earn more than Tk 1 crore, this rate is 4 percent among the members of parliament of the reserved seats. Here, the income inequality between the members of parliament of the general and reserved seats can be observed. Of the 50 members of parliament elected in the reserved women's seats, 30 (60 percent) are postgraduate (including 2 PhDs), 8 (16 percent) are graduates, 4 (8 percent) are HSCs, 5 (10 percent) are SSCs and 3 (6 percent) have less than SSC educational qualifications. Sujan's editor Badrul Alam Majumder said at the press conference that the reserved women's seats are positive for the political empowerment of women. But now, to what extent women are actually being empowered is a question. He added that if there was real political empowerment through women's seats, women would have come to the elections from general seats later. Now, in most cases, qualification is not the main consideration for nomination in the reserved women's seats. These nominations are given as favors of the heads of the political parties.
দ্বাদশ জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসনেও ব্যবসায়ীরা এগিয়ে রয়েছেন। সাধারণ আসনের সংসদ সদস্যদের তুলনায় কম হলেও সংরক্ষিত নারী আসনে নির্বাচিতদের মধ্যেও পেশায় সর্বোচ্চসংখ্যক ব্যবসায়ী। সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৫০ জন সংসদ সদস্যের হলফনামায় দেওয়া তথ্য বিশ্লেষণ করে এ কথা জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক সুজন। আজ বৃহস্পতিবার এক অনলাইন সংবাদ সম্মেলনে সংরক্ষিত নারী আসনের নির্বাচিত সংসদ সদস্যদের হলফনামার তথ্যের বিশ্লেষণ তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৫০ জন সংসদ সদস্যের মধ্যে ১৩ জনের (২৬ শতাংশ) পেশা ব্যবসা। এ ছাড়া ৭ জন (১৪ শতাংশ) চাকরিজীবী, ৫ জন (১০ শতাংশ) শিক্ষক, ৫ জন (১০ শতাংশ) গৃহিণী, ২ জন (৪ শতাংশ) আইনজীবী ও ২ জন (৪ শতাংশ) কৃষিজীবী। ৮ জন (১৬ শতাংশ) তাঁদের পেশা ‘রাজনীতি’ উল্লেখ করেছেন। এ ছাড়া ৮ জন (১৬ শতাংশ) বিভিন্ন পেশার সঙ্গে সংশ্লিষ্ট। আইন পেশার সঙ্গে সম্পৃক্ত দুজনই আওয়ামী লীগ থেকে নির্বাচিত। আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে ব্যবসায়ীর হার শতকরা ২২.৯২ শতাংশ (১৩ জন) এবং জাতীয় পার্টি থেকে নির্বাচিতদের ১০০ শতাংশই ব্যবসায়ী। অর্থাৎ, দলটির দুজন সংসদ সদস্যই পেশায় ব্যবসায়ী। এর আগে ৭ জানুয়ারির নির্বাচন শেষে সরাসরি ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের তথ্য বিশ্লেষণ করে সুজন জানিয়েছিল, ২৯৯ জন সংসদ সদস্যের মধ্যে ২০০ জনের পেশা ব্যবসা। শতকরা হিসাবে সংসদ সদস্যদের ৬৬ দশমিক ৮৯ শতাংশ ব্যবসায়ী। একাদশ জাতীয় সংসদে ব্যবসায়ী ছিলেন ১৮৫ জন বা মোট সংসদ সদস্যের ৬১ দশমিক ৬৬ শতাংশ। আজকের সংবাদ সম্মেলনে জানানো হয়, সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৫০ জন সংসদ সদস্যের মধ্যে বার্ষিক ৫ লাখ টাকা বা তার চেয়ে কম আয় করেন মাত্র ১০ জন (২০ শতাংশ)। আয়ের ঘর পূরণ করেননি ২ জন। বছরে ৫ লাখ টাকা থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত আয় করেন ২০ জন (৪০ শতাংশ), ২৫ লাখ টাকা থেকে ৫০ লাখ টাকা আয় করেন ১০ জন (২০ শতাংশ), ৫০ লাখ টাকা থেকে ১ কোটি টাকা আয় করেন ৫ জন (১০ শতাংশ) এবং ১ কোটি টাকার বেশি আয় করেন ২ জন (৪ শতাংশ)। কোটি টাকার অধিক আয় করেন যে ২ জন, তাঁরা হলেন হলেন শাম্মী আহমেদ (১ কোটি ৩৬ লাখ ৯৬ হাজার ১৭১ টাকা) এবং অপরাজিতা হক (১ কোটি ৩৬ লাখ ৭৩ হাজার ৭১৭ টাকা)। তাঁরা উভয়েই আওয়ামী লীগ থেকে নির্বাচিত। জাতীয় পার্টি থেকে নির্বাচিত ২ জন সংসদ সদস্যের মধ্যে ১ জনের (৫০ শতাংশ) বার্ষিক আয় ৫ লাখ টাকার কম এবং ১ জনের (৫০ শতাংশ) ৫০ লাখ টাকার অধিক। সংবাদ সম্মেলনে তথ্য–উপাত্ত তুলে ধরেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। তিনি জানান, সাধারণ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে ৩৭.