id
stringlengths 12
535
| news_id
stringlengths 10
533
| input_text
stringlengths 5
18.6k
| output_text
stringlengths 5
20.3k
|
---|---|---|---|
j8vr4souy0#2 | j8vr4souy0 | মিয়ানমারের ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি ‘মানসিকভাবে শক্ত’ আছেন বলে জানিয়েছেন তাঁর ছেলে কিম আরিস। তিনি ছেলেকে দেওয়া চিঠিতে তাঁর অবস্থার কথা জানিয়েছেন বলে বার্তা সংস্থা এএফপিকে জানান তিনি।
সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার তিন বছর পর প্রথমবারের মতো ছেলেকে চিঠি লিখলেন সু চি।
২০২১ সালে অভুত্থানের সময় ফেব্রুয়ারির এক সকালে সু চিকে আটক করা হয়। ওই অভ্যুত্থানের পর মিয়ানমারে সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়।
শান্তিতে নোবেলজয়ী সু চি (৭৮) অভ্যুত্থানের পর থেকে কারাগারে রয়েছেন। জান্তা সরকারের আদালতে তাঁকে ইতিমধ্যে বিভিন্ন মামলায় সাজা দেওয়া হয়েছে। মানবাধিকারকর্মীরা বলছেন, রাজনীতি থেকে সরিয়ে দিতে সামরিক জান্তা ভুয়া মামলায় তাঁকে সাজা দিয়েছে।
কিম আরিস বলেন, তিনি ‘মানসিকভাবে শক্ত’ আছেন, যেমনটা তিনি সব সময় থাকেন। কো তিন লিন নামেও পরিচিত কিম বলেন, গত বছর তিনি তাঁর মায়ের কাছে ওষুধসহ কিছু জিনিস পাঠিয়েছিলেন। তিনি সে জন্য ধন্যবাদ জানিয়ে তাঁকে ওই চিঠি লিখেছেন।
লন্ডনে বসবাসরত কিম আরিস বার্তা সংস্থা এএফপিকে বলেন, তিনি জানুয়ারির শুরুর দিকে চিঠিটি পেয়েছেন। ওই চিঠির মাধ্যমে তিনি প্রথম ইঙ্গিত পেলেন, তাঁর মা বেঁচে আছেন।
কিম বলেন, তাঁর মা পরিবারের সব সদস্যের প্রতি ভালোবাসা জানিয়েছেন।মিয়ানমারে সবচেয়ে জনপ্রিয় নেত্রী সু চিকে অভ্যুত্থানের পর থেকে আর জনসমক্ষে আনা হয়নি। কেবল আদালতে বিচারকাজ চলার সময় তাঁর কিছু ছবি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেখা গেছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, কয়েক মাসব্যাপী বিচারকাজ চলার সময় দাঁতে সংক্রমণের কারণে তাঁর মাথাব্যথা ও বমি হয়েছিল। এমনকি মাঝমধ্যে তিনি খেতে পারেননি।
সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) গত সেপ্টেম্বরে অভিযোগ করেছিল, তাঁকে চিকিৎসার সুযোগ না দিয়ে জান্তা সরকার তাঁর জীবনকে সংকটাপন্ন করে তুলেছে।
কিম আরিস এএফপিকে বলেন, তাঁর মা দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন। তিনি মায়ের কাছে ওষুধ ও ভিটামিন–সমৃদ্ধ খাবার পাঠিয়েছিলেন।
কিম আরিস বলেন, এখনো তাঁর মাকে সেনাবাহিনী নির্মিত রাজধানী নেপিডোতে একটি বিশেষ কম্পাউন্ডে বন্দী করে রাখা হয়েছে।
অস্ট্রেলীয় অর্থনীতিবিদ সিয়ান টার্নেল ওই কম্পাউন্ডে কয়েক মাস বন্দী ছিলেন। তিনি গত বছর এএফপিকে বলেন, প্রচণ্ড উত্তাপের সময়ও সেখানে কোনো শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্রের ব্যবস্থা নেই, এমনকি বৃষ্টির সময় ছাদ চুয়ে পানি পড়ে।
টার্নেল সু চির সরকারের অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন। সু চির বিরুদ্ধে করা মামলায় তিনিও আসামি ছিলেন। তাঁকে ক্ষমা ও মিয়ানমার থেকে বহিষ্কারের আগে ওই কম্পাউন্ডে বন্দী করে রাখা হয়।
টার্নেল বলেন, তাঁদের বিচার চলার সময় সু চি অবিশ্বাস্যভাবে নিজেকে শক্ত রেখেছেন।টার্নেল আরও বলেন, ‘আমার মনে হয়েছে, তিনি আমার মতো যাঁরা তাঁর সঙ্গে আসামি ছিলেন, তাঁদের মনোবল শক্ত রাখার ব্যাপারে সব সময় সচেতন ছিলেন।’ | Myanmar's deposed civilian leader Aung San Suu Kyi is "mentally strong," her son Kim Aris said, as he revealed he had received a letter from her updating him on her condition, AFP reported. It was the first time Suu Kyi had written to her son in the three years since her government was overthrown in a military coup. Suu Kyi was detained by the military on the morning of the February 2021 putsch, which unleashed a bloody conflict between the junta and anti-coup rebels across Myanmar. The 78-year-old Nobel laureate has been detained since the coup and has been sentenced on multiple charges by the junta's courts, which rights groups say are politically motivated and designed to keep her from returning to politics. Kim Aris said she was "mentally strong" as she had always been. Kim, who also goes by the name Ko Thein Lynn, said he had sent his mother some items, including medicine, last year, and she had written back to thank him for the package. Aris, who lives in London, told AFP he received the letter in early January -- the first indication he had that his mother was alive. He said his mother sent her love to all the family members. Suu Kyi, Myanmar's most popular politician, has not been seen in public since the coup, with only a few images of her in court broadcast on state media. Local media reported during her months-long trial that she had suffered from headaches and vomiting due to an infected tooth, and that at times she was unable to eat. Suu Kyi's party, the National League for Democracy (NLD), said in September that the junta was putting her life at risk by denying her proper medical care. Kim Aris told AFP his mother had been suffering from dental problems for a long time, and that he had sent her some medicine as well as food supplements rich in vitamins. Kim Aris said his mother is still being held in a special compound in Naypyidaw, the military-built capital. Australian economist Sean Turnell, who was held in the same compound for several months last year, told AFP that it had no air-conditioning even during extreme heat, and suffered from a leaky roof during the rains. Turnell, an economic adviser to Suu Kyi's government, was charged alongside her and was also held in the compound before being pardoned and deported from Myanmar. He said Suu Kyi showed incredible fortitude during their trial. "I think she was always conscious of trying to keep up the morale of the other defendants," Turnell said. |
wj26yp9tqr#1 | wj26yp9tqr | A center of Korail slum: crowded at first, empty after half an hour | করাইল বস্তির একটি কেন্দ্র: শুরুতে ভিড়, আধঘণ্টা পরে ফাঁকা |
22jkcj7euw#2 | 22jkcj7euw | গ্রেপ্তার হওয়ার সাড়ে তিন মাস পর জামিনে মুক্তি পেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ বৃহস্পতিবার কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বেলা সাড়ে তিনটার দিকে মুক্তি পান এই দুই নেতা।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে গত ২৮ অক্টোবর এবং এর পরের সংঘর্ষ ও সহিংসতাকে কেন্দ্র করে ১১টি মামলা হয়। এর আগে ১০টিতে তিনি জামিন পেয়েছেন। প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় তাঁর জামিন গতকাল মঞ্জুর করেন আদালত।
অন্যদিকে আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে ১০টি মামলা হয়। এর আগে তিনি ৯টি মামলায় জামিন পান। গতকাল তিনিও প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন পান।
সর্বশেষ গত ১৭ জানুয়ারি রাজধানীর পল্টন থানায় হওয়া একটি মামলায় জামিন পান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে ১০ জানুয়ারি ঢাকার সিএমএম আদালত থেকে ৯টি মামলায় জামিন পান মির্জা ফখরুল।
গত ২৯ অক্টোবর গ্রেপ্তার হয়ে সেদিন থেকে সাড়ে তিন মাস সময় ধরে কারাগারে ছিলেন মির্জা ফখরুল।
২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
পুলিশ সদস্য হত্যা মামলায় আমীর খসরুকে গত ২ নভেম্বর রাতে গ্রেপ্তার করা হয়। | BNP general secretary Mirza Fakhrul Islam Alamgir and the party's standing committee member Amir Khasru Mahmud Chowdhury have been released on bail after three and a half months in jail. The two leaders were released from Dhaka Central Jail in Keraniganj around 3:30pm on Thursday.
A total of 11 cases were filed against Mirza Fakhrul Islam Alamgir after he was accused in the October 28 violence and subsequent clashes. He had been granted bail in 10 of those cases before the court approved his bail in a case over the attack on the Chief Justice’s residence on Wednesday.
Meanwhile, 10 cases were filed against Amir Khasru Mahmud Chowdhury. He was granted bail in nine of those cases before he secured bail in the Chief Justice's residence attack case on Wednesday.
BNP general secretary Mirza Fakhrul Islam Alamgir was last granted bail in a case filed with Paltan Police Station in the capital on Jan 17.
Fakhrul had earlier secured bail in nine cases from a Dhaka CMM court on Jan 10.
Mirza Fakhrul was arrested on Oct 29 last year and had been in jail since then.
Amir Khasru Mahmud Chowdhury was arrested on Oct 28 in a case filed over clashes between BNP men and police centring a party rally in Dhaka.
Amir Khasru was arrested in a police murder case on the night of Nov 2. |
4aq69y6319#2 | 4aq69y6319 | রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনকে সহায়তার জন্য ইউরোপীয় ইউনিয়নের ৫০ বিলিয়ন ইউরোর একটি তহবিল আটকে দিয়েছে হাঙ্গেরি। ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য করা নিয়ে আলোচনা শুরু করার বিষয়ে মতৈক্যে পৌঁছানোর মাত্র কয়েক ঘণ্টার মধ্যে হাঙ্গেরি এই পদক্ষেপ নিয়েছে।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বৃহস্পতিবার ওই বৈঠকের পর হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ইউক্রেনে অতিরিক্ত অর্থ প্রদানে ভেটো দেওয়ার কথা জানান। ইউরোপীয় ইউনিয়নের নেতারা বলেছেন, আগামী বছরের শুরুতে আবার এই তহবিল নিয়ে সমঝোতা আলোচনা শুরু করা হবে।
রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইরত ইউক্রেন ব্যাপকভাবে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের অর্থসহায়তার ওপর নির্ভরশীল। রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলা হাঙ্গেরি দীর্ঘদিন ধরে ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের সদস্য পদের বিরোধিতা করে আসছে। তবে এ বিষয়ে আলোচনা শুরুর প্রস্তাবে ভেটো দেয়নি দেশটি।
বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের নেতাদের বৈঠক চলকালে একপর্যায়ে কক্ষ ছেড়ে যান ভিক্টর অরবান। তাঁর অনুপস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের ২৬ নেতা আলোচনা চালিয়ে যান। ভিক্টর অরবান আজ শুক্রবার হাঙ্গেরির রাষ্ট্রীয় বেতারকে বলেন, তাঁর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গীদের থামাতে তিনি আট ঘণ্টা লড়াই করেছেন। কিন্তু তাঁদের তাঁর কথা বোঝাতে ব্যর্থ হয়েছেন। তবে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে ইউক্রেনকে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। প্রয়োজন মনে করলে বুদাপেস্টের পার্লামেন্ট এখনো এটা আটকে দিতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
ভিক্টর অরবানের ইউক্রেনকে সহায়তার তহবিলের বিরোধিতা করা নিয়ে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট্টে বলেন, ‘আমাদের হাতে এখনো সময় আছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইউক্রেনের অর্থ ফুরিয়ে যাচ্ছে না।’ | Hungary has blocked a 50 billion euro European Union fund to support war-torn Ukraine, hours after leaders had agreed to open talks on the country’s membership of the bloc. Hungarian Prime Minister Viktor Orbán vetoed the extra cash for Ukraine at the end of a summit in Brussels on Thursday night, EU leaders said, adding that they would try to unblock the money early next year. Ukraine, which is battling Russian forces, has become heavily reliant on financial assistance from the EU and the US. Hungary, which has close ties to Russia, has long opposed Ukraine’s membership of the EU although it did not veto the start of talks on the issue. Orbán left the room during one part of the EU leaders’ summit on Thursday, allowing the other 26 leaders to continue discussions in his absence. Speaking on Hungarian state radio on Friday, Orbán said that he had “fought for eight hours” to stop his fellow EU leaders but had failed to convince them. However, he said that Ukraine still had “a long way to go” before becoming a member of the EU and that Budapest’s parliament could still block the move if it chose to. Reacting to Orbán’s veto of the aid package, Dutch Prime Minister Mark Rutte said: “There is no urgency. Ukraine is not running out of money in the coming weeks.” |
uuf0kt97lj#2 | uuf0kt97lj | North Korean leader Kim Jong-un has finally turned forty, or so people suspect.
Very little is known about North Korea. It hasn’t been revealed by the country’s ruler, Kim, when his birthday actually is. As such, North Korea experts have always been uncertain about when to celebrate his birthday.
Analysts believe that if their assumption is correct, Kim turned 40 last Monday. On this day, North Korean state media released a new image to the public of Kim Jong-un. In the image, Kim Jong-un is seen smiling as he inspects a chicken farm. Kim Jong-un’s daughter, Kim Ju-ae, was with him. However, the caption of the image made no mention of Kim Jong-un’s birthday.
Kim Jong-un has kept things mysterious when it comes to his birthday. However, his predecessors did not do the same. Kim Jong-un’s father, Kim Jong-il, and his grandfather, Kim Il-sung, used to have their birthdays celebrated in a lavish way. A birthday was celebrated on a national level. Even today, North Korea has a public holiday on their birthdays.
It is not confirmed whether Kim Jong-un’s birthday is January 8. It is also not known why Kim Jong-un hides his birthday from the world. However, there are a few explanations. The theory is that the date is January 8.
In January 2020, North Korean officials thanked the then-US President Donald Trump for his birthday wishes to Kim Jong-un. However, Kim Jong-un’s date of birth was not revealed at that time.
Six years ago, the American basketball star, Dennis Rodman, wished Kim Jong-un a happy birthday by singing the birthday song in front of thousands of people. For these reasons, the belief that Kim Jong-un’s birthday is January 8 has gained traction.
The chief of the North Korea-specialised website One Korea Center, Goolsap Kyojak, has figured out the reason behind Kim Jong-un’s secrecy over his birthday. He believes that a big reason for this is the fact that Kim Jong-un’s mother was born in Japan, Ko Yong-hui.
Japan used to be the imperial power in what is now North Korea from 1910 to 1945. That is why there is still a mistrust of Japan in North Korean society. Therefore, if it was revealed his mother had been born in Japan, this would undermine Kim Jong-un’s claim to pure blood.
