ভূমিকা
অধ্যায় ১ এ আমরা দেখে এসেছি যে Transformer মডেলগুলো সাধারণত অনেক বড় হয়। লাখ-লাখ কোটি-কোটি প্যারামিটার সম্বলিত এই মডেল গুলো কে ট্রেনিং এবং ডেপ্লয় করা বেশ জটিল ও কষ্টসাধ্য একটা কাজ। তাছাড়াও প্রায় প্রতিদিনই নতুন নতুন মডেল রিলিজ হচ্ছে এবং সবগুলোরই নিজস্ব বাস্তবায়ন রয়েছে। এই সবকিছু একসাথে এপ্লাই করা খুব সহজ একটা কাজ নয়।
এই 🤗 Transformers লাইব্রেরিটা বানানো হয়েছে এই সমস্যাগুলো সমাধান করার জন্য। এর আসল উদ্দেশ্য হলো এমন একটি API প্রদান করা যার মাধ্যমে যেকোনো Transformer মডেলকে লোড করা, ট্রেইন করা কিংবা সেভ করা যাবে। লাইব্রেরিটির আসল ফিচারগুলো হলঃ
সহজে ব্যবহারযোগ্য: ডাউনলোড করা, লোড করা এবং যেকোন state-of-the-art মডেল দিয়ে inference করা যাবে মাত্র দুই লাইনের কোড দিয়ে।
ফ্লেক্সিবিলিটি: সবগুলো Transformer মডেলই আসলে PyTorch
nn.Module
অথবা TensorFlowtf.keras.Model
ক্লাস , আর অন্য যেকোনো মডেলের মতোই এদেরকে তাদের নিজ নিজ মেশিন লার্নিং ফ্রেমওয়ার্ক এ সহজেই পরিচালনা করা যায়।সরলতা: লাইব্রেরি জুড়ে খুব কমই বিমূর্ততা তৈরি করা হয়। “All in one file” এমন একটি ধারণাঃ একটা মডেলের পুরো Forward Pass কে সম্পূর্ণরূপে একটি সিঙ্গেল ফাইলে নিয়ে আসা হয়েছে, যাতে করে কোডটি সহজেই বুঝা ও মডিফাই করা যায়।
এই শেষ বৈশিষ্ট্যটি(সরলতা) 🤗 ট্রান্সফরমারকে অন্যান্য ML লাইব্রেরি থেকে বেশ আলাদা করে তোলে। এখানে মডেলগুলি কোনো মডিউল এর উপর নির্মিত নয় যেগুলো ফাইল জুড়ে শেয়ার্ড অবস্থায় থাকে; বরংচ, প্রতিটি মডেলের নিজস্ব স্তর(Layer)রয়েছে। মডেলগুলিকে আরও সহজলভ্য এবং বোধগম্য করার পাশাপাশি, 🤗 Transformers আপনাকে অন্য মডেলকে প্রভাবিত না করে সহজেই একটি মডেলে নিয়ে এক্সপেরিমেন্ট করতে দেয়৷
এই অধ্যায়টি একটি পূর্নাঙ্গ উদাহরন দিয়ে শুরু হবে, যেখানে অধ্যায় ১ এ উল্লিখিত pipeline()
ফাংশনটি প্রতিলিপি করতে আমরা একটি মডেল এবং একটি টোকেনাইজার একসাথে ব্যবহার করব। এর পরে, আমরা মডেল API নিয়ে আলোচনা করব: আমরা মডেল এবং কনফিগারেশন ক্লাসগুলির খুঁটিনাটি দেখব এবং আপনাকে দেখাব কীভাবে একটি মডেল লোড করতে হয় এবং কীভাবে এটি সংখ্যাসূচক ইনপুটগুলিকে প্রক্রিয়া করে আউটপুট প্রেডিক্ট করা যায়।
তারপরে আমরা টোকেনাইজার API দেখব, যা pipeline()
ফাংশনের অন্য একটি প্রধান উপাদান। টোকেনাইজার জিনিসটা প্রথম ও শেষ প্রসেসিং স্টেপগুলোতে মেইনলি কাজে লাগে, নিউরাল নেটওয়ার্কের জন্য টেক্সট ডাটা থেকে সংখ্যাসূচক ইনপুটে রূপান্তর এবং পরে আবার প্রয়োজন অনুযায়ী সংখ্যাসূচক ডাটা থেকে টেক্সট ডাটাতে রূপান্তর করার সময়। পরিশেষে, আমরা আপনাকে দেখাব কিভাবে ব্যাচের মাধ্যমে একাধিক বাক্যকে একটি মডেলে পাঠানো যায়। তারপরে আরেকবার হাই-লেভেলে tokenizer()
ফাংশনটিকে একনজরে দেখার মাধ্যমে পুরো অধ্যায়ের ইতি টানব।