৩৩ শতাংশ কোটি টাকার বেশি আয় করলেও সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের মধ্যে এই হার ৪ শতাংশ। এখানে সাধারণ আসন এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের মধ্যে আয়বৈষম্য লক্ষ করা যায়। সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ৫০ জন সংসদ সদস্যের মধ্যে ৩০ জন (৬০ শতাংশ) স্নাতকোত্তর (২ জন পিএইচডিসহ), ৮ জন (১৬ শতাংশ) স্নাতক, ৪ জন (৮ শতাংশ) এইচএসসি, ৫ জন (১০ শতাংশ) এসএসসি এবং ৩ জন (৬ শতাংশ) এসএসসির চেয়ে কম শিক্ষাগত যোগ্যতাসমপন্ন। সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার সংবাদ সম্মেলনে বলেন, নারীদের রাজনৈতিক ক্ষমতায়নের জন্য সংরক্ষিত নারী আসন ইতিবাচক। কিন্তু এখন বাস্তবে কতটুকু নারীর ক্ষমতায়ন হচ্ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি আরও বলেন, সত্যিকার অর্থে নারী আসনের মধ্য দিয়ে রাজনৈতিক ক্ষমতায়ন হলে নারীরা পরবর্তীতে সাধারণ আসন থেকে নির্বাচন করে আসতেন। এখন বেশিরভাগ ক্ষেত্রে সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে যোগ্যতা প্রধান বিবেচ্য বিষয় নয়। দলীয় দলের প্রধানের অনুগ্রহ হিসেবে এ মনোনয়ন দেওয়া হয়।
h0on9kael2#4
h0on9kael2
The thought fascinates me a lot After the release of "'Intercity'", I am getting positive response, and I feel very good. Basically, having grown up watching the lives of common people of mofussil towns, I was able to bring forth the reality in my character. Before shooting, due to being prepared with the director, discussing with co-artists, and giving importance to the director's opinion, I felt comfortable in acting. Also, the experience of hosting the show 'Dhuranto Family' is also great, because the topic of physical and mental development of children fascinates me as well.
ভাবনাটা আমাকে দারুণভাবে আকর্ষণ করেছে "'আন্তঃনগর' মুক্তির পরে ইতিবাচক প্রতিক্রিয়া পাচ্ছেন, খুব ভাল লেগেছে। মূলত মুফস্সল শহরের সাধারণ মানুষের জীবন দেখে বড় হওয়ায় আমার চরিত্রে বাস্তবতা তুলে ধরতে পেরেছি। শুটিংয়ের আগে পরিচালকের সঙ্গে প্রস্তুতি নেওয়া, সহশিল্পীদের সঙ্গে আলোচনা করা, এবং পরিচালকের মতামত গুরুত্ব দেওয়ার কারণে অভিনয়ে স্বচ্ছন্দ্যবোধ করেছি। এছাড়াও, 'দুরন্ত ফ্যামিলি' অনুষ্ঠান উপস্থাপনার অভিজ্ঞতাও দারুণ, কারণ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের বিষয়টি আমাকেও খুব আকর্ষণ করে।"
juouopsh6o#4
juouopsh6o
ছোট শহরের প্যানি কাশ্যপ আত্মবিশ্বাসকে তার হাতিয়ার করে বলিউডে পা রাখছেন "পেয়ার হ্যায় তো হ্যায়" ছবির মাধ্যমে। তিনি বিশ্বাস করেন যে অভিনেত্রী হিসেবে টিকে থাকতে হলে আত্মবিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রদীপ আর কে চৌধুরী পরিচালিত এই ছবিতে তিনি করণ হরিহরণের সাথে জুটি বেঁধেছেন। প্যানি এরইমধ্যে বেশ কয়েকটি ছবির অফার পেয়েছেন, কিন্তু তিনি তার অন্তরাত্মা অনুযায়ী অপেক্ষা করছেন। ছবিটি মুক্তি পাওয়ার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
Small town girl Panee Kashyap is making her way into Bollywood with 'Pyaar Hai Toh Hai' , armed with confidence, which she believes is a must to survive as an actress. Directed by Pradeep RK Chowdhary, she has been paired opposite Karan Hariharan in this film. Panee has already got offers for quite a few films, but she is waiting for her soul's calling as of now. She is eagerly waiting for the release of this film.
js0j7p1kcw#4
js0j7p1kcw
In a 32-year-old conjugal life, actor Afzal lives with his wife Tajin as a 'sanyasi'. He frankly admits that he could not give enough time to his wife due to his busy life. Afzal says that his wife has 'everything' in terms of fulfilling family responsibilities, he just stays 'like a shadow'. He enjoys writing and drawing, and he is grateful for his wife's support. His philosophy in married life is "just living is not enough, how you live is important".