Apart from this, there may be other reasons. Many believe that there are difficulties with Kim Jong-un’s age. Experts say the older members of the North Korean ruling elite think Kim Jong-un is still too young. Kim Jong-un’s father declared a holiday on his 40th birthday. | অবেশেষে চার দশক পার করেছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং–উন। অন্তত লোকজন তা–ই সন্দেহ করছেন।
উত্তর কোরিয়া সম্পর্কে এমনিতেই খুব কম বিষয় জানা যায়। দেশটির শাসক কিম তাঁর জন্মদিন আসলে কবে, সে সম্পর্কে কিছুই কখনো জানাননি। আর তাই তাঁর জন্মদিন কবে পালিত হয়, তা নিয়ে উত্তর কোরিয়া–বিষয়ক পর্যবেক্ষকেরা বরাবরই ধন্দে থেকেছেন।
পর্যবেক্ষকদের ধারণা যদি সত্যি হয়, তবে গত সোমবার ৪০–এ পা রেখেছেন কিম। ঠিক ওই দিনই উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কিম জং–উনের নতুন একটি ছবি প্রকাশ করেছে। ছবিতে কিম জং–উনকে হাসিমুখে একটি মুরগির খামার পরিদর্শন করতে দেখা গেছে। সঙ্গে ছিল কিম জং–উনের মেয়ে কিম জু–আয়ে। তবে ছবির ক্যাপশনে কিম জং–উনের জন্মদিনের বিষয়ে কিছুই উল্লেখ করা হয়নি।
নিজের জন্মদিন নিয়ে রহস্য জিইয়ে রেখেছেন কিম জং–উন। তবে তাঁর পূর্বসূরিরা এমনটা করেননি। কিম জং–উনের বাবা কিম জং ইল এবং তাঁর দাদা কিম ইল সাং ঘটা করে জন্মদিন উদ্যাপন করতেন। রাষ্ট্রীয় পর্যায়ে তাঁদের জন্মদিন আয়োজন করা হতো। এমনকি আজও তাঁদের জন্মদিনে উত্তর কোরিয়ায় সরকারি ছুটি রয়েছে।
৮ জানুয়ারি কিম জং–উনের জন্মদিন কি না, সেটা নিশ্চিত নয়। কেনই–বা কিম জং–উন নিজের জন্মদিন সবার কাছ থেকে লুকিয়ে রাখেন, তা–ও জানা যায়নি। তবে এর কিছু ব্যাখ্যা রয়েছে। ধারণা করা হয়, তারিখটি ৮ জানুয়ারিই।
২০২০ সালের জানুয়ারিতে কিম জং–উনকে জন্মদিনের শুভেচ্ছা জানানোয় উত্তর কোরিয়ার কর্মকর্তারা তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান। তবে তখনো কিম জং–উনের জন্মতারিখ প্রকাশ করা হয়নি।
এরও বছর ছয়েক আগে মার্কিন বাস্কেটবল তারকা ডেনিস রডম্যান হাজারো মানুষের সামনে জন্মদিনের গান গেয়ে কিম জং–উনকে শুভেচ্ছা জানিয়েছিলেন। এসব কারণে ৮ জানুয়ারিই কিম জং–উনের জন্মদিন, এ ধারণা জোরালো হয়েছে।
উত্তর কোরিয়া–বিষয়ক বিশেষায়িত ওয়েবসাইট ওয়ান কোরিয়া সেন্টারের প্রধান গুলসাপ কেওয়াক জন্মতারিখ নিয়ে কিম জং–উনের রহস্য জিইয়ে রাখার কারণ চিহ্নিত করেছেন। তাঁর মতে, এর বড় একটি কারণ কিম জং–উনের মা কো ইয়ং হুই–এর জাপানে জন্ম নেওয়ার ঘটনা।
১৯১০ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত এখনকার উত্তর কোরিয়া জাপানের উপনিবেশ ছিল। তাই উত্তর কোরিয়ার সমাজে এখনো জাপানকে নিয়ে অবিশ্বাস রয়ে গেছে। তাই মায়ের জাপানে জন্ম নেওয়ার বিষয়ে প্রকাশ্যে আলোচনা কিম জং–উনের রক্তধারার দাবি দুর্বল করতে পারে।
এ ছাড়া আরও কিছু ব্যাখ্যা থাকতে পারে। অনেকের মতে, কিম জং–উনের বয়স নিয়ে সমস্যা রয়েছে। বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়ার ক্ষমতাসীন অভিজাত পরিবারের বয়োজ্যেষ্ঠরা মনে করেন, কিম জং–উন এখনো অনেক ছোট। কিম জং–উনের বাবা নিজেও তাঁর ৪০তম জন্মদিনে গিয়ে সরকারি ছুটি ঘোষণা করেছিলেন। |
8i8u1m90ga#2 | 8i8u1m90ga | সাতক্ষীরার আশাশুনিতে পিকআপ ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। আজ শুক্রবার সকাল পৌনে আটটার দিকে উপজেলার বুধহাটা ইউনিয়নের নোয়াপাড়া ঢালরি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন খুলনার পাইকগাছা উপজেলার গজালিয়া গ্রামের আরশাদ আলী সরদারের স্ত্রী ফজিলা খাতুন (৬০) ও একই উপজেলার লক্ষ্মীখোলা গ্রামের কাশেম গাজীর স্ত্রী আছিয়া খাতুন (৫৫)। আহত ব্যক্তিরা হলেন পাইকগাছা উপজেলার গজালিয়া গ্রামের আসাদ আলী গাজীর ছেলে মিজানুর রহমান (৪৭), মুজিবুর রহমানের স্ত্রী রেশমা খাতুন (৩৯) ও আবদুস সামাদ গাজীর ছেলে হুমায়ন কবীর (৪৮)। তাঁরা সবাই পাইকগাছা থেকে সাতক্ষীরা হয়ে ঢাকায় যাচ্ছিলেন। পবিত্র ওমরা হজ পালন করতে সেখান থেকে সৌদি আরব যাওয়ার কথা ছিল।
প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, খুলনার পাইকগাছা থেকে একটি অটোরিকশায় করে পাঁচজন সাতক্ষীরা আসছিলেন। পথিমধ্যে সাতক্ষীরা-আশাশুনি সড়কের আশাশুনি উপজেলার নোয়াপাড়া গ্রামের ঢালিপাড়া মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি মাছ বহনকারী পিকআপের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আছিয়া খাতুন ও ফজিলা খাতুন ঘটনাস্থলে নিহত হন। অপর তিনজন আহত হন।
আহত হুমায়ন কবীর বলেন, তাঁরা পাঁচজন সাতক্ষীরা হয়ে ঢাকায় যাওয়ার উদ্দেশে আজ সকাল ছয়টার দিকে পাইকগাছা থেকে বের হয়েছিলেন। শনিবার ঢাকা থেকে ওমরা হজ পালনের উদ্দেশে সৌদি আরবে যাওয়ার কথা ছিল।
আশাশুনি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মহিদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, নিহত ব্যক্তিদের সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো প্রস্তুতি চলছে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বজিত কুমার অধিকারী বলেন, অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত তিনজনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। | A head-on collision between a pickup and a battery-run auto-rickshaw in Asashuni of Satkhira has left two dead. Three others were also injured in the accident that took place at Nua Para Dhalir Mor in Budhata Union of the Upazila on Friday morning around 7:45 am. The deceased have been identified as Fazila Khatun (60), wife of Arshad Ali Sardar of Gojaliya village under Paikgachha Upazila of Khulna, and Ashia Khatun (55), wife of Kashem Gazi of Laxmikhola village in the same Upazila. The injured persons are: Mizanur Rahman (47), son of Asad Ali Gazi of Gojaliya village under Paikgachha Upazila, Reshma Khatun (39), wife of Mujibur Rahman, and Humayun Kabir (48), son of Abdus Samad Gazi. They were all travelling from Paikgacha to Dhaka via Satkhira. They were scheduled to travel from there to Saudi Arabia to perform the holy Umrah Hajj. According to eyewitnesses and the police station, five persons were coming from Paikgachha in Khulna to Satkhira in an auto rickshaw. On the way a fish-laden pickup coming from the opposite direction collided head-on with the auto rickshaw at Dhalipada Mor in Noapara village under Asashuni Upazila of Satkhira-Asashuni road. At that time, Ashia Khatun and Fazila Khatun died on the spot. Three others were injured. The injured Humayun Kabir said that the five of them had left Paikgachha around 6 am on Friday morning to go to Dhaka via Satkhira. They were scheduled to leave for Saudi Arabia from Dhaka on Saturday to perform Umrah Hajj. Assistant Sub-Inspector (ASI) of Asashuni Police Station Mahid Hossain, after visiting the spot, said that preparations are underway to send the post-mortem report of the deceased to the morgue of Satkhira Sadar Hospital for autopsy. Officer-in-charge (OC) of Asashuni Police Station Bishwajit Kumar Adhikari said that two people have been killed in a head-on collision between an auto rickshaw and a pickup. The three injured have been sent to Satkhira Medical College Hospital. |
jlnr9udaml#2 | jlnr9udaml | — ক্লাউড সার্ভার কেনার জন্য বরাদ্দ করা হয় ১২ কোটি টাকা।— জনপ্রতি আপ্যায়ন খরচ ধরা হয়েছে ৯৫০ টাকা।— ‘অন্যান্য মনিহারি সামগ্রী’ কেনার খরচ ধরা হয় সোয়া ৯ কোটি টাকা।
সারা দেশে অর্থনৈতিক শুমারি হবে। এ জন্য ৫৭৯ কোটি টাকার একটি প্রকল্প গত মঙ্গলবার পাস করা হয়েছে। কিন্তু কিছু খাতে অস্বাভাবিক বরাদ্দ দেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। সে জন্য প্রকল্পটি আবার যাচাই–বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী রোববার পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এই প্রকল্প বাস্তবায়ন করবে। প্রশ্ন উঠেছে এমন কিছু বরাদ্দের উদাহরণ দেওয়া যাক। যেমন ৪০টি কম্পিউটার ও আনুষাঙ্গিক সামগ্রী কেনার ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ৪৬ লাখ ৫৫ হাজার টাকা। এর মধ্যে শুধু তথ্য–উপাত্ত নিরাপদ রাখার একটি সার্ভার (ক্লাউড সেবা) কিনতেই লাগবে ১২ কোটি টাকা। বাকি টাকায় কম্পিউটার ও ল্যাপটপ কেনা হবে।
এ ছাড়া সফটওয়্যার কেনার খরচ ধরা হয়েছে প্রায় ২২ কোটি টাকা। তথ্য সংরক্ষণের খরচ ছয় কোটি টাকা। আর দুই বছরের এই প্রকল্পে কম্পিউটার ও সফটওয়্যার রক্ষণাবেক্ষণে বরাদ্দ রাখা হয়েছে ৩০ লাখ টাকা।
অন্যদিকে মোবাইল ফোন রিচার্জ ও এসএমএস পাঠানো বাবদ পৌনে চার কোটি টাকা খরচ হবে। অর্থনৈতিক শুমারির জন্য নাকি চার কোটি এসএমএস পাঠানো হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সূত্রে জানা গেছে, এই প্রকল্পের আওতায় চার কোটি পরিবারকে খুদে বার্তা পাঠানো হবে। প্রতিটি খুদে বার্তার খরচ ধরা হয়েছে ২০ পয়সা। এ ছাড়া মাঠপর্যায়ের কর্মীদের মোবাইল ফোনে সব মিলিয়ে তিন কোটি টাকার সমপরিমাণ রিচার্জ করা হবে। অর্থনৈতিক শুমারিসংক্রান্ত বিভিন্ন তথ্য আদান-প্রদান ও প্রচার করতে এই খাতে সব মিলিয়ে বরাদ্দ করা হয়েছে ৩ কোটি ৭৯ লাখ টাকা।
এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘একনেক সভায় পাস হওয়ার পরও এই কম্পিউটার কেনাসহ কিছু খাতের বরাদ্দ নিয়ে প্রশ্ন উঠেছে। আগামী রোববার পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক, পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বসব।’
এম এ মান্নান আরও বলেন, ‘প্রকল্প প্রস্তাব নানা ধাপ পেরিয়ে চূড়ান্ত হয়। একনেকে (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) উত্থাপনের আগে একদম শেষ পর্যায়ে আমার কাছে আসে। তখন এত বিস্তারিত দেখার সুযোগ থাকে না।’
প্রকল্পটির মোট খরচ ৫৭৯ কোটি টাকা। মেয়াদ ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুন মাস পর্যন্ত। এই প্রকল্প আড়াই বছরে শেষ করতে হবে। এই প্রকল্পের জরিপ কার্যক্রমের জন্য বরাদ্দ করা হয়েছে ৩৯২ কোটি টাকা।
নথিপত্র ঘেঁটে দেখা গেছে, এই প্রকল্প চলার সময় ১ হাজার ৪৪১ জন হিসাব করে আপ্যায়ন খরচ ধরা হয়েছে ১ কোটি ৩৭ লাখ ২৩ হাজার টাকা। জনপ্রতি আপ্যায়ন খরচ হবে ৯৫০ টাকা। এই খরচ সারা দেশের জন্য প্রযোজ্য। যদিও রাজধানীর মোটামুটি মানের রেস্তোরাঁয়ও একজন অতিথিকে ভরপেট খাওয়াতে ৪০০-৫০০ টাকার মধ্যেই হয়ে যায়।
বই, সাময়িকী, প্রচারপত্র, অডিও-ভিডিও চিত্র, মুদ্রণ ও বাধাই, স্টেশনারি সামগ্রী এসব কিনতে আলাদা বরাদ্দ রাখা হলেও আবার মনিহারি সামগ্রী কেনার নামেও বিপুল অর্থ বরাদ্দ রাখা হয়েছে। সেখানে বরাদ্দের পরিমাণ ৯ কোটি ২৫ লাখ টাকা। কিন্তু কী ধরনের জিনিসপত্র কেনা হবে, তা প্রকল্প দলিলে উল্লেখ নেই।
প্রকল্প বাস্তবায়ন করতে পরামর্শক লাগে। এই প্রকল্পে চারজন পরামর্শকের এক বছরের সম্মানী ধরা হয়েছে ১ কোটি ২০ লাখ টাকা। প্রতি মাসে তাঁদের আড়াই লাখ টাকা সম্মানী দেওয়া হবে। এ ছাড়া ১০৭টি সভা-সেমিনার করে প্রকল্পের নানা দিক তুলে ধরা হবে। এ জন্য খরচ ধরা হয় ১ কোটি ৬৭ লাখ টাকা। প্রচার ও বিজ্ঞাপনে খরচ হবে প্রায় ৬ কোটি টাকা।
যোগাযোগ করা হলে এই প্রকল্পের সঙ্গে যুক্ত বিবিএসের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখেই বিভিন্ন খাতে বরাদ্দ ঠিক করা হয়েছে। বাড়তি বরাদ্দ রাখা হয়নি।’ | — 120 million Taka allocated to purchase the cloud server.— 950 Taka per head estimated as refreshment cost.— ‘Various monetary goods’ purchase cost estimated at Taka 90 million.
Bangladesh will see an economic census. For this purpose, a project worth Taka 5.79 billion was passed on Tuesday. However, questions have been raised regarding the abnormal fund allocation in some sectors. For that reason, the project authority has taken the initiative to review the project. The Planning Minister M. A. Mannan will hold a meeting with the officials concerned on this coming Sunday.
Bangladesh Bureau of Statistics (BBS) will execute this project. Let us give some examples where the fund allocation is questionable. For instance, the cost for 40 computers and accessories has been shown as Tk 120.4655 million. Of this, the purchase of a single data storage server (cloud service) will cost Taka 120 million. The rest of the money will be used to purchase computers and laptops.
Apart from that, software purchase cost has been estimated at about Taka 220 million. The data storing cost has been estimated at Taka 60 million. Tk 0.3 million has been allocated for the maintenance of computers and software for the two-year project.
On the other hand, the cost of recharging mobile phones and sending SMS will be Taka 40 million. Supposedly, four crore SMS will be sent for the economic census. Sources from Bangladesh Bureau of Statistics (BBS) has informed that under the project, four crore families will be sent SMS. The cost of each SMS has been estimated at 20 paisa. Apart from this, the mobile phones of the field-level workers will be recharged worth Taka 30 million. A total of Taka 3.79 million has been allocated in this sector to exchange and promote various information regarding the economic census.
In this regard, Planning Minister M. A. Mannan told Prothom Alo on Thursday evening, ‘Even after the project has been passed in the ECNEC meeting, there have been questions raised regarding the allocation in some sectors, including buying computers. I will have a meeting with the secretary of the Ministry of Statistics and Information Management, the director general of Bangladesh Bureau of Statistics (BBS), members of the industry and energy department of the Planning Commission and other related officials concerned on Sunday.’
M. A. Mannan further said, ‘The project proposal has been finalized in different stages. Before presenting it to the ECNEC (Executive Committee of the National Economic Council), it comes to me during the final stage. At that moment, I do not get the opportunity to go into such details.’
The total cost of the project is Tk 5.79 billion. The project starts from January 2023 and will last till June 2025. This project must be finished within two and a half years. Tk 3.92 billion has been allocated for the survey of this project.
Upon reviewing the project documents, it was seen that the cost for refreshments has been estimated at Taka 13.723 million during the project, considering 1,441 people. Per-head refreshment cost will be Taka 950. This cost is applicable for the entire country. Whereas, a guest can be fed in a moderate quality restaurant of the capital within Tk 400-500.
Even though there is a separate allocation for purchasing books, journals, leaflets, audio-video pictures, printing and binding, stationery items etc., a massive allocation of funds has been made under the name of purchasing monetary goods. There, the allocation amount is Tk 90.25 million. However, the project documents do not mention what kind of items will be purchased.
Consultants are required to implement the project. The honorarium for four consultants for one year for this project has been estimated at Tk 12 million. They will be given an honorarium of two and a half lakh Taka each month. Besides, various aspects of the project will be highlighted through 107 meetings and seminars. Tk 16.7 million has been earmarked for that. About Tk 60 million will be spent on publicity and advertisement.