৩২ বছরের দাম্পত্যে, অভিনেতা আফজাল স্ত্রী তাজিনের সাথে সংসারে "এক সন্ন্যাসী" হিসেবে বসবাস করেন। তিনি অকপটে স্বীকার করেন যে ব্যস্ত জীবনযাত্রার কারণে স্ত্রীর জন্য যথেষ্ট সময় দিতে পারেননি। আফজাল বলেন, সংসারের দায়িত্ব পালন করে "সবকিছুই তার", তিনি কেবল "ছায়ার মতো" উপস্থিত থাকেন। তিনি লেখালেখি এবং আঁকাআঁকিতে আনন্দ পান, এবং স্ত্রীর সহযোগিতার জন্য কৃতজ্ঞ। দাম্পত্য জীবনে তার দর্শন হ'ল "বেঁচে থাকাটা বড় কথা নয়, কীভাবে বেঁচে আছি, সেটাই বড়।"
46q2appu3a#3
46q2appu3a
WhatsApp's new feature will allow users to mention the purpose, rules and regulations and topics of discussion in the group description. This will allow members and outsiders to know about the activities of the group beforehand. The current character limit for group names is also being increased to 100 letters, which will make groups more efficient. Android beta version users are already experimenting with this facility.
হোয়াটসঅ্যাপের নতুন সুবিধায় গ্রুপের বিবরণে উদ্দেশ্য, নিয়ম-কানুন ও আলোচনার বিষয়বস্তু উল্লেখ করা যাবে। এতে সদস্য ও অপরিচিতরা গ্রুপের কার্যক্রম সম্পর্কে আগে থেকেই জানতে পারবেন। বর্তমানে গ্রুপের নামের দৈর্ঘ্য সীমাবদ্ধ থাকলেও এখন তা ১০০ অক্ষরে বাড়ানো হচ্ছে। ফলে গ্রুপের কার্যকারিতা আরও বাড়বে। অ্যান্ড্রয়েড বেটা সংস্করণ ব্যবহারকারীরা ইতিমধ্যে এই সুবিধা পরীক্ষা করার সুযোগ পাচ্ছেন।
9jcuhg3qf4#1
9jcuhg3qf4
Why Dutch far-right leader Wilders drops out of race to be PM
নেদারল্যান্ডসে প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে কেন সরে দাঁড়ালেন কট্টরপন্থী উইল্ডারস
cdypw4u7nm#4
cdypw4u7nm
বাংলাদেশ ও রাশিয়া রুবল মুদ্রায় বাণিজ্য ও আর্থিক লেনদেনের সম্ভাবনার উপর আলোচনা করতে যাচ্ছে। দেশ দুটি সহজ ব্যাংকিং লেনদেন চালু করা এবং বিকল্প ও নিরাপদ লেনদেন পদ্ধতি খুঁজে বের করার বিষয়েও আলোচনা করবে। এই আলোচনা রাশিয়া-বাংলাদেশ আন্তসরকার কমিশনের চতুর্থ অধিবেশনের অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে। অধিবেশনের আলোচ্যসূচিতে আর্থিক খাত, জ্বালানি, পারমাণবিক শক্তি সহযোগিতা এবং বাণিজ্যিক সহযোগিতাসহ ১০টি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
Bangladesh and Russia are set to discuss prospects of trade and financial transactions in the Ruble currency. The two countries will also discuss introduction of easier banking transactions and explore alternative and secure transaction methods. The discussion is being held as part of the fourth session of the Russia-Bangladesh Intergovernmental Commission. The session's agenda includes 10 important issues, including financial sector, energy, nuclear power cooperation and trade cooperation.