When contacted, an official of BBS associated with this project, on condition of anonymity, told Prothom Alo, ‘The allocations in different sectors have been estimated in line with the market prices. The additional allocation has not been provided.’ |
nj621b30tl#1 | nj621b30tl | বিএনপিকে মাইকিং করা থেকে বিরত থাকতে বলেছে পুলিশ | Police told BNP to refrain from using loudspeakers |
nbb33v98hj#2 | nbb33v98hj | আফগানিস্তানের বিপক্ষে দারুণ এক জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ দল।৯২ বল হাতে রেখে ৬ উইকেটের জয়েরপরও একটু দুশ্চিন্তা থেকেই যাচ্ছে সাকিব আল হাসান–চন্ডিকা হাথুরুসিংহে–রঙ্গনা হেরাথদের। সেই দুশ্চিন্তা ব্যাটিং নিয়ে। আরও স্পষ্ট করে বললে বাংলাদেশের ব্যাটিং–দুশ্চিন্তাটা মূলত ওপেনিংয়ে।
অনেক দিন ধরেই ব্যাট হাতে ছন্দে নেই ওপেনার লিটন দাস। সর্বশেষ খেলা ১০ ইনিংসে লিটন রান রান করেছেন যথাক্রমে ২১, ৩৫, ২৬, ১৩, ৫৩*, ১৬, ১৫, ০, ৬ ও ১৩। বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে ৬১ রানের ইনিংস খেললেও আফগানিস্তানের বিপক্ষে তিনি করেছেন মাত্র ১৩ রান।
শুধু লিটনই নন, আফগানিস্তানের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন আরেক ওপেনার তানজিদ হাসানও। তানজিদ দুটি প্রস্তুতি ম্যাচেই ভালো ব্যাটিং করেছেন। শ্রীলঙ্কার বিপক্ষে ৮৪ রানের পর ইংল্যান্ডের বিপক্ষে করেছেন ৪৫। কিন্তু আফগানিস্তানের বিপক্ষে মাত্র ৫ রানই করতে পারেন তিনি।
ওপেনাররা ব্যর্থ হলেও আফগানিস্তানের বিপক্ষে এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টপ অর্ডার দুই ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজ (৭৩ বলে ৫৭) ও নাজমুল হোসেনের (৮৩ বলে ৫৯*) ফিফটিতে সহজ জয় পেয়েছে বাংলাদেশ।
তাই বলে ইংল্যান্ড ম্যাচের আগে দুশ্চিন্তা কমছে না। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আজ বাংলাদেশের স্পিন–বোলিং কোচ হেরাথকে ওপেনিং–সমস্যা নিয়ে প্রশ্নও করা হয়েছিল। সেখানে অবশ্য আশার বাণীই শোনালেন হেরাথ, ‘আমি বুঝতে পারছি, আপনারা কী বোঝাতে চাইছেন, লিটন দাস... সবারই এ রকম বাজে সময় যেতে পারে।’
হেরাথ অবশ্য এরপরই বলেছেন আশার কথাটা, ‘আসল বিষয়টা হচ্ছে, আপনি কতটা ভালোভাবে ঘুরে দাঁড়ালেন। আমি নিশ্চিত যে লিটন খুব ভালোভাবে ঘুরে দাঁড়াবে। ব্যাটিংয়ে আমাদের ভালো জুটি দরকার। এটাই আমাদের প্রধান লক্ষ্য। তাই, ভালো জুটি গড়তে হবে এবং এটা করার পর আমাদের বড় স্কোর করতে হবে।’ | The Bangladesh team started the World Cup with a fantastic victory against Afghanistan. Despite winning by 6 wickets with 92 balls in hand, head coach Shakib Al Hasan, coach Chandika Hathurusingha, and analyst Rangana Herath, still have some concerns. These concerns revolve around the batting performance, more precisely, Bangladesh's main concern is its opening pair. Opener Liton Das has not been in good batting rhythm for quite some time. In his last 10 innings, Liton has scored 21, 35, 26, 13, 53*, 16, 15, 0, 6 and 13 runs respectively. In the first practice match against Sri Lanka, before the World Cup, he scored 61 runs. In the match against Afghanistan, he managed only 13 runs. Apart from Liton, another opener, Tanjid Hasan, also failed to deliver with the bat against Afghanistan. Tanjid performed well in the two practice matches. He scored 84 against Sri Lanka and 45 against England. However, he could only manage 5 runs against Afghanistan. Nevertheless, despite the failures of the openers, Bangladesh secured a comfortable victory in their first match of this World Cup against Afghanistan, thanks to fifties from the top-order batsmen, Mehidy Hasan Miraz (57 off 73 balls) and Najmul Hossain (59* off 83 balls). However, the concerns are not fading ahead of the match against England. In a pre-match press conference today, Bangladesh's spin bowling coach Herath was asked about the opening problems. Herath, however, had some words of hope. He said, "I can understand what you are trying to say about Liton Das... Anyone can go through such a lean patch." But Herath quickly added, "What matters is how you come out of it. I am confident that Liton will come out of it very positively. We need good partnerships at the top. That is our first aim. So, we need to build good partnerships and then we need to get big scores." |
ovo0oeutwx#4 | ovo0oeutwx | একজন মহিলা ৪৪০ টাকায় কেনা কাচের ফুলদানি ১ কোটি ১৭ লাখ টাকায় বিক্রি করলেন। গুডউইল শোরুম থেকে কেনা ফুলদানিটির তলায় 'মুরানো' এবং 'ইতালিয়া' শব্দ দেখে তিনি বুঝতে পারেন এটি একটি বিশেষ শিল্পকর্ম। পরে অনুসন্ধান করে জানা যায়, এটি ভেনিসের বিখ্যাত গ্লাসের কোম্পানি ভেনিনির তৈরি এবং নকশা করেছিলেন স্থপতি কার্লো স্কারপা। একজন ইউরোপীয় নাগরিক ফুলদানিটি নিলামে কেনেন, যা এটির বিরলতার প্রমাণ। | A woman sold a glass vase, which she had bought for 440 taka, for 1 crore 17 lakh taka. After seeing the words 'Murano' and 'Italia' on the bottom of the vase, which she had bought from the Goodwill showroom, she realized that it was a special piece of art. Later, through research, it was found out that it was created and designed by Venini, the famous glass company of Venice, and the architect Carlo Scarpa. A European citizen bought the vase at an auction, which is proof of its rarity. |
errne5zknn#4 | errne5zknn | **New look in Bangla movies...**
In the movie 'Antorjal', Siam Ahmed and Sunerah Binte Kamal had to shoot a song while being unprepared. Its natural look has been praised by the audience. After the release of the movie's song teaser, Siam Ahmed has received a response from the audience. The thriller movie 'Antorjal', based on various incidents in the cyber world, was supposed to be released on Eid, but there is news that it will not be released on social media. However, actress Sunerah Binte Kamal has denied this news and said that the movie will be released. | **বাংলা সিনেমায় নতুন লুক...**
'অন্তর্জাল' সিনেমায় সিয়াম আহমেদ ও সুনেরাহ বিনতে কামালের অভিনয়শিল্পীদের অপ্রস্তুত থাকা অবস্থায় একটি গানের শুটিং করতে হয়েছিল। স্বাভাবিক লুকের হওয়ায় দর্শকদের কাছ থেকে এটি প্রশংসা পেয়েছে। সিনেমার গানের ট্রিজার মুক্তির পর দর্শকদের কাছ থেকে সাড়া পেয়েছেন সিয়াম আহমেদ। সাইবার দুনিয়ার নানান ঘটনা নিয়ে থ্রিলার সিনেমা 'অন্তর্জাল' ঈদে মুক্তির কথা থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে মুক্তি না পাওয়ার খবর শোনা যাচ্ছে। তবে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল এই খবর অস্বীকার করেছেন এবং সিনেমাটি মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন। |
4xaa5kf58h#1 | 4xaa5kf58h | Establishment of Democracy Is Not Possible Due to Two Big Parties: Zaker Party Chairman | দুটি বড় দলের কারণে গণতন্ত্র প্রতিষ্ঠা পায়নি: জাকের পার্টির চেয়ারম্যান |
8bqic2p3me#3 | 8bqic2p3me | কলকাতার বিখ্যাত সংগীতশিল্পী অনুপম রায় আজ ঢাকায় 'ম্যাজিক্যাল নাইট' কনসার্টে গাইবেন। আইসিসিবিতে আয়োজিত এ কনসার্টে অনুপমের সঙ্গে হাতিরপুল সেশনস, মেঘদল ও তালপাতার সেপাই ব্যান্ডও অংশ নেবে। অনুপম বাংলাদেশের শ্রোতাদের সামনে তার আলোচিত গানগুলি গাওয়ার পরিকল্পনা রয়েছে। এটি অনুপমের এ বছর বাংলাদেশে দ্বিতীয় কনসার্ট, এর আগে তিনি নারায়ণগঞ্জ ক্লাবে গান পরিবেশন করেছিলেন। 'অটোগ্রাফ' চলচ্চিত্রের গান দিয়ে জনপ্রিয়তা পাওয়া অনুপম 'তুমি যাকে ভালোবাসো' গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও ভূষিত হয়েছেন। | Anupam Roy, a renowned musician from Kolkata is all set to perform in Dhaka today at a concert titled 'Magical Night'. The concert organized at the ICCB will also feature bands like Haterpool Sessions, Meghdal, and Talpattar Sepai with Anupam. Anupam plans to perform his popular songs in front of the Bangladeshi audience. This is Anupam's second concert in Bangladesh this year, his previous performance was at the Narayanganj Club. Anupam gained popularity for his songs in the film 'Autograph' and also won the National Film Award for his song 'Tumi Jake Bhalobaso'. |
ntdionc826#4 | ntdionc826 | কুষ্টিয়ায় বিয়ের আগে এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে ছাত্রলীগ নেতা আদিপুজ্জামান সংগ্রামকে দায়ী করা হয়েছে। দীর্ঘদিন ধরে কলেজছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন সংগ্রাম। গতকাল হরিনারায়ণপুর বাজার থেকে ফিরছিলেন ছাত্রীর যখন তাকে ইজিবাইকে তুলে নিয়ে যাওয়া হয়। ছাত্রীর ভাই ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়েছেন যে তার বোনের সঙ্গে সংগ্রামের কোনো প্রেমের সম্পর্ক ছিল না। ছাত্রলীগের সাধারণ সম্পাদক জানিয়েছেন এ ঘটনায় সংগ্রামের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ অভিযোগটি গুরুত্ব দিয়ে দেখছে এবং ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে। | In Kushtia, a Chhatra League leader, Adipuzzaman Sangram, has been accused of abducting a female college student before her marriage. Sangram had been proposing love to the female student for a long time. Yesterday, the female student was returning from Harinarayanpur Bazaar when she was picked up by an easy-bike. The student's brother informed the officer-in-charge that his sister did not have any love affair with Sangram. The general secretary of the Chhatra League said that organizational action will be taken against Sangram for this incident. The police are taking the accusation seriously and are trying to rescue the student. |
s6dc7kzqm5#1 | s6dc7kzqm5 | তলানিতে চীনের শেয়ারবাজার, চাঙা করতে একগুচ্ছ প্যাকেজ ঘোষণা | Chinese stock market hits rock bottom, a bunch of packages declared to revive |
4a4w22dzyk#1 | 4a4w22dzyk | জার্মানিতে ‘মদ্যপ’ সান্তা ক্লজের কাণ্ড | Incidents of ‘Drunk’ Santa Claus in Germany |
rjqdsts8ak#1 | rjqdsts8ak | Maxwell, standing on one leg, surpassing everyone | ম্যাক্সওয়েল এক পায়ে দাঁড়িয়ে, সবাইকে ছাড়িয়ে |
x4dfxbil9y#3 | x4dfxbil9y | Continuing the trend of the Corona period, this Eid, the online market has also become crowded. To avoid the crowds, many people are shopping online while sitting at home in Sylhet and Rajshahi. For this, the online business of various items is gaining popularity day by day. In Sylhet, nearly five hundred entrepreneurs are selling everything from clothes, shoes, cosmetics, electronics, medicines, to daily necessities online. Online shopping has also become popular in Rajshahi. The city's 'Khancha' establishment sells saris online, selling four to five hundred saris daily. | করোনাকালের অভ্যাসের ধারাবাহিকতায় এবারের ঈদে অনলাইনেও জমে উঠেছে ভিড়। ভিড় এড়িয়ে সিলেট ও রাজশাহীতে অনেকেই ঘরে বসে অনলাইনে কেনাকাটা সারছেন। এজন্য অনলাইনে বিভিন্ন সামগ্রীর ব্যবসাও দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে। সিলেটে প্রায় পাঁচ শতাধিক উদ্যোক্তা অনলাইনে কাপড়, জুতা, প্রসাধন, ইলেকট্রনিক্স, ওষুধ থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সব পণ্য বিক্রি করছেন। রাজশাহীতেও অনলাইনে কেনাকাটা জনপ্রিয় হয়ে উঠেছে। নগরের ‘খাঁচা’ প্রতিষ্ঠান অনলাইনে শাড়ি বিক্রি করে প্রতিদিন চার থেকে পাঁচশোটি শাড়ি বিক্রি করছে। |
028ymemoim#3 | 028ymemoim | For the Independence Day, TV channels will present special arrangements. Bangladesh Television will broadcast play "Chandeler Khacha" , and ATN Bangla will broadcast documentary "Bodhobhumir Pothey". Channel i will broadcast discussion show "Tritiyo Matra", World Premiere "Dushahakhi Khokar", and play "Andhare Abha". Natok "Jog-Biog" will be broadcast on Ntv, "Osamopto" on RTV, and "Jekhane Shimanto Tomar" on Maasranga Television. During Television will show dance show "Priyo Bangladesh" in the morning and also two movies "Meghnar 71" and "Amar Bondhu Rashed". | স্বাধীনতা দিবসের উপলক্ষে টেলিভিশন চ্যানেলসমূহ বিশেষ আয়োজন উপস্থাপন করবে। বাংলাদেশ টেলিভিশনে নাটক 'চাঁদের খাঁচা' এবং এটিএন বাংলায় প্রামাণ্য অনুষ্ঠান 'বধ্যভূমির পথে' প্রচারিত হবে। চ্যানেল আইয়ে 'তৃতীয় মাত্রা' আলোচনা অনুষ্ঠান, ওয়ার্ল্ড প্রিমিয়ার 'দুঃসাহসী খোকার' এবং নাটক 'আঁধারে আভা' দেখা যাবে। এনটিভিতে 'যোগ-বিয়োগ' নাটক, আরটিভিতে 'অসমাপ্ত' নাটক এবং মাছরাঙা টেলিভিশনে 'যেখানে সীমান্ত তোমার' নাটক প্রচারিত হবে। দুরন্ত টেলিভিশনে সকালে 'প্রিয় বাংলাদেশ' নৃত্যানুষ্ঠান এবং দুটি সিনেমা 'মেঘনার ৭১' ও 'আমার বন্ধু রাশেদ'ও দেখানো হবে। |
5rr3cwf9yh#3 | 5rr3cwf9yh | Ahead of the staging of the feminist play 'Chitrāngadā', women's organization Swapnodol conferred 'International Women's Day Honour 2024' upon actress Hridi Haque. Member of Parliament Ferdaus Ahmed handed over the honour. On this occasion, the Swapnodol theatre organization also honoured female artists of previous years. The play 'Chitrāngadā' highlights the tension in male-female relationships and the importance of mutual respect. | নারীমুক্তির কাব্যনাট্য 'চিত্রাঙ্গদার' মঞ্চায়নের আগে স্বপ্নদল অভিনেত্রী হৃদি হককে 'আন্তর্জাতিক নারী দিবস সম্মাননা ২০২৪' প্রদান করে। সম্মাননা তুলে দেন সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। এই উপলক্ষে স্বপ্নদল নাট্যসংগঠন বিগত বছরগুলোতেও নারী শিল্পীদের সম্মাননা করেছে। চিত্রাঙ্গদা কাব্যনাট্যের মাধ্যমে নর-নারীর সম্পর্কের টানাপোড়েন ও পারস্পরিক সম্মানের গুরুত্ব তুলে ধরা হয়। |
2uj5sjrhmn#1 | 2uj5sjrhmn | Mumbai Indians gave the captaincy to Pandya by removing Rohit | রোহিতকে সরিয়ে পান্ডিয়াকে অধিনায়কত্ব দিল মুম্বাই |
eaiqx8tg9b#2 | eaiqx8tg9b | Security and privacy have great importance in online communications. Currently, Signal, WhatsApp, and Telegram are the top apps used for secure voice and text messaging. All three apps possess powerful end-to-end encryption. There is also very little difference in privacy and security features between these three apps. So which of the three apps is the best? Elon Musk, the new Twitter owner and CEO, has ranked Signal as number one. Now let's see what security and privacy features are available and not available in these three apps.
1. Signal:
1. Does not store any user information other than phone numbers.
2. Ad-free and available for free. The app is developed by the non-profit Signal Foundation.
3. Fully open source, meaning its programming codes or source codes are open.
4. Uses the Signal Protocol for encryption. That is, it uses a single cryptographic protocol to exchange messages using end-to-end encryption technology.
In Signal, messages, images, audio and video of any person or group can be sent through encryption. Even though it does not collect any information from its users, the app does verify phone numbers. As a result, other users also get to know phone numbers. Apart from encryption, the app has several other features, one of which is the app's screen lock feature. As a result, no one else can use the app without the user's permission. The app also allows messages to be automatically deleted at a specified time and contains tools to blur faces in photos. Therefore, well-known newspapers like The Guardian, The Washington Post, The New York Times, and the Wall Street Journal advise their journalists to use the Signal app for secure communication.
1. Telegram:
1. Stores user name, phone number, contacts, and ID.
2. Free of charge.
3. Partially open source.
4. Uses the MTProto mobile protocol for encryption.
Despite being in the middle of the privacy scale, the Telegram app is very popular because it allows users to connect with each other like on social media. Although end-to-end encryption can be enabled in the Telegram app, it has to be enabled from settings. The most notable aspect of Telegram is that it does not store user information like WhatsApp. On the downside, it lacks encryption in group calls. As a result, information shared in groups is not very secure. Telegram also stores users' IP (Internet Protocol) addresses, placing it behind Signal in terms of privacy. In March 2020, hackers stole the IDs and phone numbers of 42 million Telegram users in a cyber attack. In 2019, the app also faced some technical issues.
1. WhatsApp:
1. WhatsApp collects the type of ads users see along with device ID. WhatsApp also collects phone numbers, contact addresses, contacts, purchase history, financial transaction information, and user location.
2. The app, owned by Meta, is free to use.
3. Nothing except the encryption method is open source.
4. Uses the Signal Protocol for encryption.
In terms of security, WhatsApp exchanges information using encryption methods. As a result, it is also possible to send photos, videos, and voice messages securely. Due to its ease of use, WhatsApp has a much larger user base. WhatsApp follows the same encryption method like Signal does, when it comes to security. Along with Signal, The Guardian, The Washington Post, and The New York Times have also advised their journalists to use WhatsApp.
However, there are questions over whether the information shared on the app is secure enough. It is because cybercriminals hacked Amazon founder Jeff Bezos' phone in 2020 through a WhatsApp video file. The list of information that the app stores also explains the level of privacy protection it provides.