t3mclkohlb#2
t3mclkohlb
অ্যাকাউন্ট নিরাপদ রাখতে ‘লগইন অ্যাপ্রুভাল’ সুবিধা চালু করছে হোয়াটসঅ্যাপ। এ সুবিধা চালু হলে অন্য স্মার্টফোন বা কম্পিউটার থেকে কারও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে প্রবেশ করতে গেলেই অ্যাকাউন্ট ব্যবহারকারীকে সতর্ক বার্তা পাঠাবে হোয়াটসঅ্যাপ। বার্তায় লগইনের জন্য সম্মতি না দিলে হ্যাকাররা অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন না। ফলে সাইবার হামলা সম্পর্কে জানার পাশাপাশি অ্যাকাউন্টও নিরাপদ থাকবে। ফোন নম্বর কাজে লাগিয়ে অ্যাকাউন্ট চালুর সুযোগ থাকায় হোয়াটসঅ্যাপে পাসওয়ার্ড ব্যবহারের প্রয়োজন হয় না। ফলে বিভিন্ন কৌশলে অন্য স্মার্টফোন বা কম্পিউটার থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অ্যাকাউন্টে প্রবেশ করে তাদের ব্যক্তিগত তথ্য চুরি করেন হ্যাকাররা। আর তাই ব্যবহারকারীদের নিরাপদ রাখতে নতুন এ নিরাপত্তা সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের নিরাপদ রাখতে বর্তমানে দুই স্তরের নিরাপত্তা সুবিধা রয়েছে হোয়াটসঅ্যাপে। এরপরও বিভিন্ন কৌশলে ব্যবহারকারীদের অ্যাকাউন্টের তথ্য চুরি করে থাকেন হ্যাকাররা। উল্লেখ্য, একসঙ্গে একাধিক যন্ত্রে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যায়। আর এই সুবিধা কাজে লাগিয়ে অন্য ব্যবহারকারীদের অ্যাকাউন্টে প্রবেশ করে তথ্য চুরির চেষ্টা করে থাকেন হ্যাকাররা।
WhatsApp is launching the ‘Login Approvals’ feature to keep accounts secure. With this feature, WhatsApp will send the account user an alert if someone tries to log into their WhatsApp account from another smartphone or computer. Hackers will not be able to access the account if the login consent is not given in the message. As a result, the account will be safe in addition to being informed about cyber attacks. WhatsApp does not require the use of passwords to activate accounts with phone numbers. As a result, hackers steal the personal information of WhatsApp users by gaining access to their accounts from other smartphones or computers using various techniques. For this reason, WhatsApp is going to launch this new security feature to keep users safe. WhatsApp currently has two-tier security features in place to keep users secure. Despite this, hackers continue to steal account information from users using various techniques. It is worth mentioning that the same WhatsApp account can be used on multiple devices at once. Taking advantage of this feature, hackers try to steal information by logging into other users' accounts.
3238f6dd1f#4
3238f6dd1f
India is interested in implementing IDTP for bilateral financial transactions with Bangladesh. This interest has been expressed to Bangladesh's State Minister of ICT by India's High Commissioner. IDTP will prevent irregularities, expenses, and harassment in financial transactions. Moreover, the two countries will establish a Digital Edutainment Center and cooperate in cyber security activities. Progress in ongoing projects with Bangladesh Hi-Tech Park Authorities was highlighted at the meeting. The State Minister of ICT emphasized the importance of mutual cooperation and expressed hope for greater future knowledge and experience exchange in the ICT sectors of the two countries.
ভারত বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় আর্থিক লেনদেনের জন্য আইডিটিপি বাস্তবায়নে আগ্রহী। এই আগ্রহের বিষয়টি ভারতের হাইকমিশনার বাংলাদেশের আইসিটি প্রতিমন্ত্রীকে জানিয়েছেন। আইডিটিপির মাধ্যমে আর্থিক লেনদেনের অনিয়ম, খরচ এবং হয়রানি রোধ করা হবে। এছাড়াও দুই দেশ ডিজিটাল এডুটেইনমেন্ট সেন্টার স্থাপন এবং সাইবার সুরক্ষার কাজে সহযোগিতা করবে। বৈঠকে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি তুলে ধরা হয়। আইসিটি প্রতিমন্ত্রী পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন এবং ভবিষ্যতে দুই দেশের আইসিটি খাতে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় বাড়ানোর আশা প্রকাশ করেন।
t24jbu9ar6#2
t24jbu9ar6
India's External Affairs Minister S Jaishankar has sharply criticized the UN Security Council. Speaking at an event on Sunday, he termed the body as an “old boys’ club”, which does not want new countries as members as that would reduce their power. He said that at the event organized in the capital of Karnataka, Bengaluru, that the five permanent members of the Security Council do not want to give permanent membership to new countries. A big reason for this is that it would bring into question the power that they exercise. S Jaishankar said, “The membership of the UN Security Council is determined by those who are already there. These members are not ready to let go of the reins of power. They want to keep the entire club under their control.” Jaishankar also commented that the UN is becoming increasingly ineffective with each passing day. He said, “From one perspective, one can say it is the failure of humanity itself. In my view, the whole world is suffering because of this. It is suffering because the UN is becoming ever more ineffective in resolving global conflicts.” The Indian External Affairs Minister believes that in order to face the global challenges, it is necessary to bring about reforms in the UN. He says, “If you ask 200 countries if the UN needs reforms, the vast majority will say yes to reforms.” Earlier in September, Jaishankar said that even though efforts were being made to bring about reforms, those in power in the UN were rejecting the demands again and again. This would eventually lead to the organization losing its relevance and many looking towards alternative ways of resolving their problems. It needs to be mentioned that India has been trying for a long time to get permanent membership in the UN Security Council. However, the five permanent members of the Council—the US, the UK, Russia, China and France—are yet to agree on India’s permanent membership. India has been expressing its disappointment over this.