Source: Senate | অনলাইনে যোগাযোগে নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। নিরাপদে কথা ও লিখিত বার্তা আদান–প্রদানের ক্ষেত্রে বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে সিগন্যাল, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম অ্যাপ। তিনটি অ্যাপেই রয়েছে শক্তিশালী এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা। গোপনীয়তা ও নিরাপত্তার দিক থেকে এই তিন অ্যাপের মধ্যে পার্থক্যও খুব বেশি না। অ্যাপ তিনটির মধ্যে কোনটি সেরা? টুইটারের নতুন মালিক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক সিগনালকেই রেখেছে এক নম্বরে। এবার দেখা যাক তিনটি অ্যাপের কোনটায় নিরাপত্তা ও গোপনীয়তার জন্য কী আছে কী নেই।
১. ফোন নম্বর ছাড়া ব্যবহারকারীর আর কোনো তথ্য সংরক্ষণ করে না।২. বিজ্ঞাপনমুক্ত, বিনা মূল্যে ব্যবহার করা যায়। অ্যাপটির নির্মাতা অলাভজনক সিগন্যাল ফাউন্ডেশন।৩. সম্পূর্ণ ওপেন সোর্স, অর্থাৎ এর প্রোগ্রামিং সংকেত বা সোর্সকোড উন্মুক্ত।৪. এনক্রিপশনে সিগন্যাল প্রোটোকল ব্যবহার করে। অর্থাৎ একক ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকল ব্যবহার করে এন্ড-টু-এন্ড এনক্রিপশন প্রযুক্তিতে বার্তা আদান-প্রদান করে।
সিগন্যালে যেকোনো ব্যক্তি বা গ্রুপের বার্তা, ছবি, অডিও–ভিডিও এনক্রিপশন করে পাঠানো হয়। ব্যবহারকারীদের কোনো তথ্য সংগ্রহ না করলেও ফোন নম্বর যাচাই করে অ্যাপটি। ফলে অন্য ব্যবহারকারীদেরও ফোন নম্বর জানা যায়। এনক্রিপশন ছাড়াও অ্যাপটিতে আরও বেশ কিছু সুবিধা রয়েছে, যার মধ্যে অ্যাপটির পর্দা লক সুবিধা অন্যতম। ফলে ব্যবহারকারীর অনুমতি ছাড়া অন্য কেউ অ্যাপটি ব্যবহার করতে পারে না। নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে পাঠানো বার্তা মুছে ফেলার পাশাপাশি ছবিতে থাকা চেহারাও ঝাপসা করার টুল রয়েছে অ্যাপটিতে। আর তাই দ্য গার্ডিয়ান, দ্য ওয়াশিংটন পোস্ট, দ্য নিউইয়র্ক টাইমস এবং ওয়াল স্ট্রিট জার্নালের মতো বিখ্যাত পত্রিকাগুলোও নিজেদের সংবাদকর্মীদের নিরাপদে যোগাযোগের জন্য সিগন্যাল অ্যাপ ব্যবহার করতে পরামর্শ দিয়েছে।
১. ব্যবহারকারীর নাম, ফোন নম্বর, ফোনে থাকা নম্বর ও আইডি সংরক্ষণ করে।২. বিনা মূল্যে ব্যবহার করা যায়।৩. আংশিক ওপেন সোর্স।৪. এনক্রিপশনে এমটিপ্রোটো মোবাইল প্রোটোকল ব্যবহার করে।
গোপনীয়তার মাপকাঠিতে মাঝামাঝি অবস্থানে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমের মতো একে অপরের সঙ্গে যোগযোগের সুযোগ বেশি থাকায় টেলিগ্রাম অ্যাপটি খুবই জনপ্রিয়। টেলিগ্রাম অ্যাপে এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে বার্তা পাঠানো গেলেও সেটি সেটিংস থেকে চালু করতে হয়। টেলিগ্রামের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে এটি হোয়াটসঅ্যাপের মতো ব্যবহারকারীর তথ্য সংরক্ষণ করে না। মন্দ দিকও আছে, গ্রুপ কলে এনক্রিপশন সুবিধা নেই। ফলে গ্রুপে আদান-প্রদান করা তথ্য খুব বেশি নিরাপদ নয়। ব্যবহারকারীদের আইপি (ইন্টারনেট প্রোটোকল) ঠিকানা সংরক্ষণ করায় গোপনীয়তার ক্ষেত্রে সিগন্যালের থেকে পেছনে রয়েছে টেলিগ্রাম। ২০২০ সালের মার্চ মাসে সাইবার হামলা চালিয়ে পড়ে ৪ কোটি ২০ লাখ টেলিগ্রাম ব্যবহারকারীর আইডি ও ফোন নম্বর চুরি করেছিল হ্যাকাররা। ২০১৯ সালেও কারিগরি সমস্যায় পড়েছিল অ্যাপটি।
১. যন্ত্রের আইডি সংগ্রহ করার পাশাপাশি ব্যবহারকারীরা কোন ধরনের বিজ্ঞাপন দেখেন, সেই তথ্যও সংগ্রহ করে হোয়াটসঅ্যাপ। কেনাকাটার ইতিহাস, আর্থিক লেনদেনের তথ্য, ব্যবহারকারীর অবস্থানসহ ফোন নম্বর, যোগাযোগের ঠিকানা, ফোনে থাকা নম্বরও সংগ্রহ করে হোয়াটসঅ্যাপ।২. বিনা মূল্যে ব্যবহার করা যায় মেটার মালিকানাধীন অ্যাপটি।৩. এনক্রিপশন পদ্ধতি ছাড়া কোনো কিছু ওপেন সোর্স নয়।৪. এনক্রিপশনে সিগন্যাল প্রোটোকল ব্যবহার করে।
নিরাপত্তার ক্ষেত্রে এনক্রিপশন পদ্ধতিতে তথ্য আদান-প্রদান করে থাকে হোয়াটসঅ্যাপ। ফলে নিরাপদে ছবি, ভিডিও এবং ভয়েস মেসেজও পাঠানো যায়। ব্যবহার পদ্ধতি সহজ হওয়ায় হোয়াটসঅ্যাপের ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি।নিরাপত্তার ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ সিগন্যালের মতোই এনক্রিপশন পদ্ধতি ব্যবহার করে। দ্য গার্ডিয়ান, দ্য ওয়াশিংটন পোস্ট এবং দ্য নিউইয়র্ক টাইমস সিগন্যালের পাশাপাশি নিজেদের সংবাদকর্মীদের হোয়াটসঅ্যাপ ব্যবহারেরও পরামর্শ দিয়েছে।তবে অ্যাপটিতে আদান-প্রদান করা তথ্য যথেষ্ট নিরাপদ কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ, ২০২০ সালে হোয়াটসঅ্যাপের একটি ভিডিও ফাইলের মাধ্যমে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের ফোন হ্যাক করেছিল সাইবার অপরাধীরা।আর তথ্য সংরক্ষণের তালিকাই বলে দেয় অ্যাপটি গোপনীয়তার কতটুকু সুরক্ষা দেয়।সূত্র: সিনেট |
nsapu331nq#4 | nsapu331nq | শাকিব খান নিজের স্ত্রী অপু বিশ্বাসের 'লাল শাড়ি' সিনেমা দেখার আহ্বান জানানোয় ওই তারকা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, “তোমার অবদান আমার সাফল্যের পেছনে মা-বাবার পরেই।” সঙ্গে শাকিব অর্থনৈতিকভাবেও 'লাল শাড়ি'র কাজে সহায়তা করেছেন বলে জানিয়েছেন অপু। তিনি বলেন, "শাকিব খান যদি আমাকে সাপোর্ট না করতেন, তাহলে ছবিটা প্রযোজনায় কাজ শেষ করতে পারতাম না।" | Shakib Khan expressed his gratitude to his wife Apu Biswas for calling out viewers to watch her movie ‘Laal Sharee’. “Your contribution is only second to my parents behind my success,” he said. Meanwhile, Apu said that Shakib also provided financial support for ‘Laal Sharee’. She said, “If Shakib Khan hadn’t supported me, I wouldn’t have been able to complete the production of the movie.” |
d7xbctowoz#3 | d7xbctowoz | An 11-year-old boy named Abdullah was crushed to death in a covered van accident in Mohammadpur, while his father, Abdul Hai was critically injured. The child's body has been sent to the morgue, and the father has been admitted to the National Institute of Cardiovascular Diseases. The accident occurred in front of Mayur Villa while they were returning home after closing their shop. | মোহাম্মদপুরে কাভার্ড ভ্যান চাপায় আবদুল্লাহ নামের ১১ বছরের শিশুর মৃত্যু, তার বাবা আবদুল হাই গুরুতর আহত। শিশুটির মৃতদেহ মর্গে, বাবাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ময়ূর ভিলার সামনে ঘটে এ দুর্ঘটনা। |
45mmuee888#3 | 45mmuee888 | The International Court of Justice will begin hearings today in a genocide case over Israeli attacks in Gaza. The case was filed by South Africa and calls on Israel to end its deadly military offensive against the Palestinians. The case is being backed by the Organization of Islamic Cooperation (OIC), as well as countries such as Turkey, Jordan, Bolivia, Maldives, Namibia, and Pakistan. The United States has dismissed the case as “unwarranted and unfounded.” U.S. Secretary of State Blinken has visited Gaza and the Palestinian territories and met with both the Israeli prime minister and Palestinian Authority officials. | গাজায় ইসরায়েলি হামলা নিয়ে গণহত্যা মামলা আজ থেকে আন্তর্জাতিক বিচার আদালতে শুরু হতে যাচ্ছে। দক্ষিণ আফ্রিকা কর্তৃক দায়ের করা মামলায় ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের উপর নৃশংস সামরিক হামলা বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। ওআইসি, তুরস্ক, জর্ডান, বলিভিয়া, মালদ্বীপ, নামিবিয়া ও পাকিস্তানের মতো দেশগুলি এই মামলাকে সমর্থন করছে। যুক্তরাষ্ট্র মামলাটিকে অযৌক্তিক ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন গাজা ও ফিলিস্তিন সফর করেছেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেছেন। |
ovf3jsef93#4 | ovf3jsef93 | PML-N has claimed that it is contact with the independent winners for the formation of the government. Party leader Ishaq Dar said that the independent winners are contacting the PML-N. As per the constitution, they are bound to join any party with 72 hours. PML-N is not compelling the independent winners to join their party, Dar said. He also claimed that the independent candidates could not contest against the PML-N in Punjab. | পিএমএল-এন সরকার গঠনের জন্য স্বতন্ত্র বিজয়ীদের সঙ্গে যোগাযোগ রাখছে বলে দাবি করেছে। দলের নেতা ইসহাক দার জানিয়েছেন, বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা পিএমএল-এনের সাথে যোগাযোগ করছেন। সংবিধান অনুযায়ী, তাঁদের ৭২ ঘণ্টার মধ্যে কোনো দলের সাথে জোট গঠন করতে হবে। পিএমএল-এন স্বতন্ত্র বিজয়ীদের দলে যোগ দিতে বাধ্য করছে না বলে জানিয়েছে দার। পাঞ্জাবে পিএমএল-এনের সাথে স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি বলেও তিনি দাবি করেছেন। |
1il9suh1na#1 | 1il9suh1na | They do not want to see such Shabnur on screen | এমন শাবনূরকে পর্দায় দেখতে চান না তাঁরা |
7gadwicfxl#2 | 7gadwicfxl | রিকশাচালক সফর আলী (৫২) যেখানেই থাকেন, ইফতারের আগে আগে চলে আসেন সুনামগঞ্জ শহরের কবি মমিনুল মউজদীন সড়কে। সেখানে তাঁর জন্য ইফতারির প্যাকেট তৈরি থাকে। গত তিন বছর রোজার বেশির ভাগ দিন এখানেই ইফতার করেছেন তিনি। এর জন্য কোনো টাকা দিতে হয়নি।
সফর আলী একা নন, তাঁর মতো শ্রমজীবী মানুষদের জন্য প্রতিদিন এখানে ইফতারের আয়োজন থাকে। পুরুষের পাশাপাশি নারী, শিশুরাও ইফতারের জন্য জড়ো হন এখানে। এরপর সারি ধরে ইফতারি নিয়ে ফেরেন তাঁরা। প্রতিদিন ২০০ মানুষের ইফতারের আয়োজন হয় এখানে।
সুনামগঞ্জ পৌর শহরের কয়েকজন তরুণ গত পাঁচ বছর প্রতি রমজানে পুরো মাস দরিদ্র শ্রমজীবী মানুষদের জন্য এই ইফতারের আয়োজন করে আসছেন। এর জন্য নিজেরা যেমন অর্থ দেন, তেমনি তাঁদের এই উদ্যোগে অর্থ দিয়ে পাশে থাকেন দেশে-বিদেশের অনেকে। প্রতিদিন ২০০ জনের ইফতারে ব্যয় হয় ১৫ থেকে ২০ হাজার টাকা। শুধু ইফতার নয়, বন্যা, করোনাসহ নানা সংকটে মানুষের পাশে দাঁড়িয়েছেন এসব তরুণ। গত বছরের আগস্টে বান্দরবানে বন্যাদুর্গত মানুষের জন্য সুনামগঞ্জ থেকে সহায়তা নিয়ে গিয়েছিলেন তাঁরা। একটি সংগঠনও আছে তাঁদের, নাম ‘সোশ্যাল চ্যারিটি ফাউন্ডেশন’। সংগঠনের পুরো কাজের সমন্বয় করেন নাসিম চৌধুরী। বলা যায় তিনিই দলনেতা।
২০১১ সালের কথা। প্রথমে বন্ধুরা মিলে এক ঈদে চিন্তা করেন একবেলা সুবিধাবঞ্চিত ও হতদরিদ্র কিছু মানুষকে খাবার দেবেন। তখন সবাই শিক্ষার্থী। নিজেদের সঞ্চয় ও পরিবারের কাছ থেকে টাকা নিয়ে ওই বছর কিছু মানুষকে একবেলা খাবার দেওয়ার কাজটি করেন তাঁরা। এতে অভিভাবকেরা উৎসাহ দেন। এরপর প্রতিবছর একই কাজ করতে থাকেন। ২০২০ সালে করোনাভাইরাসের কারণে যখন লকডাউন শুরু হয়, তখন মানুষের পাশে থাকতে কী করা যায় ভাবতে শুরু করেন নাসিমরা। শুরু করেন খাবার বিতরণ। নিজেরা রান্না করে একটা নির্ধারিত সময়ে খাবার বিতরণ করতে থাকেন। এই উদ্যোগে অনেকেই তাঁদের সঙ্গে যুক্ত হন। একই বছর থেকেই ইফতারি বিতরণের কাজটিও শুরু করেন তাঁরা। এর পর থেকে প্রতিবছর ইফতারি বিতরণ করছেন। শুরুতে নিজেরা রান্না করতেন। এখন পরিসর বড় হওয়ায় একজন বাবুর্চি আছেন। তবে রান্নার পর বাকি কাজ তাঁরা নিজেরাই করেন।বিকেল থেকে ভিড়
ইফতারের ঘণ্টাখানেক আগে থেকেই কবি মমিনুল মউজদীন সড়কে মানুষ জড়ে হতে থাকেন। এর মধ্যে শ্রমজীবীরা বেশি আসেন। আসেন আশপাশের এলাকার দরিদ্র পরিবারের নারীরা। শিশুরাও জড়ো হয় ইফতারি নিতে। সংগঠনের সদস্যরা সবাইকে সারি করে দাঁড় করান। একপাশে রাখা হয় শিশুদের। পরে সবার হাতে ইফতারির প্যাকেট তুলে দেওয়া হয়।
গত বৃহস্পতিবার বিকেলে সেখানে গিয়ে দেখা যায়, ইফতারির জন্য সারি ধরে অপেক্ষায় আছেন লোকজন। সংগঠনের সদস্যরা ইফতারির প্যাকেট নিয়ে এসে তাঁদের হাতে তুলে দিচ্ছেন। শহরের হাছননগর এলাকার শ্রমিক দিলরব আলী (৪৫) বলেন, ‘আমি সময় পাইলেই ইকান থাকি ইফতারি নিই। এখন আমার লগের আরও অনেকে আয়। ভালা ইফতারি দেয় তারা।’ সুলতানপুরের বাসিন্দা খুদেজা বেগম (৫০) বলেন, তাঁর ছেলে রিকশা মেরামতের কাজ করত। দুর্ঘটনায় পা ভেঙে যাওয়ার পর এখন বাড়িতে থাকেন। সে জন্য এখান থেকে ইফতারি নিতে এসেছেন তিনি।বড়দের সঙ্গে আসা দুই শিশু জানায়, তাদের বাবা ভাঙারির ব্যবসা করেন। দুই ভাই-বোন এখান থেকে প্রতিদিন ইফতারি নিয়ে যায়। এখানে যে ইফতারির প্যাকেট দেওয়া হয়, তাতে পোলাও, ডিম, খেজুর, পেঁয়াজু, ছোলা দেওয়া হয়।
ইফতারি নিতে আসা লোকদের শৃঙ্খলা বজায় রাখার জন্য হাতমাইক নিয়ে অনুরোধ করছিলেন নাসিম চৌধুরী। অন্যদিকে ইফতারি বিতরণে কাজটি করছিলেন সংগঠনের অন্যরা। নাসিম চৌধুরী জানালেন, কয়েকজন বন্ধু মিলেই মানুষের পাশে থাকার এই উদ্যোগ নিয়েছিলেন তাঁরা। তখন সবাই শিক্ষার্থী ছিলেন। এখন কেউ ব্যবসা, কেউ চাকরি, কেউবা আছেন প্রবাসে। তাঁদের মধ্যে মাহফুজুর রহমান, আদিব সারজিন, সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম, আকমল হোসেন আছেন। তাঁদের কার্যক্রমে শিক্ষার্থী ইফতেখার সাজ্জাদ, মাহফুজ সিয়াম, মাহবুব হাসানসহ আরও কয়েকজন সহযোগিতা করেন।
নাসিম চৌধুরী বলেন, ‘আমরা নিজেরাই অর্থ দিয়ে প্রথমে শুরু করেছিলাম। এখন দেশে-বিদেশের অনেকেই সহযোগিতা করছেন। অনেকে উৎসাহ দেন। এটি এমন বড় কোনো কাজ নয়, তবু আমরা একধরনের তৃপ্তি পাই।’
সচেতন নাগরিক কমিটির (সনাক) সুনামগঞ্জের সদস্য ও আইনজীবী আইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কয়েক বছর থেকে দেখছি এই তরুণেরা উদ্যোগ নিয়ে শহরের হতদরিদ্র মানুষজনের জন্য ইফতারির ব্যবস্থা করছেন। তাঁদের মানবিক কাজগুলো দেখে খুব ভালো লাগে। এটি অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ।’ | Rickshaw puller Safar Ali, 52, comes to Kabi Mamunul Moziddin Road in Sunamganj city before Iftar time, regardless of where he is. There, he finds packets of Iftar ready for him. He has been breaking his fast here for most of the days during the past three years of Ramadan. He does not have to pay any money for it.
Safar Ali is not alone; every day, Iftar is arranged here for working-class people like him. Along with men, women and children also gather here for Iftar. Then, they return to their homes with Iftar packets. Every day, Iftar is arranged for 200 people here.
For the last five years, some young men in Sunamganj municipal town have been arranging this Iftar for poor working-class people every day throughout the month of Ramadan. They not only contribute their own money, but also receive support from many people in the country and abroad. It costs Tk 15,000 to Tk 20,000 to provide Iftar for 200 people every day. These young men have not only provided Iftar, but have also stood by people in various crises, including floods and Covid-19. Last August, they took aid to flood-affected people in Bandarban from Sunamganj. They also have an organization called 'Social Charity Foundation'. Nasim Chowdhury coordinates all the activities of the organization. He can be called the leader of the group.
The year was 2011. Initially, the friends thought of feeding some underprivileged and extremely poor people on one Eid day. At that time, everyone was a student. With their own savings and money from their families, they fed some people that year. They were inspired by their parents. After that, they continued to do the same thing every year. In 2020, when the lockdown started due to the coronavirus, Nasim and his friends started thinking about what could be done to help the people. They started distributing food. They cooked food themselves and started distributing it at a specific time every day. Many people joined their initiative. That same year, they also started distributing Iftar. Since then, they have been distributing Iftar every year. Initially, they cooked the food themselves. Now that the scale has expanded, they have a cook. However, they do the rest of the work themselves.
Crowds from the afternoon
About an hour before Iftar, people start gathering on Kabi Mamunul Moziddin Road. Most of them are working-class people. Women from poor families in the surrounding areas also come. Children also gather to collect Iftar. The members of the organization ask everyone to stand in a line. Children are kept on one side. Later, packets of Iftar are handed over to everyone.
Last Thursday afternoon, when we went there, we saw people waiting in line for Iftar. The members of the organization were handing them packets of Iftar. Dilruba Ali, 45, a worker from Hashnabad area of the city, said, 'I take Iftar whenever I get the time. Now many others from my area also come. They provide good Iftar.' Khadeja Begum, 50, a resident of Sultanpur, said that her son used to work as a rickshaw mechanic. After he broke his leg in an accident, he now stays at home. That is why she came to collect Iftar from here. Two children who came with the adults said that their father worked as a scrap dealer. The two siblings take Iftar from here every day. The Iftar packets that they provide contain polau, eggs, dates, onions and chickpeas.
Nasim Chowdhury was using a megaphone to ask people to maintain discipline while collecting Iftar. The other members of the organization were distributing Iftar. Nasim Chowdhury said that they had undertaken this initiative to help people out of a desire to stand by their fellow human beings. At that time, everyone was a student. Now, some are in business, some are in jobs and some are living abroad. Mahfuzur Rahman, Adib Sarjin, Saiful Islam, Shafikul Islam and Akmal Hossain are among them. Several others, including students Iftekhar Sajjad, Mahfuz Siam and Mahbub Hasan, also help them in their activities.
Nasim Chowdhury said, 'We started by contributing our own money. Now, many people from the country and abroad are helping. Many encourage us. It is not a big deal, but still we feel a sense of satisfaction.'
Ainul Islam, a member of the Socheton Nagorik Committee (SNK) of Sunamganj and a lawyer, told Prothom Alo, 'For the last few years, I have seen these young people taking the initiative to provide Iftar for the poorest people in the city. I feel very good to see their humanitarian work. This is a commendable initiative.' |
hnf12c2e8h#3 | hnf12c2e8h | Awami League's general secretary, Obaidul Quader, has asked for an expression of gratitude for the release of Bangabandhu's daughter. He has said, BNP leaders are only misleading people with false claims and speeches. He has advised them to avoid making political disputes a priority and to prepare for the elections instead. | বঙ্গবন্ধুর কন্যার মুক্তির কৃতজ্ঞতা প্রকাশ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, মিথ্যা দাবি আর বক্তৃতায় শুধু জনগণকে বিভ্রান্ত করছেন বিএনপির নেতারা। রাজনৈতিক সংকটের পাঁয়তারা এড়িয়ে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। |
2b41tt38r3#1 | 2b41tt38r3 | পাকিস্তান জাতীয় পরিষদের নতুন স্পিকার আয়াজ সাদিক | Ayaz Sadiq is the new speaker of Pakistan National Assembly |
gdnu5d8ik0#1 | gdnu5d8ik0 | BNP failed to applaud pension system: Information Minister | পেনশন–ব্যবস্থাকে অভিনন্দন জানাতে ব্যর্থ বিএনপি: তথ্যমন্ত্রী |
hwo9cb0uql#3 | hwo9cb0uql | The PCB authorities have sought the support of the viewers due to the poor performance of Pakistan in the World Cup. The PCB has stated in a statement that there is a possibility of changes after the World Cup based on the performance of the team. The board has denied allegations of favoritism in the selection of captain Babar Azam and the team. They said Babar and selector Inzamam-ul-Haq were given the freedom to select the team. The PCB is hopeful that the Pakistan team will perform well in the remaining four matches. | বিশ্বকাপে পাকিস্তানের দুর্বল পারফরম্যান্সের কারণে পিসিবি কর্তৃপক্ষ দর্শকদের সমর্থন চেয়েছে। পিসিবি বিবৃতিতে জানিয়েছে, দলের পারফরম্যান্সের ভিত্তিতে বিশ্বকাপ শেষে পরিবর্তনের সুযোগ রয়েছে। বোর্ড অধিনায়ক বাবর আজম এবং দল নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ অস্বীকার করেছে। তারা বলেছে, বাবর এবং নির্বাচক ইনজামাম-উল-হককে স্বাধীনভাবে দল নির্বাচন করতে দেওয়া হয়েছিল। পিসিবি আশাবাদী, পাকিস্তান দল বাকি চারটি ম্যাচে ভালো পারফর্ম করবে। |
s3me07z0ly#1 | s3me07z0ly | Live View on Google Maps and Two Other New Features | গুগল ম্যাপসে লাইভ ভিউ ও আরও দুই নতুন সুবিধা |
txcsttgiri#4 | txcsttgiri | BNP's 36-hour blockade program begins today. The program is scheduled against lack of security, prisoner abuse, sharing of constituencies and excessive expenditure during election. BNP demands government resignation, election under a neutral government and end of harassments. The blockade will end at 6 p.m. tomorrow, Wednesday. | বিএনপির ডাকে আজ শুরু হচ্ছে ৩৬ ঘণ্টার অবরোধ। নিরাপত্তার ঘাটতি, বন্দীদের নির্যাতন, নির্বাচনী আসন ভাগাভাগি এবং ব্যয়বাহুল্যের প্রতিবাদে এ কর্মসূচি। বিএনপি সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং হয়রানি বন্ধের দাবি জানিয়েছে। অবরোধ আগামীকাল বুধবার সন্ধ্যা ৬টায় শেষ হবে। |
yzivv4j4q2#2 | yzivv4j4q2 | As planned, the protest against the Narendra Modi government was supposed to take place in the capital by taking a train. The train could not be obtained. Therefore, the leaders and workers of Trinamool Congress, the ruling party of West Bengal traveled to Delhi by bus.
Today, Saturday at 12:30 PM, Trinamool leaders, workers, and supporters traveled towards Delhi in a bus from Netaji Indoor Stadium in Kolkata. Trinamool has said that 50 buses will go to Delhi in this manner.
On upcoming Monday, Trinamool will hold a protest rally at Delhi's Mahatma Gandhi's memorial Rajghat and on Tuesday, at Delhi's Jantar Mantar against the Modi government for suspending funds to various projects. Although, it was supposed to leave as a special train "Trinamool Express" from Howrah Station at 8 AM today. However, after taking the fare from Trinamool, the Railway Department did not provide the train, and thus their workers and supporters decided to go to Delhi by bus.
However, Trinamool Congress had already rented a 22-coach train from IRCTC (Indian Railway Catering and Tourism Corporation). They paid 50 lakh rupees as rent and submitted 11 lakh rupees as security money. However, that train was canceled at the last moment.
General Secretary of All India Trinamool Congress and Member of Parliament Abhishek Banerjee informed yesterday, Friday, that Trinamool leaders, workers, and supporters will go by bus as an alternative mode of transport. Such buses will also go from various districts of the state to Delhi.
On October 2nd and 3rd, Trinamool has a protest program, a siege campaign in the capital Delhi. Abhishek is supposed to join that program. The central government has suspended funds for various financial projects including 100-days work in West Bengal, as alleged by Trinamool. This Delhi trip is aimed at collecting those funds. The distance from Kolkata to Delhi is 1,600 kilometers. | কথা ছিল, ট্রেনে করে রাজধানীতে গিয়ে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ হবে। ট্রেন পাওয়া যায়নি। তাই বাসে করেই দিল্লি ছুটেছেন পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের নেতা–কর্মীরা।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে তৃণমূলের নেতা, কর্মী, সমর্থকেরা দিল্লির দিকে যাত্রা করেছেন বাসযোগে। তৃণমূল বলেছে, এভাবে আজ ৫০টি বাস দিল্লি যাবে।
আগামী সোমবার দিল্লির মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাট এবং মঙ্গলবার দিল্লির যন্তরমন্তরে তৃণমূল মোদি সরকারের বিভিন্ন প্রকল্পে অর্থ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করবে। যদিও আজ সকাল আটটায় হাওড়া স্টেশন থেকে বিশেষ ট্রেন ‘তৃণমূল এক্সপ্রেস’ ছাড়ার কথা ছিল। কিন্তু রেল দপ্তর তৃণমূলের কাছ থেকে ভাড়া নিয়েও ট্রেন না দেওয়ায় তাদের কর্মী–সমর্থকেরা বাসে করে দিল্লি যাওয়ার সিদ্ধান্ত নেন।
যদিও তৃণমূল কংগ্রেস আগেই ২২ বগির একটি ট্রেন ভাড়াও করেছিল আইআরসিটিসি (ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম করপোরেশন) থেকে। ভাড়া বাবদ তারা গুনেছিল ৫০ লাখ রুপি এবং সিকিউরিটি মানি জমা দিয়েছিল ১১ লাখ রুপি। কিন্তু সেই ট্রেন শেষ মুহূর্তে বাতিল হয়ে যায়।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল শুক্রবারই জানিয়ে দেন, বিকল্প যান হিসেবে বাসে করে যাবেন তৃণমূলের নেতা, কর্মী, সমর্থকেরা। এমন বাস অবশ্য আরও যাবে রাজ্যের বিভিন্ন জেলা থেকে দিল্লিতে।
২ ও ৩ অক্টোবর রয়েছে রাজধানী দিল্লিতে তৃণমূলের বিক্ষোভ কর্মসূচি, ঘেরাও অভিযান। সেই কর্মসূচিতে যোগ দেওয়া কথা অভিষেকের। পশ্চিমবঙ্গের ১০০ দিনের কাজসহ বিভিন্ন আর্থিক প্রকল্পের অর্থ কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে বলে তৃণমূলের অভিযোগ। সেই অর্থ আদায়ের লক্ষ্যেই এই দিল্লি যাত্রা। কলকাতা থেকে দিল্লির দূরত্ব ১ হাজার ৬০০ কিলোমিটার। |
lchtzjej6j#3 | lchtzjej6j | হোয়াটসঅ্যাপে চালু হয়েছে 'কমিউনিটিজ' নামের একটি নতুন ফিচার। এটি ব্যবহার করে ব্যবহারকারীরা বিভিন্ন সাব-গ্রুপ নিয়ে একটি কমিউনিটি তৈরি করতে পারবেন, যা তাদের বিশেষ আগ্রহ বা সংস্থার সাথে সম্পর্কিত। এছাড়াও, এই কমিউনিটিজে গ্রুপ অ্যাডমিনরা সবার কাছে ঘোষণা প্রচার করতে পারবেন। এছাড়াও, কমিউনিটিতে ৩২ জনকে একসাথে ভিডিও কল করার সুবিধাও যুক্ত হয়েছে। | A new feature called 'Communities' has been launched on WhatsApp. Using it, users can create a community with different sub-groups, which are related to their special interests or organization. Also, the group admins in these communities will be able to broadcast announcements to everyone. In addition, the feature of making video calls with up to 32 people at a time has also been added to the community. |
13k643f6zk#2 | 13k643f6zk | মামলাজট নিরসনে জেলা প্রশাসকদের (ডিসি) সহায়তা চেয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। ডিসি সম্মেলনের তৃতীয় দিনে আজ মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আইন মন্ত্রণালয়সম্পর্কিত বিষয়ে কার্য অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এই কথা জানান আইনমন্ত্রী।
গত রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে চার দিনব্যাপী ডিসি সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চার দিনের এই সম্মেলনে আলোচনার জন্য ৩৫৬টি প্রস্তাব দিয়েছেন বিভাগীয় কমিশনার ও ডিসিরা। এখন মন্ত্রী-সচিবদের উপস্থিতিতে এসব প্রস্তাব নিয়ে আলোচনা চলছে এবং আলোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন সরকারের নীতিনির্ধারকেরা। যা চলবে আগামীকাল বুধবার পর্যন্ত।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘আমি আমার বক্তব্যে যেটি বলেছি, সেটি হচ্ছে, আমি জেলা প্রশাসকদের কাছে সহযোগিতা চেয়েছি, আমরা যে মামলাজটে সাফার করছি, সেই মামলাজট নিরসনের জন্য তাঁরা যেন আমাদের সহযোগিতা করেন।’
আইনমন্ত্রী বলেন ভ্রাম্যমাণ আদালতের বিরুদ্ধে একটি মামলা আছে। সেটা নিষ্পত্তি করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হবে, সেই কথা ডিসিদের বলা হয়েছে।
ডিসি সম্মেলনে ডিসিরা কিছু সুনির্দিষ্ট প্রশ্ন করেছেন। সেই প্রশ্নের জবাব সচিব দিয়েছেন বলে জানান আইনমন্ত্রী।
বাজারে মূল্যবৃদ্ধি করে কেউ যদি অস্থিতিশীল করেন বা পণ্য মজুত করেন, তাহলে তাঁদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে বলেছেন প্রধানমন্ত্রী। সেই বিষয়ে ডিসিদের কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কি না, জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিশেষ এই কারণটিকে নিরসনের জন্য ১৯৭৪ সালে বিশেষ ক্ষমতা আইন করা হয়েছিল। তিনি বলেন, ‘আমি এখন আপনাদের মাধ্যমে সবাইকে বলছি, এ রকম কাজ করলে বিশেষ ক্ষমতা আইনে ব্যবস্থা নেওয়া হবে।’ | Law Minister Anisul Haque has sought the assistance of Deputy Commissioners (DCs) to reduce case backlog. The Law Minister stated this while briefing journalists after the working session on matters related to the Ministry of Law at the Osmani Memorial Auditorium in the capital on Tuesday, the third day of the DC conference. Prime Minister Sheikh Hasina inaugurated the four-day DC conference at the Prime Minister's Office last Sunday. The Divisional Commissioners and DCs have made 356 proposals to be discussed at the four-day conference. These proposals are now being discussed in the presence of ministers and secretaries, and the government's policymakers are providing necessary guidelines. This will continue until Wednesday. Law Minister Anisul Haque said, "What I said in my speech is that I have sought cooperation from the Deputy Commissioners. I have requested their cooperation to resolve the case backlog we are facing." The Law Minister said that there is a case against the mobile court. He said that the DCs have been asked to take immediate steps to dispose of it. The Law Minister said that the DCs have asked some specific questions at the DC conference. The Secretary has answered those questions. Prime Minister has asked the DCs to take quick action against those who destabilize the market by increasing prices or hoarding products. Asked whether any instructions have been given to the DCs in this regard, Law Minister Anisul Haque said a special power law was enacted in 1974 to deal with this. He said, "I am now telling everyone through you that action will be taken under the Special Powers Act if such acts are committed." |
83v3ak37ej#4 | 83v3ak37ej | চরকিতে মুক্তি পাচ্ছে 'পাতালঘর' চলচ্চিত্রটি, যাতে মা ও মেয়ের মনস্তাত্ত্বিক টানাপোড়েন দেখা যাবে। নূর ইমরান মিঠুর পরিচালিত এই ছবিটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে প্রশংসিত হয়েছে। আফসানা মিমি, নুসরাত ফারিয়া, মামুনুর রশীদসহ তারকাবহুল নির্মিতিতে সিঙ্গেল মাদারের চরিত্রে অভিনয় করেছেন মিমি। | The film 'Patalkhor' is released on the streaming platform, which explores the psychological conflict between a mother and her daughter. Directed by Noor Imran Mithu, this film was appreciated in the international film festivals. Mim, Nusrat Faria and Mamunur Rashid have played in the star-studded production; Mim has played the role of a single mother in the film. |
fmzmny7w7u#2 | fmzmny7w7u | দেশের আইনজীবীদের অন্যতম সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (২০২৪-২০২৫) নির্বাচনে ভোট গ্রহণ আগামীকাল বুধবার শুরু হচ্ছে। দুই দিনব্যাপী এ নির্বাচনে সকাল ১০টা থেকে মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