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কঠোর সমালোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। গতকাল রোববার এক অনুষ্ঠানে তিনি এ পরিষদকে ‘বুড়োদের ক্লাব’ বলে বর্ণনা করেন। তিনি বলেন, নিরাপত্তা পরিষদ চায় না নতুন দেশ সদস্য হোক। কারণ, এতে ক্ষমতা কমবে তাদের। কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে আয়োজিত ওই অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পাঁচটি দেশ নতুন করে কোনো দেশকে আর স্থায়ী সদস্যপদ দিতে চায় না। এর বড় একটি কারণ, তারা যে ক্ষমতার চর্চা করে, এতে তা নিয়ে প্রশ্ন উঠবে। এস জয়শঙ্কর বলেন, নিরাপত্তা পরিষদে আগে থেকে ঠিক করা, এখানে কারা সদস্য থাকবে। এই সদস্যরা ক্ষমতার লাগাম ছাড়তে চায় না। তারা পুরো ক্লাবের নিয়ন্ত্রণ ধরে রাখতে চায়। জাতিসংঘ দিন দিন আরও ব্যর্থ ও অকার্যকর হয়ে পড়ছে বলেও মন্তব্য করেন জয়শঙ্কর। তিনি বলেন, ‘এক দিক থেকে ধরলে এটা গোটা মানব জাতিরই ব্যর্থতা। আমার মতে এতে করে পুরো বিশ্বের ক্ষতিই হচ্ছে। ক্ষতি হচ্ছে কারণ, বৈশ্বিক নানা বিরোধের বিষয় সমাধানে জাতিসংঘ আরও অকার্যকর হয়ে পড়ছে।’ বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে জাতিসংঘে সংস্কার আনা প্রয়োজন বলে মনে করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘আপনি যদি ২০০টি দেশকে জিজ্ঞাসা করেন জাতিসংঘে সংস্কার আনা প্রয়োজন কি না, দেখবেন তাদের সিংহভাগই সংস্কারের পক্ষে মত দেবে।’ এর আগে গত সেপ্টেম্বরে জয়শঙ্কর বলেন, সংস্কার আনার চেষ্টা করা হলেও জাতিসংঘে যাদের ক্ষমতা বেশি, তারা বারবার এ দাবি নাকচ করে দিচ্ছে। এতে একটা সময় গিয়ে সংস্থাটি তার উপযোগিতা হারিয়ে ফেলবে এবং অনেকেই বিকল্প উপায়ে তাদের সমস্যা সমাধানের চেষ্টা করবে। উল্লেখ্য, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পেতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছে ভারত। তবে পরিষদের পাঁচ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন ও ফ্রান্স ভারতকে স্থায়ী সদস্য করার ব্যাপারে একমত নয়। এ নিয়ে ভারত ক্ষোভ প্রকাশ করে আসছে।
jzvttunume#3
jzvttunume
নব্বইয়ের পর থেকে উল্লেখযোগ্য কোনও গান হচ্ছে না। এই দশকের জনপ্রিয় গানগুলি এখনও আধুনিক শিল্পীরা গাচ্ছেন, তবে নতুন গানের অভাব রয়েছে। অতীতে, সংগীতশিল্পী আরিফুল ইসলাম মিঠু আধুনিক গানকে গজলের ঢঙে পরিবেশন করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তিনি এবার প্রথমবার দেশাত্মবোধক গানটি গেয়েছেন। মিঠু গানের মূলতত্ত্ব থেকে দূরে সরে যাওয়ার জন্য অটো-টিউনের অতিরিক্ত ব্যবহারের সমালোচনা করেন। তিনি বাংলা সিনেমার ষাট, সত্তর এবং আশির দশকের অসাধারণ সুর এবং গানগুলিকে প্রশংসা করেন এবং তার পর থেকে কোনও মনে রাখার মতো গান তৈরি হয়নি বলে মনে করেন। মিঠু ওস্তাদ মেহেদি হাসান এবং ওস্তাদ বড়ে গুলাম আলীকে তার আদর্শ হিসাবে বিবেচনা করেন। তিনি অ্যালবামের যুগের স্মৃতিচারণ করেন, যখন নতুন অ্যালবামগুলি উৎসবের মতো ছিল, কিন্তু এখন মোবাইল যুগে গানগুলি সহজেই উপলব্ধ।
Since the nineties, there has been no remarkable songs. The most popular songs of the decade are still sung by the modern singers, regardless there has been a lack of new songs. In the past, singer Ariful Islam Mithu gained popularity by performing modern songs in a ghazal style. For the first time, he sang a patriotic song. Mithu criticised the excessive use of auto-tune for diverting from the actual essence of the song. He praised the extraordinary melodies and songs of the Bangladeshi cinema of the sixties, seventies and eighties and opined that there had been no memorable creations since then. Mithu considers Ustad Mehdi Hasan and Ustad Bade Ghulam Ali as his idols. He reminisces about the era of the albums, when the new albums used to be like festivals, whereas in the age of the mobile phones, songs are easily available.