গত ১১ ফেব্রুয়ারি এক নোটিশে সমিতির দুই দিনব্যাপী নির্বাচনের (২০২৪-২৫) ওই তারিখ ঘোষণা করা হয়।
নির্বাচন পরিচালনা–সংক্রান্ত উপকমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী আবুল খায়ের আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও কলুষমুক্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য কমিটি বদ্ধপরিকর। নির্বাচনের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামীকাল সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হবে। ভোটার সংখ্যা ৭ হাজার ৮৮৩। ১৪টি পদের বিপরীতে এবারের নির্বাচনে ৩৩ জন প্রার্থী হয়েছে।
সভাপতি, সহসভাপতি (২টি), সম্পাদক, কোষাধ্যক্ষ, সহসম্পাদক (২টি), সদস্য ৭টি পদসহ মোট ১৪টি পদে এক বছর মেয়াদের জন্য এ নির্বাচন হয়ে থাকে। সাধারণ আইনজীবীদের ধারণা, সমিতির নির্বাচনে বরাবরই মূলত দুটি প্যানেলের মনোনীত প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়ে থাকে। একটি হচ্ছে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন আইনজীবীদের সংগঠন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত প্যানেল (সাদা হিসেবে পরিচিত)। অন্যটি হলো, বিএনপির নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল হিসেবে পরিচিত)। দুটি প্যানেল ইতিমধ্যে তাদের মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেছে। এ ছাড়া আরও কয়েকজন প্রার্থী হয়েছেন।
তফসিল ঘোষণার পর ১৩ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ তাদের প্রার্থীদের (সাদা প্যানেল) নাম ঘোষণা করে। এই প্যানেল থেকে সভাপতি পদে আবু সাঈদ সাগর, সম্পাদক শাহ মঞ্জুরুল হক, সহসভাপতি পদে রমজান আলী শিকদার ও দেওয়ান মো. আবু ওবাঈদ হোসেন সেতু, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ নুরুল হুদা আনসারী, সহসম্পাদকের দুটি পদে মো. হুমায়ুন কবির ও মোহাম্মদ হুমায়ুন কবির নির্বাচনে প্রার্থী হয়েছেন। সদস্য সাতটি পদে মোহাম্মদ খালেকুজ্জামান ভূইয়া, মাহমুদা আফরোজ, মো. বেলাল হোসেন, খালেদ মোশাররফ, মো. রায়হান রনি, সৌমিত্র সরদার ও রাশেদুল হক খোকন প্রার্থী হয়েছেন।
১৭ ফেব্রুয়ারি বিএনপির নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল হিসেবে পরিচিত) প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এই প্যানেল থেকে সভাপতি পদে এ এম মাহবুব উদ্দিন (খোকন), সম্পাদক পদে মো. রুহুল কুদ্দুস, সহসভাপতি পদে মো. হুমায়ুন কবির ও সরকার তাহমিনা বেগম, কোষাধ্যক্ষ পদে মো. রেজাউল করিম, সহসম্পাদক পদে মাহফুজুর রহমান ও মো. আবদুল করিম প্রার্থী হয়েছেন। সদস্যের সাতটি পদে ফাতিমা আক্তার, সৈয়দ ফজলে এলাহী, মো. শফিকুল ইসলাম শফিক, মো. রাসেল আহমেদ, মো. আশিকুজ্জামান নজরুল, মহিউদ্দিন হানিফ ও মো. ইব্রাহিম খলিল প্রার্থী হয়েছেন।
যাচাই–বাছাই শেষে ২৫ ফেব্রুয়ারি বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে ১৪টি পদের বিপরীতে বৈধ প্রার্থীর সংখ্যা ৩৩। দুই প্যানেলের বাইরে সভাপতি পদে আরও দুজন প্রার্থী হয়েছেন। তাঁরা হলেন মো. ইউনুছ আলী আকন্দ ও মো. খলিলুর রহমান বাবলু (এম কে রহমান)। সম্পাদক পদে ফরহাদ উদ্দিন আহমেদ ভূইয়া ও নাহিদ সুলতানা যুথী সম্পাদক পদে প্রার্থী হয়েছেন। মো. সাইফুল ইসলাম কোষাধ্যক্ষ পদে প্রার্থী হয়েছেন। | Voting in (2024-2025) election of Supreme Court Bar Association (SCBA), one of the most important organizations of lawyers of the country, will start tomorrow (Wednesday). The two-day long election will see the casting of votes from 10 AM continuing till 5 PM with a one-hour lunch break. The date was announced on February 11 through a notice to announce the two-day long election of the association (2024-25). Talking to Prothom Alo this evening, the convener of the election management subcommittee, senior lawyer Abul Khair, said that the committee is determined to organize a fair, neutral, untainted election. All the arrangements for the election have been made. Voting will start from 10 AM tomorrow. There are 7,883 voters. As against 14 offices, a total of 33 candidates are participating in this year's election. This election is held annually for a 14-office tenure including the post of president, vice-presidents (2), secretary, treasurer, additional secretaries (2), and 7 member posts. General lawyers perceive that there is usually competition between two panels' nominated candidates. One of the panels is nominated by the Awami League-led lawyers group, Bangabandhu Awami Ainjibishari Parishad, famously known as the White Panel. The other one is nominated by the BNP-led Jatiyatabadi Aainjibi Oikya Panel, famously known as the Blue Panel. By now, both panels have declared the names of their nominated candidates. Apart from this, a few more candidates have also participated. Subsequently to the declaration of the schedule of the election, Bangabandhu Awami Ainjibishari Parishad announced the names of their candidates (White Panel). From this panel, Abu Sayeed Sagar is contesting for the post of the president, Shah Manjurul Hoq for the post of secretary, Ramadan Ali Shikder and Dewan Md. Abu Obaid Hussain Setu for the post of vice-presidents, Muhammad Nurul Huda Ansari for the post of treasurer, and for the two posts of additional secretaries Md. Humayun Kabir and Muhammad Humayun Kabir are contesting. Muhammad Khalekuzzaman Bhuaiya, Mahmuda Afroze, Md. Belal Hossen, Khaled Mosharraf, Md. Raihan Roni, Saumitra Sardar, and Rashedul Hoq Khokon are contesting for the seven posts of members. On February 17, the BNP-led Jatiyatabadi Aainjibi Oikya Panel (famously known as Blue Panel) announced the names of their candidates. From this panel, A.M. Mahbub Uddin (Khokon) is contesting for the post of president, Md. Ruhul Quddus for the post of secretary, Md. Humayun Kabir and Sarker Tahmina Begum for the post of vice-presidents, Md. Reza Karim for the post of treasurer, Mahfuzur Rahman and Md. Abdul Karim for the post of additional secretaries. Fatima Akhtar, Syed Fazle Elahi, Md. Shafikul Islam Shafik, Md. Russell Ahmed, Md. Ashiquzzaman Nazrul, Mahiuddin Hanif, and Md. Ibrahim Khalil are contesting for the seven posts of members. The list of valid candidates was published on February 25 after the scrutiny process was complete. In this, the number of valid candidates against the 14 posts is 33. Apart from the two panels, two more candidates are contesting for the post of president. They are Md. Yunus Ali Akand and Md. Khaliluzzaman Rahman Bablu (M.K. Rahman). Farhad Uddin Ahmed Bhuian and Nahid Sultana Juthi are contesting for the post of secretary and additional secretary, respectively. Md. Saiful Islam is contesting for the post of treasurer. |
0m30wscmuz#4 | 0m30wscmuz | ভারতীয় সংগীত শিল্পী অঞ্জন দত্ত ৩০ সেপ্টেম্বর আলোকি কনভেনশন সেন্টারে কনসার্ট করবেন, যার নাম 'অঞ্জন দত্ত ইন মেট্রোপলিস'। ঢাকার তরুণ শিল্পী সানিও একই মঞ্চ ভাগ করে নেবেন। দুই বাংলার সংগীতের মেলবন্ধনের জন্য এই আয়োজন করা হয়েছে। গেটসেটরক ডটকমে টিকিট পাওয়া যাবে, কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৭টায় সানির পরিবেশনা দিয়ে, এরপর রাত সাড়ে ৮টায় অঞ্জন দত্ত প্রায় আড়াই ঘণ্টা গান পরিবেশন করবেন। অঞ্জন দত্ত বিখ্যাত গানকার, গায়ক তথা অভিনেতা, যিনি 'তুমি না থাকলে' এবং 'রঞ্জনা আমি আর আসব না' এর মতো হিট গানের স্রষ্টা। | Indian singer Anjan Dutt will be performing in concert at the Alokito Convention Centre on September 30, named 'Anjan Dutt in Metropolis'. Dhaka based young singer S@ny will share the stage. The event has been organized to celebrate the musical bond between the two Bengals. Tickets are available at getsetrock.com, the concert will start with S@ny's performance at 7 pm, following which Anjan Dutt will perform for almost two and a half hours, starting at 8:30 pm. Anjan Dutt is a renowned singer, songwriter, and actor, who has created hit songs like 'Tumi Na Thakle' and 'Ronjona Ami Ar Asbona'. |
waq0phf5al#2 | waq0phf5al | মানি চেঞ্জারে ডলার মিলছে না। ব্যক্তিপর্যায়ে কিছু ডলার কেনাবেচা হচ্ছে চড়া দামে। ভারত ভ্রমণে অনেকেই টাকা নিয়ে যাচ্ছেন।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদুল ইসলাম ভারতে যাবেন। সে জন্য গত সোমবার তিনি ডলার কিনতে রাজধানীর মতিঝিলে যান। বেশ কয়েকটি মানি চেঞ্জারে গিয়ে তিনি সেগুলোর অধিকাংশই বন্ধ পান। যেগুলো খোলা ছিল, সেগুলোতে ডলার পাননি। তবে এসব প্রতিষ্ঠানের আশপাশে ভাসমান অনেক বিক্রেতা তাঁর কাছে ডলার বিক্রি করতে আগ্রহ দেখান। কিন্তু দামে বনিবনা না হওয়ায় শহীদুল ডলার না কিনেই ফিরে যান।
শহীদুল ইসলামপ্রথম আলোকে বলেন, ‘কয়েকটি ব্যাংকেও গিয়েছি। কিন্তু কোনো ডলার পেলাম না। বাইরে কয়েকজনের সঙ্গে কথা হয়েছে। তাঁরা প্রতি ডলারের দাম চান ১২০ টাকা। একটু কমে কেনার জন্য বেশ কিছু মানি চেঞ্জারেও গিয়েছি। কিন্তু পাইনি।’
সেদিন মতিঝিল ও দিলকুশা এলাকায় আরও ছয়জনকে পাওয়া গেল, যাঁরা শহীদুলের মতো ডলার কিনতে গিয়েছিলেন। কিন্তু ব্যাংকে ডলারের উচ্চ দাম দেখতে পান, যা মানি চেঞ্জারে আরও বেশি। আবার খুচরা বিক্রেতারা মানি চেঞ্জারদের চেয়ে কয়েক টাকা বেশি হাঁকাচ্ছিলেন দাম। ছয়জনের মধ্যে দুজন খোলাবাজার থেকে প্রতি ডলার ১১৯ টাকা ২০ পয়সায় কিনেছেন। তা–ও ডলারের নোটগুলো বেশ পুরোনো। তাই কিছুটা কম দামে পেয়েছেন তাঁরা। নোট নতুন হলে দাম ১২০ টাকার ওপরে।
বাংলাদেশ ব্যাংক মানি চেঞ্জারদের জন্য ডলারের দাম সর্বোচ্চ ১১৩ টাকা বেঁধে দিয়েছে। সেই দামে কোথাও ডলার বিক্রি হচ্ছে না।
এদিকে বেশি দামে ডলার বিক্রি ঠেকাতে কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি রাজধানীর বিভিন্ন মানি চেঞ্জারে অভিযান চালায়। বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করে। কয়েকটির লাইসেন্সও স্থগিত করা হয়। এরপর থেকে মানি চেঞ্জারগুলোয় ডলার বিক্রি বলতে গেলে বন্ধ হয়ে গেছে। এখন কিছু ভাসমান বিক্রেতার কাছে স্বল্প পরিমাণে ডলার পাওয়া যায়। অর্থাৎ খোলাবাজারে ডলারসহ বৈদেশিক মুদ্রা লেনদেনের ক্ষেত্রে একধরনের ‘লুকোচুরি’ চলছে।
গত সোমবার সরেজমিনে রাজধানীর মতিঝিল–দিলকুশার মতো গুলশান এলাকা গিয়ে অধিকাংশ মানি চেঞ্জার বন্ধ পাওয়া যায়। কিছু প্রতিষ্ঠান খোলা থাকলেও তারা ডলার নেই বলে জানায়। এমনকি অন্যান্য বৈদেশিক মুদ্রার লেনদেনও করছে না এসব প্রতিষ্ঠান। শুধু তা–ই নয়, বিমানবন্দরে অবস্থিত ব্যাংক ও মানি চেঞ্জারে ডলারের আকাল চলছে। ফলে বিদেশগামীদের কেউ বিমানবন্দর থেকেও ডলার কিনতে পারছেন না।
সম্প্রতি ভারতে যাওয়া একজনপ্রথম আলোকে জানান, গুলশানে বিভিন্ন মানি চেঞ্জার ঘুরে তিনি ডলার পাননি। এমনকি ভারতীয় রুপি কিনতে গিয়েও তিনি ব্যর্থ হয়েছেন। একই চেষ্টা করেন বিমানবন্দরে। কিন্তু সেখানেই সব চেষ্টা বিফল হয়েছে। অগত্যা বাংলাদেশি টাকা নিয়ে কলকাতায় যান তিনি। সেখানে গিয়ে টাকার বিনিময়ে ভারতীয় রুপি কিনে প্রয়োজন সারেন।
খোলাবাজারে বছরের শুরুতে কিছু ডলার মিলত। কয়েক মাস ধরে ডলার নিয়ে রীতিমতো হাহাকার চলছে। বাংলাদেশ ব্যাংক মানি চেঞ্জারগুলোয় অভিযান চালানোয় এবং কিছু প্রতিষ্ঠানকে জরিমানা করার কারণে খোলাবাজার থেকে ডলার একপ্রকার উধাও হয়ে গেছে।
ঢাকার মতিঝিল ও দিলকুশা এলাকার একাধিক মানি চেঞ্জার প্রতিষ্ঠানের কর্মকর্তার সঙ্গে ডলার–সংকট নিয়ে কথা বলতে চাইলে তাঁরা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে নাম প্রকাশ না করার শর্তে একটি প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি বলেন, ‘কম দামে এখন কোথাও ডলার পাওয়া যাচ্ছে না। বেশি দামে ডলার কিনে বাংলাদেশ ব্যাংকের বেঁধে দেওয়া দামে কিছুতেই বিক্রি করা সম্ভব নয়। সকালে দোকান খোলার পর থেকে পুলিশি পাহারা থাকে। তাই দোকান বন্ধ করে আশপাশে থাকি। পরিচিত কোনো ক্রেতা পেলে দরদামে বনিবনা হওয়ার পর কিছু ডলার বিক্রি করি। এভাবে চলতে থাকলে ব্যবসায় টিকে থাকাও দুষ্কর হয়ে পড়বে।’
এ বিষয়ে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এ কে এম ইসমাইল হকপ্রথম আলোকে বলেন, ‘মানি চেঞ্জারের বাইরে এখন অনেকে হাতে হাতে ডলার বিক্রি শুরু করেছেন। এতে যত দিন যাচ্ছে, এ ব্যবসা ভাসমান ব্যবসায়ীদের হাতে চলে যাচ্ছে। এ অবস্থায় সংকট নিরসনে ডলারের দাম বাজারভিত্তিক করাসহ আমরা বেশ কিছু প্রস্তাব বাংলাদেশ ব্যাংকের কাছে দিয়েছি। সেসব প্রস্তাবের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক কী নির্দেশনা দেয়, সেই অপেক্ষায় আছি।’
খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, মানি চেঞ্জারগুলো মূলত বিদেশফেরত প্রবাসী ও পর্যটকদের কাছ থেকে ডলার সংগ্রহ করে। কিছু ক্ষেত্রে ব্যাংকের কাছ থেকেও নগদ ডলার কিনে কয়েক টাকা বেশিতে বিক্রি করে। প্রায় দেড় বছর ধরে ডলার–সংকট চলতে থাকায় এখন ব্যাংক থেকে নগদ ডলার পাওয়া যাচ্ছে না। ফলে প্রবাসী ও পর্যটকদের কাছ থেকে মানি চেঞ্জারগুলোকে ডলার সংগ্রহ করতে হচ্ছে চড়া দামে।
এদিকে ডলার–সংকট কাটাতে প্রয়োজনে বেশি দামে হলেও প্রবাসী আয় কেনার জন্য সম্প্রতি ব্যাংকগুলোকে অনানুষ্ঠানিক পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে ব্যাংকগুলো প্রবাসী আয়ে ডলারের দাম বাড়িয়ে দিয়েছে। কোনো কোনো ব্যাংক এখন প্রবাসী আয়ে ডলার কিনছে ১১৫ থেকে ১১৬ টাকায়। যদিও প্রবাসী আয়ের ক্ষেত্রে বেঁধে দেওয়া দাম ১১০ টাকা ৫০ পয়সা। সাধারণত বাংলাদেশ ব্যাংকের পরামর্শে ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন এবিবি ও বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকের সংগঠন বাফেদা মিলে ডলার দাম নির্ধারণ করে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হকপ্রথম আলোকে বলেন, ব্যাংক ও মানি চেঞ্জারের জন্য ডলারের দাম বেঁধে দেওয়া আছে। তা তদারকি করা হয়। অনিয়ম হলে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। এর বাইরে নগদ ডলারের যে বাজার আছে, তা কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণের সুযোগ নেই।
খোলাবাজারে বৈদেশিক মুদ্রা লেনদেনের সঙ্গে জড়িত ব্যক্তিরা বলছেন, সেপ্টেম্বর-অক্টোবরে বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থী, চিকিৎসা ও পর্যটনের জন্য বিভিন্ন দেশে ঘুরতে যাওয়া মানুষের মধ্যে ডলারের চাহিদা বেড়ে যায়। নভেম্বর-ডিসেম্বরে এসে এ চাহিদা আরও বাড়ে। অর্থাৎ আরও কঠিন সময় আসছে।
সম্প্রতি যুক্তরাজ্যে পড়তে যাওয়া এক শিক্ষার্থীকে মাত্র দেড় হাজার ডলার জোগাড় করতে কয়েকটি ব্যাংক ঘুরতে হয়। শেষে বহুজাতিক দুটি ব্যাংকের শীর্ষ পর্যায়ে যোগাযোগ করে তিনি এক হাজার ডলার সংগ্রহ করতে পারেন।
একই অবস্থায় পড়েন গত মাসে ভারতে চিকিৎসা নিতে যাওয়া বেসরকারি সংস্থায় চাকরিজীবী এক দম্পতি। পরে কোথাও ডলার না পেয়ে টাকা নিয়ে কলকাতায় যান তাঁরা।
ভারতে যাওয়া আরও কিছু যাত্রী জানান, এখন অধিকাংশ মানুষই ভারতে ডলার বা রুপির বদলে টাকা নিয়ে যাচ্ছেন। কলকাতার কয়েকটি স্থানে অনানুষ্ঠানিকভাবে রুপি–টাকা বেচাকেনা বেশ জমে উঠেছে। তা আগেও ছিল, তবে সীমিত।
এদিকে বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যাচ্ছে, ডলার–সংকটের এ সময়ে দেশের বাইরে ক্রেডিট কার্ডে লেনদেন বেড়েছে। বাংলাদেশিরা গত আগস্টে দেশের বাইরে ক্রেডিট কার্ডে সর্বোচ্চ ৭৪ কোটি টাকা খরচ করেছেন ভারতে। এরপরই ক্রেডিট কার্ডের বেশি ব্যবহার হয়েছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড ও যুক্তরাজ্যে।
ব্যাংকাররা বলছেন, চিকিৎসা ও পর্যটনের জন্য প্রতি মাসে বিপুলসংখ্যক বাংলাদেশি ভারতে যান। প্রচুর শিক্ষার্থী যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে পড়াশোনা করছেন। তাই এসব দেশে ক্রেডিট কার্ডের ব্যবহার দিন দিন বাড়ছে। ডলার–সংকটের কারণে তা বেড়ে গেছে।
গত বুধবার বাংলাদেশ ব্যাংকে এক সভা শেষে ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন এবিবির চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন সাংবাদিকদের বলেন, খোলাবাজারে বছরে তিন থেকে চার কোটি ডলার লেনদেন হয়। দেশের অর্থনীতির যে আকার, তার তুলনায় এ লেনদেন খুবই সামান্য। ফলে কার্ব মার্কেটে ডলারের বিনিময় হার কত বা তাকে মানদণ্ড হিসেবে দেখানোর প্রয়োজন নেই। | Dollars are not available at money changers. Some dollars are being bought and sold in private at high prices. Many people are taking Bangladeshi currency to India. A private university student named Shahidul Islam is going to India. He went to the capital's Motijheel on Monday to buy dollars. He went to many money changers, and most of them were closed. He could not find any dollars in the few that were open. However, many floating vendors around these establishments showed interest in selling him dollars. But Shahidul returned without buying any dollars, as they could not agree on a price. Shahidul Islam told Prothom Alo, "I also went to a few banks. I did not get any dollars there. I spoke with some people outside. They are demanding 120 taka per dollar. I also went to a few money changers to buy them for a little less. But I could not find any." Six others were found in the Motijheel and Dilkusha areas that day, who had gone to buy dollars like Shahidul. However, they saw the high price of dollars in banks, which was even higher at money changers. The floating vendors were calling out prices several taka higher than the money changers. Two out of the six people bought dollars for 119 taka 20 poisha in the open market. Even then, the dollar bills were quite old, which is why they got them at a slightly lower price. If the bill was new, then the price would be over 120 taka. Bangladesh Bank has fixed the maximum price of dollars for money changers at 113 taka. However, they are not selling dollars anywhere at that price. In order to curb the sale of dollars at high prices, the central bank recently launched a drive against various money changers in the capital. They fined several institutions, and the licenses of a few were suspended. Since then, the sale of dollars at money changers has nearly stopped. Now, a small amount of dollars is available from some floating vendors. In other words, there is a kind of 'hide-and-seek' going on in the open market regarding the exchange of foreign currency including the US dollar. On Monday, most of the money changers were closed in areas like the capital's Motijheel-Dilkusha and Gulshan. Some institutions were open, but they said they did not have dollars. They are not even transacting with other foreign currencies. Not only that, there is a shortage of dollars in the banks and money changers at the airport. As a result, those going abroad are not able to buy dollars from the airport either. A recent returnee from India told Prothom Alo, "I went to various money changers in Gulshan, but I could not get any dollars. I even failed to buy Indian rupees. I tried the same thing at the airport, but all my efforts went in vain. I had no other option but to go to Kolkata with Bangladeshi currency. I bought Indian rupees in exchange for taka there to pay for my needs." A few dollars were available in the open market at the beginning of the year. There has been a serious shortage of dollars for several months. The disappearance of dollars from the open market due to the actions taken by Bangladesh Bank against money changers and the fining of some institutions. When contacted, multiple officials from money changer institutions in Dhaka's Motijheel and Dilkusha areas refused to comment on the dollar crisis. However, a representative from an institution, on the condition of anonymity, said, "It is not possible to get dollars at a low price anywhere at the moment. It is not possible to buy US dollars at a high price and sell them at the price fixed by Bangladesh Bank. Police have been posted on guard since the shop opens in the morning, so we keep the shop closed and stay nearby. If we find any known customer, then we sell some dollars after agreeing on a price. If this continues, it will be difficult to keep the business going." The President of the Money Changers Association of Bangladesh, AKM Ismail Haque, told Prothom Alo, "Besides money changers, many people have started selling dollars in person. As time goes on, the business is slipping into the hands of floating businessmen. In this situation, to resolve the crisis, we have given several proposals to Bangladesh Bank, including fixing the price of dollars based on the market. We are waiting to see what instructions the central bank gives regarding those proposals." Speaking with industry experts, it has been learned that money changers mainly collect dollars from expatriate migrant workers and tourists returning from abroad. In some cases, they buy cash dollars from banks and sell them for a few taka more. Since the dollar crisis has been going on for about a year and a half, cash dollars are not available from banks now. As a result, money changers have to collect dollars from expatriates and tourists at high prices. In order to overcome the dollar crisis, Bangladesh Bank has recently given unofficial advice to banks to buy expatriate income at a higher price, if necessary. As a result, banks have increased the price of dollars in expatriate income. Some banks are now buying dollars in expatriate income for 115 to 116 taka, although the fixed price for expatriate income is 110 taka 50 poisha. Usually, the price of dollars is determined by the Association of Bankers, Bangladesh (ABB), the organization of bank executives, and the Bangladesh Foreign Bank (BAFEDA), the organization of banks that deal with foreign exchange, in consultation with Bangladesh Bank. Bangladesh Bank spokesman Mezbaul Haque told Prothom Alo, "The price of dollars has been fixed for banks and money changers and is monitored with due care. Necessary actions are also being taken in case of any irregularity. Apart from this, the market for cash dollars is not under the control of the central bank." Those involved in foreign exchange transactions in the open market say that the demand for dollars increases among students going to study abroad, those going for medical treatment, and those going for leisure travel during the months of September and October. This demand rises further in November-December. In other words, an even more difficult time is coming. Recently, a young man going to study in the UK had to visit several banks just to arrange for 1,500 dollars. In the end, he could gather 1,000 dollars by contacting the higher authorities of two multinational banks. The same thing happened to a working couple who went to get medical treatment in India last month. Later, as they could not find dollars anywhere, they went to Calcutta with Bangladeshi currency. Several other passengers going to India informed us that now most people are going to India with Bangladeshi currency instead of dollars or rupees. The informal buying and selling of rupees and taka has increased significantly in several places in Calcutta. It did exist before, but it was limited. On the other hand, data from Bangladesh Bank shows that credit card transactions outside the country have increased during this time of dollar crisis. Bangladeshis spent a maximum of 74 crore taka on credit cards outside the country in August in India. Credit cards were used the most in the United States, Thailand, and the United Kingdom after that. Bankers say that a large number of Bangladeshis go to India every month for medical treatment and tourism. Many students are studying in the US and the UK. As such, the use of credit cards in these countries is increasing day by day, and the dollar crisis has made this issue worse. On Wednesday, Salim R. F. Hossain, the chairman of the Association of Banks, Bangladesh (ABB), the organization of bank executives, told reporters after a meeting at Bangladesh Bank, "Three to four crore dollars are transacted in the open market annually, which is a very small amount compared to the size of the country's economy. As a result, there is no need to show the exchange rate of dollars in the kerb market or set it as a benchmark." |
ya8c3axlie#2 | ya8c3axlie | জার্মানিকে এত দিন নানা অভিধায় আখ্যা দেওয়া হতো—ইউরো অঞ্চলের ইঞ্জিন, শিল্পের শক্তিকেন্দ্র, রপ্তানির চ্যাম্পিয়ন। এমন অনেকভাবেই বলা হতো ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ দেশটি সম্পর্কে। তবে সময় পাল্টেছে।
সাম্প্রতিক বিভিন্ন তথ্য–উপাত্ত এই ধারণা দিচ্ছে যে জার্মানির সেই সুদিন সম্ভবত শেষ। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানাচ্ছে, ইউরোপের বৃহত্তম অর্থনীতি মন্দার কবলে পড়েছে।
অর্থনীতিবিদেরা জার্মানির এই পরিণতির কারণ খুঁজছেন নিঃসন্দেহে। কত দিন এ অবস্থা থাকবে, তা বোঝার চেষ্টা করছেন। তবে আগামীকাল মঙ্গলবার জার্মানির জুলাই মাসের মূল্যস্ফীতির পরিসংখ্যান প্রকাশিত হবে এবং সবাই এখন সেদিকে তাকিয়ে আছেন। ভোক্তা মূল্যসূচক আগের বছরের একই সময়ের সাপেক্ষে ৬ দশমিক ২ শতাংশ হতে পারে; জুন মাসে যা ছিল ৬ দশমিক ৪ শতাংশ।
জুন মাসের শিল্প পরিসংখ্যানে বোঝা যাচ্ছে, দেশটির শিল্প খাতে কী ঘটছে। ভক্সওয়াগন, বিএমডব্লিউ ও মার্সিডিজ গাড়ির জন্ম যে দেশে, সেই দেশের শিল্প খাতের বর্তমান অবস্থা কী। সেই সঙ্গে আছে ছোট ও মাঝারি প্রকৌশল খাতের বিস্তৃত নেটওয়ার্ক।
জুলাই মাসে যদি জার্মানির মূল্যস্ফীতি উল্লিখিত প্রত্যাশা অনুযায়ীও হয়, তাহলে ইউরো অঞ্চলের তুলনায় তা বেশিই হবে। জুলাই মাসে ইউরো অঞ্চলের মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৩ শতাংশ। জার্মানির মূল্যস্ফীতির প্রত্যাশিত হারের সঙ্গে যদি স্পেনের তুলনা করা হয়, তাহলে জার্মানির দুরবস্থা আরও বেশি বলে মনে হয়। জুলাই মাসের স্পেনের মূল্যস্ফীতি ছিল ২ দশমিক ৩ শতাংশ।
দীর্ঘমেয়াদি উচ্চ মূল্যস্ফীতি জার্মানির বর্তমান অর্থনৈতিক দুর্দশার একটি অন্যতম কারণ। বিশেষ করে তার সঙ্গে যদি প্রবৃদ্ধির হার কমে আসে, তাহলে বিষয়টি জটিল হয়। অর্থনীতিবিদেরা বলছেন, এটি হচ্ছে ‘স্লোসেশন’। অর্থাৎ একদিকে অর্থনীতির গতি শ্লথ, অন্যদিকে উঁচু হারের মূল্যস্ফীতি।
গত মে মাসেই নিশ্চিত হয়ে যায় যে জার্মানি মন্দার কবলে পড়েছে। সরকারের সংশোধিত পরিসংখ্যানে জানা যায়, প্রথমে যা ভাবা হয়েছিল জার্মানির অবস্থা তার চেয়েও করুণ। বছরের প্রথম ত্রৈমাসিকে দেশটির জিডিপি সংকুচিত হয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ; এর আগে ২০২২ সালের শেষ ত্রৈমাসিকেও দেশটির জিডিপি সংকুচিত হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে পারিবারিক ব্যয় কমে গেছে। কিন্তু এর প্রভাব অর্থনীতিতে যে ঠিক কতটা হতে পারে, প্রথম দিকে তা ঠিক বোঝা যায়নি।
বছরের দ্বিতীয় ত্রৈমাসিক অর্থাৎ এপ্রিল-জুন সময়েও পরিস্থিতির উন্নতি হয়নি। বিশ্লেষকেরা ভেবেছিলেন, কিছুটা হলেও অর্থনীতি ঘুরে দাঁড়াবে। কিন্তু বাস্তবে দেখা গেল, বছরের দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি হয়নি, অর্থাৎ শূন্য শতাংশ প্রবৃদ্ধি নিয়ে অর্থনীতি ছিল স্থবির।
মানুষের ক্রয়ক্ষমতা কমে গেলেও মূল্যস্ফীতির রাশ টানতে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া হার অনুযায়ী নীতি সুদহার নির্ধারণ করেছে জার্মানি, বর্তমানে যা ৩ দশমিক ৭৫ শতাংশ। সে কারণেও জার্মানির অর্থনীতি হোঁচট খাচ্ছে।
জার্মানির করপোরেট খাতও ভালো অবস্থায় নেই। মিউনিখভিত্তিক রিসার্চ ইনস্টিটিউটের ব্যবসায়িক পরিবেশসূচক জুলাই মাসে টানা তিন মাস ধরে কমেছে। অর্থনীতিবিদেরা মনে করছেন, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের কঠোর মুদ্রানীতি এবং সেই সঙ্গে মার্কিন অর্থনীতিবিষয়ক আশঙ্কা এবং চীনে প্রবৃদ্ধির গতি কমে যাওয়ার কারণে এমনটা ঘটছে।
জার্মানির রপ্তানির বড় গন্তব্য হচ্ছে চীন—দ্রুতগামী গাড়ি থেকে শুরু করে যন্ত্রপাতি এমন অনেক কিছুই চীন জার্মানি থেকে নেয়। ফলে চীনের প্রবৃদ্ধি কমে যাওয়া জার্মানির মতো দেশের জন্য ভালো বিষয় নয়।
এই পরিস্থিতিতে অর্থনীতিবিদেরা বলছেন, জার্মান সরকারের উচিত, এ মুহূর্তে সংস্কার কর্মসূচি পেশ করা। কিন্তু জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজসহ সংসদ সদস্যরা এখন গ্রীষ্মাবকাশে আছেন, ইউরোপের অন্যান্য দেশের মতো মন্ত্রী ও পার্লামেন্ট সদস্যদের মতো।
তবে উৎপাদন–সংক্রান্ত কিছু তথ্যে আশার আলো দেখছে জার্মানি। মে-জুন সময়ে কারখানার ক্রয়াদেশ ৭ শতাংশ বেড়েছে। মূলত যন্ত্রপাতি ও বিমানের ক্রয়াদেশ বেড়ে যাওয়ার কারণে এই প্রবৃদ্ধি হয়েছে। এয়ারবাস জানিয়েছে, জুন মাসে তাদের ক্রয়াদেশ বেড়েছে।
আরেকটি আশার খবর হলো, জুলাই মাসে জার্মানিতে মৌসুম-সমন্বিত বেকারত্বের হার ৫ দশমিক ৬ শতাংশে নেমে এসেছে, যা জুন মাসের চেয়ে কিছুটা কম।তবে জার্মানি এখন মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে, নাকি বিষয়টি সাময়িক, তা এখনো পরিষ্কার নয়। | For a long time, Germany was called various things, such as the engine of the Eurozone, an industrial powerhouse, and an export champion. This was how they used to talk about one of the most important countries in Europe. But times have changed.
Recent data suggests that Germany’s time in the sun may be over. The British newspaper The Guardian is reporting that Europe’s largest economy has fallen into recession.
Economists are naturally looking for the reasons for this downturn in Germany and trying to work out how long it will last. But for now, all eyes are on Germany’s inflation figures for July, due to be published on Tuesday. The consumer price index may be around 6.2%, down from 6.4% in June.
The industrial data for June gives some sense of what is happening in the engine room of the German economy, home to the car manufacturers Volkswagen, BMW, and Mercedes, as well as to a vast network of small and medium-sized engineering companies.
Even if German inflation in July is as low as predicted, it will still be much higher than in the eurozone as a whole, where inflation was 5.3% in July. The contrast with Spain, where inflation in July was 2.3%, makes Germany’s predicament seem even worse.
Persistently high inflation is one of the main reasons for Germany’s current economic woes, especially when combined with low growth. Economists call this “stagflation.” This is when an economy has both high inflation and slow growth.
It was confirmed in May that Germany had fallen into recession when revised government figures showed that the economy had shrunk by 0.3% in the first quarter of the year, following a contraction in the final quarter of 2022. Household spending has been hit by rising prices, but it was not initially clear how badly this would affect the economy.
There was no improvement in the second quarter of the year, from April to June. Analysts had expected the economy to rebound a little, but in fact there was zero growth in the second quarter.
Even though households are suffering from a fall in their real incomes, Germany has raised interest rates to the level set by the European Central Bank to try to control inflation. It is now 3.75%. This is also hitting the German economy.
The German corporate sector is not in good shape either. The business climate index from the Munich-based research institute Ifo has fallen for three months in a row up to July. Economists see this as being driven by the European Central Bank’s aggressive monetary policy, combined with fears about the US economy and slowing growth in China.
China is a big export market for Germany, taking everything from high-performance cars to machine tools. So the slowdown in China is bad news for Germany.
Economists say that in these circumstances, the German government should be introducing a program of reforms. But like other European countries, German politicians, including Chancellor Olaf Scholz, are currently on their summer holidays.
However, there are some bright spots in the data on manufacturing output. Factory orders rose by 7% in May and June, driven by demand for machinery and aircraft. Airbus reported a surge in orders in June.