3x9tjz0su7#2
3x9tjz0su7
Pakistan Peoples Party (PPP) Chairman Bilawal Bhutto Zardari's father and the party's Co-Chairman Asif Ali Zardari is in discussion to become the President of Pakistan for the second time. Pakistan Muslim League-Nawaz (PML-N) has agreed to support Asif Ali Zardari as President in exchange for PPP's support to Shahbaz Sharif as Prime Minister. There has been no official statement from the PPP on this issue. However, in a press conference, Bilawal said in response to a question about Zardari becoming president, "The country is burning right now. If anyone can put out this fire, it is Asif Ali Zardari." And in response to a journalist's question about whether Asif Ali Zardari is becoming president, Shahbaz Sharif said, "We will not disappoint you." Preparations are underway to form a coalition government in the country with Pakistan Muslim League-Nawaz (PML-N) President Shahbaz Sharif as Prime Minister. The two main coalition partners, PML-N and Pakistan Peoples Party (PPP), are scheduled to meet today, Thursday, for a second round of talks on government formation. A meeting was held between the two parties yesterday, Wednesday. The leaders of the two parties' coordination committee held the meeting in Islamabad. A PPP statement after yesterday's meeting said the leaders of the two parties had agreed to finalize the necessary details for the formation of a new government through consultation with like-minded parties. PPP leader Bilawal Bhutto Zardari has announced that his party will not be part of the new government's cabinet. However, discussions are ongoing between the two parties over several constitutional positions. According to sources, the PPP wants the post of President of Pakistan, as well as Speaker of the National Assembly, Chairman of the Senate, the upper house of parliament, and the Governors of the four provinces. The Muttahida Qaumi Movement-Pakistan (MQM-P), which has the third largest number of seats in the National Assembly with seventeen, has proposed to the PML-N to give its members the posts of six ministers and deputy ministers. These include the Ministries of Health, Information Technology and Overseas Pakistanis.
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির বাবা ও দলের কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রেসিডেন্ট হতে পারেন বলে আলোচনা চলছে। শাহবাজ শরিফকে প্রধানমন্ত্রী পদে পিপিপির সমর্থনের বিনিময়ে আসিফ আলী জারদারিকে প্রেসিডেন্ট পদের জন্য সমর্থন দেওয়ার বিষয়ে রাজি হয়েছে পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন)। এ বিষয়ে পিপিপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। তবে এক সংবাদ সম্মেলনে জারদারির প্রেসিডেন্ট হওয়া নিয়ে প্রশ্নের জবাবে বিলাওয়াল বলেছিলেন, ‘বর্তমানে দেশ জ্বলছে। এই আগুন যদি কেউ নেভাতে পারেন, তিনি হলেন আসিফ আলী জারদারি।’ আর আসিফ আলী জারদারি প্রেসিডেন্ট হচ্ছেন কি না সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে শাহবাজ শরিফ বলেছেন, ‘আপনাকে আমরা হতাশ করব না।’ পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) প্রেসিডেন্ট শাহবাজ শরিফকে প্রধানমন্ত্রী করে দেশটিতে জোট সরকার গঠনের প্রস্তুতি চলছে। জোটের প্রধান দুই শরিক পিএমএল-এন ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সরকার গঠন নিয়ে আজ বৃহস্পতিবার দ্বিতীয় দফায় বৈঠকে বসার কথা রয়েছে। গতকাল বুধবার দুই পক্ষের মধ্যে বৈঠক হয়েছে। দুই দলের সমন্বয় কমিটিতে থাকা নেতারা ইসলামাবাদে এ বৈঠক করেন। গতকালের বৈঠকের পর পিপিপির এক বিবৃতিতে বলা হয়, সমমনা দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে নতুন সরকার গঠনের জন্য প্রয়োজনীয় বিষয়গুলো চূড়ান্ত করতে একমত হয়েছেন দুই দলের নেতারা। পিপিপি নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি নতুন সরকারের মন্ত্রিসভায় তাঁর দলের অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে কয়েকটি সাংবিধানিক পদ নিয়ে দুই দলের নেতাদের মধ্যে আলোচনা চলছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, পাকিস্তানের পরবর্তী প্রেসিডেন্টের পাশাপাশি জাতীয় পরিষদের স্পিকার, পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের চেয়ারম্যান এবং চার প্রদেশের গভর্নরের পদ পেতে চায় পিপিপি। শরিকদের মধ্যে জাতীয় পরিষদে তৃতীয় সর্বোচ্চ ১৭ আসন পাওয়া মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তানকে (এমকিউএম-পি) ছয়টি মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদ দেওয়ার প্রস্তাব দিয়েছে পিএমএল-এন। এগুলোর মধ্যে স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় রয়েছে।
zkb19qso48#1
zkb19qso48
Armed men were identified at Chittagong University, no action was taken
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অস্ত্রধারী শনাক্ত হয়, ব্যবস্থা নেয় না
wvnnzc7h5h#4
wvnnzc7h5h
ক্লাব ফুটবলে ব্রাজিল খেলোয়াড় আমদানি-রপ্তানিতে শীর্ষে রয়েছে। তারা সবচেয়ে বেশি ৪০৯ জন খেলোয়াড় আমদানি করেছে এবং দলবদলে সবচেয়ে বেশি আয়ও করেছে ২৫ কোটি ১২ লাখ ডলার। খেলোয়াড় বিক্রিতে সংখ্যার দিক থেকে তারা দ্বিতীয় সেরা, ২৪৯ জন খেলোয়াড় বিক্রি করেছে। জানুয়ারির দলবদলে বৈশ্বিকভাবে খরচ হয়েছে ১৪৬ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় কম।
Brazil are the leaders in both imports and exports in club football. They have brought the maximum 409 footballers and also earned the most from transfers at $251.2 million. They are the second best in terms of the number of players sold, selling 249 players. The global spending in the January transfer window was $1.46 billion, which is less than that of the previous year.
remwnyruid#3
remwnyruid
ব্রহ্মাস্ত্র ও সুলতান অব দিল্লি সিনেমাগুলি মৌনি রায়ের ক্যারিয়ারে বিশাল পরিবর্তন এনেছে। এই সিনেমাগুলির বিপরীত চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে তিনি শাড়ি পরা সাদাসিধে নারীর ইমেজ থেকে মুক্তি পেয়েছেন। ব্রহ্মাস্ত্রের জুনুন চরিত্রটি তাঁকে দর্শকদের দৃষ্টিতে ভিন্নভাবে তুলে ধরেছে। সুলতান অব দিল্লিতে ক্যাবারে ড্যান্সার নয়নতারা চরিত্রটি তাঁকে এক বিচিত্র ও স্তরযুক্ত ভূমিকায় দেখিয়েছে। এই সিনেমাগুলির সুবাদে মৌনি এখন আরও বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তুত।
The movies Brahmastra and Sultan of Delhi brought about massive changes in Mouni Roy’s career. She received the opportunity to step into contrasting roles in these films, allowing her to shed her on-screen image of a simple, saree-clad woman. Her character of Junoon in Brahmastra presented her differently in the eyes of the audience. In Sultan of Delhi, she performed the role of a cabaret dancer named Nayantara, which showcased her rare and complex role. Due to these films, Mouni has now prepared herself to play more diverse characters.