Another piece of good news is that the seasonally adjusted unemployment rate in Germany fell to 5.6% in July, down from 5.8% in June. But it is not yet clear whether Germany has started to recover from the recession or whether this is just a temporary blip. |
7rx5jzlvxz#4 | 7rx5jzlvxz | After sharing points against Chelsea, Liverpool, and Tottenham, Manchester City's "mini-crisis" results in a loss against Aston Villa. Trailing Arsenal by 6 points at the top, the absences of Rodri and De Bruyne, the transfer of Gundogan, and the failure to adapt from Guardiola are major reasons behind City's poor form. Guardiola's team has also faced major issues in both preventing shots and defending against opponents. However, City has a reason to be hopeful, as they have shown resilience in overcoming such crises in the past. | চেলসি, লিভারপুল ও টটেনহ্যামের কাছে পয়েন্ট ভাগাভাগির পর অ্যাস্টন ভিলার কাছে হারে ম্যানচেস্টার সিটির ‘মিনি ক্রাইসিস’। শীর্ষে থাকা আর্সেনালের থেকে ৬ পয়েন্ট দূরে পড়া সিটির এই দুরবস্থার পেছনে রদ্রি ও ডি ব্রুইনার অনুপস্থিতি, গুন্ডোগানের স্থানান্তর ও গাভার্দিওলের মানিয়ে না নেওয়া বড় কারণ। প্রতিপক্ষের শট মোকাবিলা ও রক্ষণেও বড় সমস্যা দেখা দিয়েছে গার্দিওলার দলে। তবে সিটির আশার কারণ হল, অতীতেও তারা এমন সংকট থেকে উত্তরণের সাক্ষ্য দিয়েছে। |
3b5m521yme#2 | 3b5m521yme | The United Nations Security Council vote on bolstering aid to the Gaza Strip has been postponed for another day, now set for a vote on Friday. The agreement with the United States came late Thursday after nearly two weeks of discussions and several days of delays over the vote, opening the way for the draft resolution put forward by the United Arab Emirates. Diplomatic wrangling has led to several postponements of the vote at the UN headquarters in Manhattan in recent days, as the United States, a veto-wielding member of the Security Council and ally of Israel, sought changes to the text. The US now says it will support the resolution. The revised text no longer calls for easing Israeli restrictions on aid deliveries to 2.3 million people in Gaza. Israel maintains tight control over the limited flow of aid into Gaza via the Rafah crossing with Egypt and monitors aid coming in through the Kerem Shalom crossing. "This is a resolution that we can support," US Ambassador to the United Nations Linda Thomas-Greenfield told reporters. Reuters reported that she did not specify whether the United States would vote in favor of the resolution or abstain. Diplomats said the vote was delayed until Friday after veto-wielding Russia and some other council members objected to the changes made to satisfy Washington during a closed-door meeting. Russia's UN Ambassador Vassily Nebenzia declined to speak to reporters after the meeting. "There is a little bit of awkward language now in this (resolution)," International Crisis Group analyst Richard Gowan told AFP. Gowan said it was now up to other council members to decide whether they would accept that in order to secure a deal. Hamas authorities, meanwhile, said Israel bombed a newly reopened crossing for humanitarian aid on Thursday. AFP reported that Israeli Prime Minister Benjamin Netanyahu said on Wednesday that there would be no ceasefire in Gaza until Hamas is "eliminated." | গাজা উপত্যকায় সহায়তা জোরদার করা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নির্ধারিত ভোটাভুটি আরও এক দিন পিছিয়েছে। আজ শুক্রবার ভোটাভুটি হওয়ার কথা।
প্রায় দুই সপ্তাহের আলোচনা ও ভোটাভুটি নিয়ে কয়েক দিনের বিলম্বের পর গতকাল বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা হয়েছে। এর মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে তৈরি করা খসড়া প্রস্তাবটি পাস হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
কূটনৈতিক টানাপোড়েনকে কেন্দ্র করে গত কিছুদিনে ম্যানহাটনে জাতিসংঘের সদর দপ্তরে কয়েকবারই ভোটাভুটি স্থগিত করতে হয়েছে। নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতাসম্পন্ন সদস্য এবং ইসরায়েলের মিত্র দেশ যুক্তরাষ্ট্রের চাওয়া অনুযায়ী প্রস্তাবে সংশোধনী আনা হয়েছে। যুক্তরাষ্ট্র এখন বলছে, তারা প্রস্তাবে সমর্থন দেবে।
সংশোধিত এ প্রস্তাবে এখন আর গাজায় ২৩ লাখ মানুষের জন্য সহায়তা সরবরাহের ক্ষেত্রে ইসরায়েলি নিয়ন্ত্রণ কমানো যায়নি। মিসর থেকে রাফাহ ক্রসিং দিয়ে গাজায় সহায়তা সরবরাহের যে সীমিত কার্যক্রম চলে, সেগুলো পর্যবেক্ষণ করছে ইসরায়েল। কারেম শালম ক্রসিং দিয়েও সহায়তা পৌঁছানোর বিষয়টি নজরদারির আওতায় রেখেছে তারা।
জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত লিন্ডা টমাস গ্রিনফিল্ড সাংবাদিকদের বলেন, ‘এটি এমন এক প্রস্তাব যেটিতে আমরা সমর্থন দিতে পারি।’
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র প্রস্তাবের পক্ষে ভোট দেবে, নাকি ভোটদানে বিরত থাকবে—সে ব্যাপারে তিনি সুনির্দিষ্ট কিছু বলেননি।
কূটনীতিকেরা বলেছেন, একটি রুদ্ধদ্বার বৈঠক চলার সময় নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতাসম্পন্ন সদস্য দেশ রাশিয়া এবং আরও কিছু সদস্য দেশের অভিযোগের মুখে ভোটাভুটি আজ পর্যন্ত পেছানো হয়েছে। ওয়াশিংটনকে সন্তুষ্ট করতে প্রস্তাবে যে সংশোধনী আনা হয়েছে, তা নিয়ে আপত্তি জানিয়েছিল তারা। বৈঠকের পর রাশিয়ায় নিযুক্ত জাতিসংঘের দূত ভাসিলি নেবেনজিয়া সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন।
ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক রিচার্ড গোয়ান এএফপিকে বলেছেন, এখানকার (প্রস্তাবের) কিছু ভাষা সামান্য অযৌক্তিক।
গোয়ান মনে করেন, পরিষদের অন্য সদস্যদের এখন সিদ্ধান্ত নিতে হবে যে তারা চুক্তির খাতিরে এসব বিষয় মেনে নেবে কি না।
এদিকে হামাস কর্তৃপক্ষ বলেছে, মানবিক সহায়তার জন্য নতুন করে চালু হওয়া একটি ক্রসিংয়ে গতকাল বোমা হামলা চালিয়েছে ইসরায়েল।
এএফপির প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত বুধবার বলেন, হামাসকে নির্মূল না করা পর্যন্ত গাজা উপত্যকায় কোনো যুদ্ধবিরতি হবে না। |
8yduves42w#2 | 8yduves42w | Addressing the '7th Bengal Global Business Summit' in Kolkata, India's top industrialist Mukesh Ambani said, "Due to Chief Minister Mamata's visionary leadership, West Bengal has now emerged as the preferred destination of investment. This state is one of the most important investment destinations for us, where an ideal environment for setting up industries has been established."
Mukesh Ambani informed that his Reliance Industries will be investing Rs 20,000 crore in the next three years in West Bengal. The company had already invested Rs 45,000 crore. These investments will further uplift this region in areas of education, health and agriculture. Reliance Jio will take telecom services to the remote corners of West Bengal. Jio's network has already reached 98% of the customers in the Kolkata Zone. He said, "India's former Prime Minister Atal Bihari Vajpayee had rightly referred to Mamata as 'Agnikanya'."
'Bengal Global Business Summit' or 'Bangla Viswa Banijya Sammelan' was inaugurated yesterday, Tuesday afternoon at the Biswa Bangla Convention Centre in New Town, Rajarhat, a suburb of Kolkata. The biggest convention hall in South Asia has been established by the state government. This summit will conclude today, Wednesday at Dhan Dhan Stadium in South Kolkata.
In this trade summit, Mukesh Ambani began his speech by mentioning the lines of the iconic song 'Aamar Sonar Bangla, Aami Tomay Bhalobashi' written by Nobel laureate Rabindranath Tagore. He also ended his speech by citing the lines of another iconic song by Tagore, 'Nishidin Bharosa Rakhis, Ore Mon Hobei Hobei'. Apart from Rabindranath Tagore, Mukesh Ambani also remembered the names of many luminaries of this state, including Swami Vivekananda, Netaji Subhas Chandra Bose, and Mother Teresa and mentioned that Bengal is a "Heritage of Intellectual".
The summit was attended by leading businessmen, industrialists, economists and delegates from 17 countries of the world, including Bangladesh. Several prominent businessmen and industrialists from India participated in this event including the Chairman of Reliance Industries Mukesh Ambani, the Chairman of JSW Group Sajjan Jindal, the Chairman of ITC Sanjiv Puri, the Chairman of Ambuja Neotia Group Harshvardhan Neotia, the Chairman of Narayana Group Dr. Devi Shetty, the Director of JK Group Hrishikesh Singhania, and the Managing Director of Wipro Rishad Premji. Grzegorz Tobiszowski, Minister of Energy from Poland, was also present. The Bangladesh government delegation was led by Bangladesh's High Commissioner to Delhi, Md. Mostafizur Rahman. In addition, a 10-member delegation of industrialists from Bangladesh was led by FBCCI Vice President Rashedul Hossain Chowdhury.
West Bengal Chief Minister Mamata Banerjee greeted the industrialists from India and abroad by saying, "An environment for setting up industries is prevalent in Bengal. Today Bengal has emerged as a major area of investment. Our goal is to make Bengal rich in industries." Mentioning the various developmental projects of the West Bengal government, she said, "Bengal is progressing. Bengal means business. In Bengal, there is a tune of unity in diversity. Everyone is like a brother here, there is no room for differences."
Mamata Banerjee declared Sourav Ganguly, the son of Kolkata and former captain of the Indian cricket team, as the 'Brand Ambassador of Bengal'. Earlier, Bollywood star Shah Rukh Khan held this position. | কলকাতায় ‘সপ্তম বাংলা বিশ্ব বাণিজ্য সম্মেলনে’ যোগ দিয়ে ভারতের শীর্ষ ধনী ও শিল্পপতি মুকেশ আম্বানি বলেছেন, ‘মুখ্যমন্ত্রী মমতার দূরদৃস্টিসম্পন্ন নেতৃত্বের জন্য পশ্চিমবঙ্গ এখন বিনিযোগের আদর্শ পীঠস্থান হয়ে উঠেছে। এই রাজ্য আমাদের কাছে বিনিয়োগের অন্যতম গন্তব্য, যেখানে শিল্প গড়ার আদর্শ পরিবেশ তৈরি হয়েছে।’
মুকেশ আম্বানি জানান, তাঁর রিলায়েন্স শিল্পগোষ্ঠী আগামী তিন বছরে পশ্চিম বাংলায় ২০ হাজার কোটি রুপি বিনিয়োগ করবে। ইতিমধ্যেই তাঁরা বাংলায় ৪৫ হাজার কোটি রুপি বিনিয়োগ করেছেন। এসব বিনিয়োগ এই রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিক্ষেত্রকে আরও উন্নত করবে। রিলায়েন্স জিও পশ্চিমবঙ্গের আরও প্রত্যন্ত অঞ্চলে টেলিযোগাযোগ–সেবা পৌঁছে দেবে। কলকাতা জোনে ইতিমধ্যে ৯৮ শতাংশ গ্রাহকের কাছে পৌঁছে গেছে জিওর নেটওয়ার্ক। তিনি বলেন, ‘ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী যথার্থই মমতাদিকে অগ্নিকন্যা বলে উল্লেখ করেছিলেন।’
কলকাতার উপশহর রাজারহাটের নিউটাউনে রাজ্য সরকারের গড়া দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ মিলনায়তন বিশ্ববঙ্গ কনভেনশন সেন্টারে গতকাল মঙ্গলবার বিকেলে ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’ বা ‘বাংলা বিশ্ব বাণিজ্য সম্মেলন’ শুরু হয়। আজ বুধবার এ সম্মেলন শেষ হবে দক্ষিণ কলকাতার ধনধান্য স্টেডিয়ামে।
এ বাণিজ্য সম্মেলনে মুকেশ আম্বানি তাঁর ভাষণ শুরু করেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গানের কলি উল্লেখ করে, আর শেষ করেন কবিগুরুরই ‘নিশিদিন ভরসা রাখিস, ওরে মন হবেই হবে’ গানের কলি দিয়ে। মুকেশ আম্বানি কবিগুরু রবীন্দ্রনাথ ছাড়াও স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষ চন্দ্র বসু, মাদার তেরেসাসহ এই রাজ্যের অনেক গুণীর নাম স্মরণ করে বলেন, বাংলা হলো ‘হেরিটেজ অব ইন্টেলেকচুয়াল’।
সম্মেলনে বিশ্বের ১৭টি দেশের নামীদামি ব্যবসায়ী-শিল্পপতি, অর্থনীতিবিদ ও প্রতিনিধিরা যোগ দেন। এর মধ্যে বাংলাদেশও রয়েছে। এতে ভারতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী-শিল্পপতিদের মধ্যে রিলায়েন্স শিল্পগোষ্ঠীর চেয়ারম্যান মুকেশ আম্বানি, জেএসডব্লিউ গ্রুপের চেয়ারম্যান সজ্জন জিন্দাল, আইটিসির চেয়ারম্যান সঞ্জীব পুরী, অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া, নারায়ণা গ্রুপের কর্ণধার ডা. দেবী শেঠি, জে কে গ্রুপের কর্মকর্তা হর্ষপতি সিঙ্ঘানিয়া, ইউপ্রোর অধিকর্তা রিশাদ প্রেমজি অংশ নেন। ছিলেন পোল্যান্ডের বিদ্যুৎমন্ত্রী গ্রেজর্জ টোবিজোস্কি। বাংলাদেশের সরকারি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দিল্লিতে নিযুক্ত বাংলাদশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান। এ ছাড়া বাংলাদেশের ১০ সদস্যের শিল্পপতিদের একটি প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন এফবিসিসিআইয়ের সহসভাপতি রাশিদুল হোসেন চৌধুরী।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্মেলনে দেশ-বিদেশের শিল্পপতিদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘বাংলায় শিল্প গড়ার পরিস্থিতি বিরাজ করছে। বাংলা আজ বিনিয়োগের অন্যতম ক্ষেত্র হয়ে উঠেছে। আমাদের লক্ষ্য, বাংলাকে শিল্পে সমৃদ্ধ করা।’ তিনি পশ্চিমবঙ্গ সরকারের নানা উন্নয়নমুখী প্রকল্প তুলে ধরে বলেন, ‘বাংলা এগিয়ে যাচ্ছে। বাংলা মানে ব্যবসা। বাংলায় রয়েছে বৈচিত্র্যের মধ্যে এক ঐক্যের সুর। এখানে সবাই ভাই ভাই, বিভেদের সুর নাই।’
মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার সন্তান ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে বাংলার বাংলার দূত হিসেবে ঘোষণা করেন। এর আগে এই পদে ছিলেন বলিউড তারকা শাহরুখ খান। |
mv3qmknocm#2 | mv3qmknocm | স্বচ্ছন্দে ভিডিও কলের সুযোগ দিতে বাংলাদেশে জাবরার প্যানাকাস্ট সিরিজের ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার ও ইভলভ সিরিজের ইয়ার বাড এনেছে টেক রিপাবলিক। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির এ প্রযুক্তি সেবা ব্যবহার করে কম খরচে স্বয়ংক্রিয়ভাবে অনলাইনে গুরুত্বপূর্ণ বৈঠক করা যাবে। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে জাবরার নতুন প্রযুক্তিপণ্য উন্মোচনের পাশাপাশি উল্লেখযোগ্য দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে জাবরা দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক পিটার জায়াসেলান জানান, কিছুদিন আগেও ভিন্ন ভিন্ন অবস্থান এবং দেশ থেকে অনলাইনে বৈঠকে অংশ নেওয়ার বিষয়টি খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল না। কিন্তু বর্তমানে ভিডিও কনফারেন্সিংয়ের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। যেকোনো কর্মক্ষেত্রকে অনলাইন বৈঠকের উপযোগী করতে জাবরার স্মার্ট সলিউশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে জানানো হয়, প্যানাকস্টের মূল বৈশিষ্ট্য হলো, এটি দেয়ালের সঙ্গে জুড়ে দিলে তা কয়েক ইঞ্চি জায়গা নিয়েই ১৮০ ডিগ্রি কোণে ঘুরে ছবি ধারণ করতে পারে। এমনকি অনলাইন বৈঠকের সময় বোর্ডের লেখা ধারণের পাশাপাশি বক্তাদের চেহারা স্বয়ংক্রিয়ভাবে উপস্থাপন করতে পারে এই প্রযুক্তি।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টেক রিপাবলিকের ব্যবস্থাপনা পরিচালক এইচ এম ফয়েজ মোর্শেদ, নির্বাহী পরিচালক মেহেদি হাসান এবং জাবরার এন্টারপ্রাইজ বিজনেস বিভাগের সহযোগী পরিচালক ইয়োগেস ক্যালে। | Tech Republic has brought Jabara's Panacast series video conferencing software and Evolve series earbuds to Bangladesh to allow the users to make video calls easily. This technology that uses artificial intelligence can be used for online business meetings, reducing expenses, and improving convenience. Inauguration of Jabara's new technology and its features were discussed in the capital's hotel on Wednesday.
Peter Jayaselan, Vice President and Managing Director of Jabara South Asia, said that until recently, online meetings were not given much importance. However, now, the demand for video conferencing is increasing day by day. Jabara's smart solutions will empower workplaces with the capability to organize online meetings.
It was said that the unique feature of Panacast is, even when attached to a wall, it can cover 180-degree space and take pictures within just a few inches. This technology can even automatically capture the faces of speakers as well as the content written on the board.
HM Foyez Morshed, Managing Director of Tech Republic, Mehedi Hasan, Executive Director of Tech Republic, and Yogesh Kale, Assistant Director, Enterprise Business, Jabara were also present at the event. |
yxq6lf1pdn#4 | yxq6lf1pdn | Mahabharata's Shakuni Mama Gufi Paintal passed away. He died on Monday morning at 78 years due to heart and kidney problems. He started his acting career in the 1980s and etched his name in the minds of the audience after playing the role of Shakuni Mama in Mahabharata. In the 1990s, the character made him a household name with its popularity on television. | চলে গেলেন মহাভারতের শকুনি মামা গুফি পেন্টাল। ৭৮ বছর বয়সে সোমবার সকালে হার্ট ও কিডনি সমস্যায় তিনি মৃত্যুবরণ করেন। আশির দশকে অভিনয় জীবন শুরু করেন তিনি মহাভারতের শকুনি মামার চরিত্রে অভিনয়ের পর দর্শকদের মনে গেঁথে দেন। নব্বইয়ের দশকে টেলিভিশনে এ চরিত্রটি তাকে ঘরে ঘরে জনপ্রিয়তা এনে দেয়। |
End of preview. Expand
in Data Studio
README.md exists but content is empty.
- Downloads last month
- 39