1uj94nxvoi#2
1uj94nxvoi
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন এ টি এম তারিকুজ্জামান। তিনি বর্তমানে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্বে রয়েছেন। বিএসইসি আজ মঙ্গলবার ডিএসইর এমডি হিসেবে তারিকুজ্জামানের নিয়োগ অনুমোদন করেছে। এদিনই তা চিঠি দিয়ে ডিএসইর চেয়ারম্যানকে জানিয়ে দেওয়া হয়। গত বছরের আগস্টে পদত্যাগ করেন ডিএসইর তৎকালীন এমডি তারিক আমিন ভূঁইয়া। তাঁর পদত্যাগের পর থেকে প্রায় এক বছর ধরে সংস্থাটির এমডি পদটি শূন্য রয়েছে। একাধিক দফায় বিজ্ঞাপন দিয়েও এত দিন এমডি পদে কাউকে নিয়োগ দিতে পারেনি সংস্থাটি। সর্বশেষ গতকাল সোমবার ডিএসইর পক্ষ থেকে তিনজন সম্ভাব্য এমডির একটি সংক্ষিপ্ত তালিকা পাঠানো হয় বিএসইসিতে। সেই তালিকা থেকে তারিকুজ্জামানকে চূড়ান্ত নিয়োগ দেয় বিএসইসি।
ATM Tariquzzaman has been appointed as the Managing Director of Dhaka Stock Exchange (DSE), the country’s main stock exchange. He is currently serving as the Executive Director of Bangladesh Securities and Exchange Commission (BSEC), the capital market regulator. BSEC approved Tariquzzaman's appointment as DSE MD on Tuesday. The DSE chairman was informed of this in a letter on the same day. The then DSE MD Tarik Amin Bhuiyan resigned in August last year. The post of MD of the organization has been vacant for almost a year since his resignation. The organization could not appoint anyone to the post of MD for so long even after advertising several times. Finally, DSE sent a short list of three potential MDs to BSEC on Monday. BSEC made the final appointment of Tariquzzaman from that list.
esgs98q35q#1
esgs98q35q
সোহরাওয়ার্দীতে তারুণ্যের সমাবেশের মৌখিক অনুমতি পেয়েছে বিএনপি
BNP permitted verbal permission at Sohrawardi for the youth assembly
h1avpcyvye#1
h1avpcyvye
Certain groups are conspiring to raise inflation rate: Prime Minister
কিছু কিছু মহল চক্রান্ত করে মূল্যস্ফীতি বাড়ায়: প্রধানমন্ত্রী
tsy6sr5t68#4
tsy6sr5t68
গাজায় নতুন করে স্থল অভিযান শুরুর মধ্যে ইসরায়েল ফিলিস্তিনিদের মিসরের সিনাই উপত্যকায় পাঠানোর পুরোনো পরিকল্পনাটি পুনরুজ্জীবিত হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনও বিশ্বাস করেন যে তিনি কিছু ফিলিস্তিনিকে সিনাইয়ে স্থানান্তর করতে পারবেন। যুক্তরাষ্ট্রের কাছ থেকে পর্যাপ্ত চাপের অভাবে এই পরিকল্পনাটি আবারও গুরুত্ব পাচ্ছে। যুদ্ধ-পরবর্তী গাজার পরিকল্পনা নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ইসরায়েলে পৌঁছেছেন, তবে আরব নেতাদের সঙ্গে কমলা হ্যারিসের বৈঠকে জোরপূর্বক বাস্তুচ্যুতির বিষয়ে যুক্তরাষ্ট্রের অসমর্থন ব্যক্ত করা হয়েছে।
With the renewal of the ground offensive in Gaza, Israel has revived an old plan to send Palestinians to Egypt’s Sinai Peninsula. Israeli Prime Minister Benjamin Netanyahu still believes he can relocate some of the Palestinians to Sinai. The plan has gained traction again in the absence of sufficient US pressure. US officials are in Israel to discuss postwar plans for Gaza, but Vice President Kamala Harris’s meetings with Arab leaders have spelled out US opposition to forced displacement.
dnkyq0a2pr#4
dnkyq0a2pr
যুক্তরাজ্যের দ্য হেনলি অ্যান্ড পার্টনার্সের পাসপোর্ট সূচকে এক ধাপ পেছিয়ে ১০২তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। যুগ্মভাবে একই অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া। এবারের সূচকে বাংলাদেশের পাসপোর্টধারীরা ৪২টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন, যা গত বছরের তুলনায় একটি বেশি। প্রতিবেশী ভারত ও পাকিস্তান যথাক্রমে ৮৫তম ও ১০৬তম স্থানে রয়েছে। সূচকের শীর্ষে রয়েছে ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর ও স্পেন, যেসব দেশের নাগরিকরা ১৯৪টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।
Bangladesh is ranked 102nd in the Henley & Partners’ Passport Index of the UK, down one place. North Korea is also in the same position. This time, Bangladeshi passport holders can travel to 42 countries without a visa, which is one more than last year. Neighboring India and Pakistan are ranked 85th and 106th respectively. France, Germany, Italy, Japan, Singapore, and Spain are at the top of the index, with citizens able to travel to 194 countries without a visa.
nadwld3u8t#1
nadwld3u8t
বছরের শেষ দিনে সেই পুরোনো আক্ষেপ বাংলাদেশের
The regrets of the old year in Bangladesh in the last day of the year